চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়-ভার্সিটি রিভিউ
CUET
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে চুয়েট) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি চট্টগ্রাম শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রাউজান থানায় অবস্থিত। এর পূর্বতন নাম ছিল বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (বিআইটি), চট্টগ্রাম এবং তার পূর্বে চট্টগ্রাম প্রকৌশল কলেজ।
ধরন | প্রকৌশল, সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৯৬৮: প্রকৌশল কলেজ, চট্টগ্রাম ১৯৮৬: বাংলাদেশ ইন্সটিটউট অফ টেকনোলজি, চট্টগ্রাম ২০০৩: চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | মোহাম্মদ রফিকুল আলম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
|
২০০+ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ
|
৩৫০+ |
শিক্ষার্থী | ৪৫০০ |
স্নাতক | ৩৭০০ |
স্নাতকোত্তর | ৮০০ |
ঠিকানা | |
শিক্ষাঙ্গন | শহরের উপকন্ঠে, ১৬৯ একর (০.৬৬ বর্গ কি.মি.) |
ভাষা | ইংরেজি |
সংক্ষিপ্ত নাম | চুয়েট (CUET) |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | www |
ক্যাম্পাস:
প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত চুয়েট ক্যাম্পাস ১৬৯ একর এলাকা জুড়ে বিস্তৃত। ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন অনুষদের জন্য আলাদা ভবন, প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, লাইব্রেরি ভবন, ওয়ার্কশপ, গবেষণাগার, ছাত্র/ছাত্রী নিবাস, শিক্ষকদের কোয়ার্টার, ক্যান্টিন, শহীদ মিনার, সোনালি ব্যাংকের শাখা, পোস্ট অফিস, মসজিদ, কনফেকশনারি, মেডিকেল সেন্টার রয়েছে। ক্যাম্পাস এলাকার ভেতরেই রয়েছে একটি প্রাকৃতিক হ্রদ, কয়েকটি পাহাড় ও নানান ধরনের গাছগাছালি। ক্যাম্পাসের অভ্যন্তরে একটি সুবিশাল মাঠ রয়েছে। ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থীদের জন্য ৫ টি হল এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য ২ টি হল (আরও একটি করে ছাত্র ও ছাত্রী হল নির্মাণাধীন) রয়েছে। এছাড়াও ক্যাম্পাসের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ২ টি ইলেক্ট্রিকাল সাবস্টেশন রয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ‘চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ’ অবস্থিত।
অনুষদ এবং বিভাগ সমূহ:
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ বর্তমানে ৫ টি অনুষদের অধীনে ১৩ টি বিভাগ রয়েছে।
অনুষদের নাম | বিভাগ সমূহ | স্নাতক শ্রেণীতে আসনসংখ্যা |
তড়িৎ এবং কম্পিউটার প্রকৌশল অনুষদ |
|
|
পুরকৌশল অনুষদ |
|
|
যন্ত্র প্রকৌশল অনুষদ |
|
|
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ |
|
|
স্থাপত্য এবং পরিকল্পনা অনুষদ |
|
|
পরিবহণ ব্যবস্থাঃ
চুয়েটের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১৪টি বাস সাপ্তাহিক কার্যদিবসগুলোতে ক্যাম্পাস ও শহরের মধ্যে যাতায়াত করে থাকে। বাসগুলো প্রতি কার্যদিবসে তিনবার শহর থেকে ছাত্র-ছাত্রীদের আনা-নেওয়া করে । কাপ্তাই-রাস্তায় সাধারণ পরিবহন হিসেবে সিএনজি-আটোরিক্সা এবং লোকাল বাস চলাচল করে থাকে। তবে রাত ৮:০০ টার পর সাধারণ পরিবহন বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের বাসের যাত্রাসূচি: ১.সকাল ৫:৩০ থেকে ৬:০০ এর মধ্যে সবগুলো বাস ক্যাম্পাস ত্যাগ করে। ৭:০০ টায় নিউমার্কেট থেকে পুনরায় ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করে। ২.দুপুর ২:০০ টায় ক্যাম্পাস থেকে কাপ্তাই রাস্তার মাথায় যায় এবং সাথে সাথে ফিরতি যাত্রা করে। ৩.বিকেল ৫:০০ টায় ক্যাম্পাস ছেড়ে নিউমার্কেট রওনা করে। নিউমার্কেট থেকে উক্ত বাসগুলো রাত ৮:০০ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়।
আবাসিক হলসমূহঃ
হলের নাম | প্রভোস্ট | আসনসংখ্যা |
শহীদ মোঃ শাহ হল (সাউথ হল) | ড. মুহাম্মদ আবদুল ওয়াজেদ | ৪১৫ |
ডঃ কুদরত-ই-খুদা হল | ড. শামসুল আরেফিন | ৪৩৩ |
শহীদ তারেক হূদা হল (নর্থ হল) | ড. আবদুর রশীদ | ৩৭৬ |
সুফিয়া কামাল হল (মহিলা হল) | ড. রণজিৎ কুমার সূত্রধর | ২০০ |
বঙ্গবন্ধু হল | ড. দেলোয়ার হোসেন | ৫৭২ |
শেখ রাসেল হল | ড. কামরুল ইসলাম | ৪০০ |
বর্তমানে ছাত্রীদের জন্য একটি হলের নির্মাণকাজ চলমান রয়েছে যা সুফিয়া কামাল হলের পাশেই অবস্থিত।
সংগঠন সমূহঃ
- চুয়েট কম্পিউটার ক্লাব
- রোবো-মেকাট্রনিক্স এসোসিয়েশন
- গ্রীন ফর পীস
- জয়ধ্বনি
- চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি
- চুয়েট ক্যারিয়ার ক্লাব
- চুয়েট ডিবেটিং সোসাইটি
- চুয়েট হায়ার স্টাডি সোসাইটি
- চুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
- চুয়েট স্পোর্টস ক্লাব
- জহির রায়হান পাঠাগার, চুয়েট
ইনস্টিটিউট ও সেন্টারসমূহঃ
বর্তমানে ২টি ইনস্টিটিউট এবং ৩টি সেন্টার রয়েছে। এগুলো হল –
- ইন্সটিটিউট অফ ইনফরমেশন এণ্ড কমিউনিকেশন টেকনোলজি (IICT)
- ইন্সটিটিউট অফ এনার্জি টেকনোলজি (IET)
- ব্যুরো অফ রিসার্চ, টেস্টিং এন্ড কন্সাল্টেন্সি (BRTC)
- আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং এণ্ড রিসার্চ সেন্টার (EERC)
- ল্যাঙ্গুয়েজ সেন্টার (LC)
2 Comments