fbpx

MIST ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি ১৮মার্চ।

MIST admission test

মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিজ্ঞান ও প্রযুক্তি সামরিক ইনস্টিটিউট; সংক্ষেপে এমআইএসটি) বাংলাদেশের একটি প্রকৌশল শিক্ষা ইনস্টিটিউট, যা মিরপুর সেনানিবাস-এ অবস্থিত। ১৯৯৮ সালে বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসারদের বিএসসি প্রকৌশল অধ্যয়ন করার জন্য বাংলাদেশ সরকার এটি প্রতিষ্ঠা করে।  ২০০৮ সালে এটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর অন্তর্ভুক্ত হয়, তার আগে এমআইএসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল। পূর্বে শুধু সামরিক বাহিনীর অফিসারদের অংশগ্রহণ থাকলেও সাল ২০০২ থেকে বেসামরিক শিক্ষার্থীরা এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে অধ্যয়ন করার সুযোগ পায়। নতুন ব্যাচের MIST ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি ১৮মার্চ।

MIST ভর্তি পরীক্ষা বিস্তারিতঃ

আবেদন করতে হবে MIST এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

ওয়েবসাইটঃ https://mist.ac.bd/

HSC-21 : MIST Admission Circular
(Military Institute of Science and Technology)

 আবেদন

  • সময়সীমা: 17 ফেব্রুয়ারি থেকে ৫মার্চ।
  • আবেদন ফি
    • A Unit – 800টাকা
    • B Unit)- 1000টাকা

 

আসন সংখ্যা

  • MIST: 570 টি

আবেদন যোগ্যতা

  • MIST: SSC তে ন্যূনতম জিপিএ 4.0 (৪র্থ বিষয় ব্যতীত) এবং HSC তে Physics, Chemistry, H.Math, English এই চারটি বিষয়ে মোট জিপিএ ন্যূনতম 17. https://shop.viavisolutions.com/ 0 থাকতে হবে।

 সিলেকশন পদ্ধতি

  • MIST: বোর্ড পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে 10000 (তন্মধ্যে 2000 সেকেন্ড টাইমার) জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

 পরীক্ষার মানবন্টন

MIST: Written- Physics=(6×5), Chemistry=(4×5), H.Math=(8×5), English=(2×5) করে মোট 100 নম্বর; সময়: ২ ঘন্টা এবং খ গ্রুপের ড্রয়িং এর উপর আরো 100 নম্বরের পরীক্ষা; সময় 2ঘন্টা।

ফলাফল নির্ণয় পদ্ধতি

শুধুমাত্র ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হয়।

নেগেটিভ মার্কিং

MIST: নেই

ক্যালকুলেটর

আছে (নন-প্রোগ্রামেবল যেকোনো ক্যালকুলেটর)

সেকেন্ড টাইম

MIST: আছে (তবে ৫% মার্ক্স কর্তন করা হয়)

২০২২সালের সম্পূর্ণ সার্কুলার ডাউনলোড করুন

 

 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!