fbpx

GST total seat 2022

GST

GST total seat 2022 . গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২ ।২০২১-২২ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। আজকের পোস্টে থাকবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় টোটাল কতটি আসন রয়েছে তা নিয়ে।

GST total seat 2022

Varsity Science Seat Unit Change Total Seat
JnU* 825 480 2765
BdU* 100 0 100
IU 550 434 2095
KU 643 149 1169
CoU 350 165 1040
JKKNIU 160 250 1090
BRU 380 327 1395
BU 572 154 1440
RuB 0 41 155
ShU 30 24 120
SUST 985 225 1587
HSTU 1112 239 1554
MBSTU 690 38 810
NSTU 694 272 1309
JUST 720 43 930
PUST 480 180 920
BSMRSTU 671 164 1505
RMSTU 100 10 175
BFMSTU 108 13 159
PSTU 190 53 350
Total 9360 3261 20668
Second Time 8435 2781 17803

 

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৯০টি। বিজ্ঞান, বানিজ্য, মানবিক শাখার জন্য যথাক্রমে ৬৫,৫,২০টি করে আসন।

বিজ্ঞান বিভাগের জন্য আসন ৯৩৬০টি। বিভাগ পরিবর্তন ইউনিটে রয়েছে ৩২৬১টি আসন। আর সবমিলিয়ে ২০৬৬৮টি আছে। সেকেন্ড টাইমাররা লড়তে পারবে ১৭৮০৩টি আসনের বিপরীতে।

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

 

  • গুচ্ছতে JnU ও BdU বাদে বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রয়েছে।

★  আবেদন যোগ্যতা:

  • SSC ও HSC তে আলাদাভাবে (৪র্থ বিষয়সহ) GPA ন্যূনতম 3.50 করে মোট GPA ন্যূনতম 8.00 হতে হবে।

★ সিলেকশন পদ্ধতি:

  • HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যাক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবেন।

★ পরীক্ষার মানবন্টন:

  • MCQ- আবশ্যিক অংশঃ Bangla=(10×1), English=(10×1), Physics=(20×1), Chemistry=(20×1), এবং ঐচ্ছিক অংশ(যেকোন দুইটি বিষয় দাগানো যাবে) Biology=(20×1), H.Math=(20×1), ICT=(20×1)  এবং এভাবে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা।

 ফলাফল নির্ণয় পদ্ধতি:

  • শুধুমাত্র ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে। 

 নেগেটিভ মার্কিং:

  • 0.25

★ ক্যালকুলেটর:

  • নেই

★ সেকেন্ড টাইম:

  • আছে

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় সিদ্ধান্ত হয়, দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় । ২০২২ সালে ভর্তি পরীক্ষায় আরো কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করা হয়েছে।  নতুন তিনটি বিশ্ববিদ্যালয় এবার প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতির ভর্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে।  বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

জিএসটি ভর্তি পরীক্ষার তারিখ

সমন্বিত বিশ্ববিদ্যালয়গুলোর GST ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিটি ইউনিটের পরীক্ষা দুপুর ১২.০০ টায় শুরু হবে এবং ১. zolpidem online apotheke https://www.livermedic.com/ ০০ টায় শেষ হবে । আগামী আগষ্ট ও জুলাই মাসে- তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ক ইউনিট – (বিজ্ঞান) ৩০ জুলাই ২০২২
খ ইউনিট – (মানবিক) ১৩ আগষ্ট  ২০২২
গ ইউনিট -(বানিজ্য) ২০ আগষ্ট  ২০২২

প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণণা ২০২২

GST total seat 2022

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

Spread the love

Related Articles

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!