fbpx

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ভার্সিটি রিভিউ

KUET review

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বাংলাদেশের একটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলায় অবস্থিত। পূর্বে এর নাম ছিল বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি, খুলনা ও তারও আগে, খুলনা প্রকৌশল মহাবিদ্যালয়। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। এখানে প্রায় ৬ হাজার জন ছাত্রছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর প্রকৌশল ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। এখানকার শিক্ষক সংখ্যা ৫৫৭-এরও অধিক। এছাড়া ১৩২ জন কর্মকর্তা ও ৪২৫ জন কর্মচারী আছে।

নীতিবাক্য প্রভু! আমায় জ্ঞান দাও
ধরন সরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত ১৯৬৭, বিশ্ববিদ্যালয় হিসাবে ২০০৩
আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩৫৬
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৫৫৭
শিক্ষার্থী ৫৯৩৪
স্নাতক ৪৮৩৮
স্নাতকোত্তর ১১০০
ডক্টরেট শিক্ষার্থী
৮৪
অবস্থান
শিক্ষাঙ্গন ১১৭.৩৫ একর 
সংক্ষিপ্ত নাম কুয়েট
অধিভুক্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট kuet.ac.bd



ক্যাম্পাস:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের তৃতীয় বৃহত্তম বিভাগীয় শহর খুলনার উত্তর-পশ্চিম অঞ্চলের ফুলবাড়িগেটে অবস্থিত।

ক্যাম্পাস খুলনা সিটির জিরো পয়েন্ট থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। ক্যাম্পাস থেকে শহরের যোগাযোগ ব্যবস্থা খুব ভালো । এটা জিলা বাস টার্মিনাল হতে ১২ কিলোমিটার দূরে এবং খুলনা রেলওয়ে হতে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। এটা ১০১ একর জায়গার উপরে অবস্থিত।

মূল একাডেমিক ভবনে বিভিন্ন শিক্ষা ও গবেষণা সুবিধা আছে। প্রত্যেক বিভাগের একটি আলাদা চত্বর আছে। এরকম আলাদা কতগুলো চত্বর মিলে ক্যাম্পাসের মূল একাডেমিক চত্বরটি গঠিত। হেভি প্রকৌশল ল্যাবরেটরি নিচের তলা বা অন্য পৃথক ওয়ার্কশপ এর মধ্যে অবস্থিত আছে যদিও লাইট ল্যাবরেটরিজ, শ্রেণী এবং প্রকল্প কক্ষ উপরের তলার উপর অবস্থিত। ল্যাবরেটরির শিক্ষকদের জন্য আলাদা অফিস আছে। বেশি সময়ের লেকচারের জন্য প্রতিটা বিভাগে আধুনিক মালপত্র এবং সাউন্ডের জন্য উপকরণ সংবলিত সেমিনার রুম আছে। ক্যাম্পাসে এছাড়াও শিক্ষক ও কর্মচারী ক্লাব, মেডিকেল সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর, এটিএম বুথ, পোস্ট অফিস, ব্যাংক এবং খেলার মাঠ ইত্যাদি সুবিধা আছে। ছাত্র কল্যাণ কমিটি ছাত্রদের মানসিক ও শারীরিক উন্নয়নের জন্য অতিরিক্ত পাঠক্রম সংক্রান্ত সুবিধা দান করে।

অনুষদ এবং বিভাগসমূহঃ

কুয়েটে ৩টি অনুষদের অধীনে মোট ২০টি বিভাগ আছে। এর মাঝে ১৬ টি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়।

পুরকৌশল অনুষদঃ

  • পুরকৌশল বিভাগ
  • নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগ
  • ভবন প্রকৌশল ও নির্মাণ ব্যবস্থাপনা বিভাগ
  • স্থাপত্য বিভাগ
  • গণিত বিভাগ
  • রসায়ন বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • মানবিক বিভাগ

তড়িৎ ও ইলেক্ট্রনিক অনুষদঃ

  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • ইলেক্ট্রনিক্স ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ
  • বায়োমেডিকেল প্রকৌশল বিভাগ
  • ম্যাটেরিয়াল সায়েন্স ও প্রকৌশল বিভাগ

যন্ত্রকৌশল অনুষদঃ

  • যন্ত্রকৌশল বিভাগ
  • শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগ
  • লেদার প্রকৌশল বিভাগ
  • টেক্সটাইল প্রকৌশল বিভাগ
  • শক্তি বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • রসায়ন প্রকৌশল বিভাগ
  • তড়িৎযন্ত্র প্রকৌশল বিভাগ



