সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ – সাত কলেজ – ভার্সিটি রিভিউ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজের একটি। এটি পুরনো ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত একটি সরকারি কলেজ।
১৯৪৯ সালের ১১ নভেম্বর কলেজটি স্থাপিত হয়।১৯৪৯ সালের ১১ নভেম্বর নালগলার ৫/১, জুম্মন ব্যাপারী লেনে কলেজটির কার্যক্রম শুরু হয়। তখন মুহাম্মদ আলী জিন্নাহর উপাধি অনুসারে কলেজের নাম রাখা হয় কায়েদ-ই-আজম কলেজ। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে কলেজটির নাম পরিবর্তন করে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামানুসারে কলেজটির নাম রাখা হয় শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ১৯৮৪ সালের ১ নভেম্বর কলেজটি সরকারি কলেজে পরিণত হলে এর নাম হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়।
সাত কলেজের ভর্তি প্রস্তুতির জন্য এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল Admission Assist এ
এই কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নের সুব্যবস্থা রয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এ যে বিভাগ সমূহ চালু রয়েছে, সেগুলো হলো,
কলা এবং মানবিক অনুষদ
এই অনুষদটি নিম্নলিখিত বিভাগের জন্য গঠিত:
- বাংলা বিভাগ
- আসন সংখ্যা ১১০টি
- ইংরেজি বিভাগ
- আসন সংখ্যা ১১০টি
- অর্থনীতি বিভাগ
- আসন সংখ্যা ১৫০ টি
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১৭০ টি
- ইতিহাস বিভাগ
- ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ
- আসন সংখ্যা ১২০টি
- দর্শনশাস্ত্র বিভাগ
- আসন সংখ্যা ১০০টি
- সমাজবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১৭০টি
বিজ্ঞান অনুষদ
এই অনুষদটি নিম্নলিখিত বিভাগ সমূহ নিয়ে গঠিত:
- পদার্থবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১০০টি
- রসায়নবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১২০টি
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১০০টি
- প্রাণিবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১০০টি
- মৃত্তিকাবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১০০টি
- গণিত বিভাগ
- আসন সংখ্যা ১২০টি
- ভূগোল ও পরিবেশ বিভাগ
- আসন সংখ্যা ১০০টি
বাণিজ্য অনুষদ
এই অনুষদটি নিম্নলিখিত বিভাগ সমূহ নিয়ে গঠিত:
- হিসাববিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ২০০টি
- ব্যবস্থাপনা বিভাগ
- আসন সংখ্যা ২০০টি
- মার্কেটিং বিভাগ
- ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
সাত কলেজের ভর্তি প্রস্তুতির জন্য এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল Admission Assist এ
আবাসন
- কলেজটিতে এখনও আবাসন সুবিধা নেই। পুর্ববর্তী ভবনটিকে ছাত্রাবাস করা হলেও ভবন পরিত্যক্ত হওয়ার পর ছাত্রাবাসটি বন্ধ হয়ে যায়। বর্তমানে কলেজের অদুরে কলেজের মালিকানাধীন ডিআইটি ভবনে ছাত্রাবাস করার প্রক্রিয়া আবেদিত রয়েছে।
যাতায়াত
- যাতায়াতের জন্যে বাস সুবিধা নেই। বাস সুবিধার জন্যে আন্দোলন চলছে।
বেতন ও ভর্তি ফি
- কলেজে সম্মান শ্রেনিতে ভর্তি বিভাগভেদে ৪৫০০-৭৫০০ পর্যন্ত হয়।
- মাসিক খরচ নেই
- পরীক্ষার আগে ফরম পুরনের ফি বিভাগভেদে ৩০০০-৫০০০ টাকা পর্যন্ত হয়।
ক্লাবসমুহ
- সোহরাওয়ার্দী কলেজ নাট্য সংসদ
- জিএসএসসি ফটোগ্রাফি ক্লাব
- জিএসএসসি ডিবেটিং সোসাইটি
- সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি
ওয়েবসাইট
- কলেজের ওয়েবসাইট https://gsscdhaka.edu.bd
কলেজের গ্রন্থাগারটি পশ্চিম পাশের ভবনের নীচ তলায় অবস্থিত। এখানে পাঠ্যবই, গল্পের বই, উপন্যাসের বই রয়েছে। কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বই বাসায় নিয়ে যেতে পারে। লাইব্রেরীতে বসার জন্য সাধারণ কাঠের বেঞ্চ ও টেবিল রয়েছে।
ছোট আঙিনার চারপাশে সুন্দর করে সাজানো তিনটি ভবনে সবকয়টি বিভাগের অবস্থান। পাঠাগার ছাড়াও কলেজটিতে একটি বিশাল অডিটরিয়াম, মসজিদ , একটি চিকিৎসা সেবা কেন্দ্র , একটি শহীদ মিনার এবং জাতির জনকের দুইটি ও প্রধানমন্ত্রীর একটি স্থাপত্য আছে। কলেজের অদ্যোপান্ত ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
সাত কলেজের ভর্তি প্রস্তুতির জন্য এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল Admission Assist এ
বিশ্ববিদ্যালয়গুলোর রিভিউ দেখতে ক্লিক করুন বিশ্ববিদ্যালয় রিভিউ
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া জানতে ক্লিক করুন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি।
সাত কলেজের ভর্তি প্রস্তুতির জন্য এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল Admission Assist এ
One Comment