fbpx

কলেজ রিভিউ – শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ

শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সামরিক বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি।

এই কলেজটি ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সৈনিক ক্লাব থেকে কচুখেত সড়কে অবস্থিত।

অবকাঠামো

  • ক্যান্টিন
  • মাল্টিমিডিয়া ক্লাসরুম
  • ল্যাব
  • লাইব্রেরি
  • অডিটোরিয়াম
  • ওয়েটিং রুম
  • খেলার মাঠ
  • শিক্ষক আবাসন
  • চিলড্রেন পার্ক
  • সিকরুম

এছাড়া প্রত্যেক বিভাগের আছে নিজস্ব ল্যাব ব্যাবস্থা। প্রত্যেকটি ল্যাবেই আছে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক। নিয়মিত শিক্ষার্থীদের ল্যাব ক্লাস নেয়া হয় এবং হাতে কলমে শিক্ষা দেয়া হয়।

ছাত্রী

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

শিক্ষকমন্ডলী

এই প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ বিভাগে ১২০+ শিক্ষক কর্মরত আছেন। এর মধ্যে শুধু কলেজ বিভাগে মোট ৬৫ জন শিক্ষক আছেন বিভিন্ন বিভাগে। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট আন্তরিক।তাছাড়া এখানকার শিক্ষকরা যথেষ্ট ছাত্রবান্ধব।প্রত্যেকটা শিক্ষার্থীর ব্যাপারে তারা যত্নশীল।যেকোন সময় যেকোন পরিস্থিতিতে লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এর শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে।

বিভাগসমুহ

উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা কোর্সসমূহ চালু আছে।

বেতন

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

পোশাক

  • বেল্টসহ সাদা ফ্রক (শার্টের কলার)
  • সাদা সালোয়ার
  • সাদা ওড়না
  • বিজ্ঞানের ছাত্রীদের জন্য এপ্রোন
  • সাদা কেডস
  • সাদা মোজা

বিগত বছরের রেজাল্ট:

Year Appeared Passed Pass Rate GPA-5
2021
2020 1250 1250 100.0 828
2019 1212 1210 99.83 283
2018 1031 1026 99.52 154
2017 1008 997 98.91 347

ক্লাবসমূহ

কলেজে আছে বিভিন্ন ক্লাব এবং তাদের কার্যক্রম খুব জোরেসোরেই চলছে।বিএনসিসি কলেজের প্রত্যেকটি ফাংশনে তাদের দায়িত্ব পালন করে থাকে এবং বিভিন্ন ক্যাম্পিং এবং সেমিনারে যোগ দেয়ার সুযোগও তারা পায়।এছাড়া আছে

  • GK Club
  • Math Club
  • Arts and Crafts Club
  • Debate Club
  • Photography Club
  • Cultural Club
  • Language Club
  • Business Club
  • Sports Club

প্রত্যেকটি ক্লাবের সার্বিক তত্বাবধানে আছেন সম্মানিত শিক্ষকগন।।

আবাসিক সুবিধা

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

যাতায়াত সুবিধা

ঢাকার স্থায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত ব্যবস্থার জন্য ৩টি বাস, একটি কোস্টার, ২টি মাইক্রোবাস ও ৩ টি কার আছে। যেকন শিক্ষার্থী তাদের বাসকার্ড প্রদর্শন সাপেক্ষে এই যাতায়াত সুবিধা নিতে পারে।

ভর্তি যোগ্যতা

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

অফিসিয়াল ওয়েবসাইট : http://sagc.edu.bd/
EIIN: 132143

শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

>Top College List of Dhaka<
Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!