কোন সাবজেক্টে কতটি করে সীট রয়েছে তা দেখে নিন এখানেঃ

Faculty of Civil Engineering
  1. Civil Engineering (CE) -120
  2. Urban and Regional Planning (URP) – 60
  3. Building Engineering & Construction Management (BECM) – 60
  4. Architecture (ARCH) – 40
Faculty of Electrical and Electronic Engineering
  1. Electrical & Electronic Engineering (EEE) – 120
  2. Computer Science & Engineering (CSE) – 120
  3. Electronics and Communication Engineering (ECE)   – 60
  4. Biomedical Engineering (BME) – 30
  5. Material Science and Engineering (MSE) – 60
Faculty of Mechanical Engineering
  1. Mechanical Engineering (ME) – 120
  2. Industrial and production engineering (IPE) – 60
  3. Leather Engineering (LE) – 60
  4. Textile Engineering (TE) – 60
  5. Energy Science and Engineering (ESE) – 30
  6. Chemical Engineering (ChE) – 30
  7. Mechatronics Engineering (MTE) – 30

ইনস্টিটিউট ও সেন্টারসমূহঃ

এখানে গবেষণার জন্য তিনটি ইনস্টিটিউট আছে:

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট
  • দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট
  • পরিবেশ ও বিদ্যুৎ প্রযুক্তি ইনস্টিটিউট



আবাসিক হলসমূহঃ

কুয়েট এ আবাসিক হল ক্যাম্পাস জীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সাতটি আবাসিক হল (১টি মহিলাদের, ৬টি পুরুষদের) আছে। একটি হলের প্রশাসনিক প্রধান তার প্রভোস্ট এবং সহকারী প্রভোস্ট। সাধারণত হল একটি একক প্রভোস্ট এবং এক বা একাধিক সহকারী প্রভোস্ট রয়েছেন। হলগুলো সাধারণত জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ঐতিহাসিক বিষয়ে নামকরণ করা হয়েছে।

ফজলুল হক হল (প্রথম হল)- (আসন ১৭৫ টি, স্থাপিত: ১৯৭৪)
খান জাহান আলী হল -(আসন ৩০০ টি, স্থাপিত: ১৯৭৭)
ড. এম. এ. রশিদ হল- (আসন ১৭৫ টি, স্থাপিত: ১৯৮৪)
লালন শাহ হল -(আসন ৩০০ টি, স্থাপিত: ১৯৭৫)
রোকেয়া হল- (মহিলা হল) (আসন ৪০০ টি, স্থাপিত: ২০০০)
অমর একুশে হল -(আসন ৫৫০ টি, স্থাপিত: ২০০৬)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল- (আসন ৫৫০ টি, স্থাপিত: ২০১৩)

সংগঠন ও সংঘ সমূহঃ

পেশাগতঃ

কুয়েট বিজনেস এন্ড এন্ট্রারপ্রেনেউরশিপ ক্লাব
ক্যাডারস (CADers)

সাংস্কৃতিকঃ

কুয়েট থিয়েটার
অ-আবৃত্তি সংগঠন
ধ্রূপদী
কুয়েট ফটোগ্রাফিক সোসাইটি
কুয়েট ডিবেটিং সোসাইটি
ক্যারিয়ার ক্লাব
স্পেক্ট্রাম
প্রতিধ্বনি

বিজ্ঞানঃ

কুয়েট গণিত সংঘ,
IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ,কুয়েট
কুয়েট রোবটিক সোসাইটি,
Industrial Engineering and Operations Management (IEOM) স্টুডেন্ট ব্রাঞ্চ,কুয়েট
Hardware Acceleration Club of KUET (HACK),
Manipulators of Electrons (MEC)
Robotics Club of KUET
Cyber Gaming Club of KUET (Cyborg)

ক্রীড়াবিষয়কঃ

Organization of KUET Sports (O.K.S)

পরিবহনঃ

ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধার জন্য কুয়েট খুলনা শহর ও ক্যাম্পাসের মধ্যে নিজস্ব বাস সার্ভিস পরিচালনা করে । ছুটির মধ্যে, বিশেষ সার্ভিস , ছুটির বিনোদনমূলক এবং অন্যান্য চাহিদা পূরণের জন্য বাস প্রদান করা হয় । বাস সার্ভিস শিল্প পরিদর্শন এবং শিক্ষার্থীদের অধ্যয়ন ট্যুর জন্য পাওয়া যায় । কুয়েট এ মোট ৮ টি বাস, ২ টি পাজারো, ১ টি ও ৪ টি মাইক্রোবাস আছে।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা ও ভর্তি বিস্তারিত

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!