রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ভার্সিটি রিভিউ
RUET

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে: রুয়েট) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম এবং উত্তরাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের ৫ টি মর্যাদাপূর্ণ এবং বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে PhD প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত রুয়েট এর ভর্তি পরীক্ষা অনেক প্রতিযোগিতাপূর্ণ বলে ধরা হয়। প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আনুমানিক ১২০০০ ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
নীতিবাক্য | “ঐশী জ্যোতিই আমাদের পথ প্রদর্শক” |
---|---|
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৬৪ |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
|
৩২৫ |
শিক্ষার্থী | ৫৬৫০ |
অবস্থান |
রাজশাহী,বাংলাদেশ
|
শিক্ষাঙ্গন | ১৫২ একর (০.৬১ বর্গ কিমি) |
অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন |
ওয়েবসাইট | ruet |
ক্যাম্পাস:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজশাহী শহর থেকে ৩ কি.মি. পূর্বে বহমান পদ্মার তীর ঘেষে অবস্থিত। তার পূর্বেই রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। রুয়েট ক্যাম্পাসের আয়তন ১৫২ একর। এতে ডিপার্টমেন্ট ভবন, ল্যাবেরেটরি, ওয়ার্কশপ, লাইব্রেরী, জিমনেশিয়াম, কেন্দ্রীয় সাধারণ কক্ষ, ক্যাফেটেরিয়া, শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষক ও কর্মচারীদের আবাসিক এলাকা অবস্থিত। রুয়েটগেট থেকে পাঁচ কিমি পশ্চিমে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কাঁটাখালী নর্দার্ন বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।
গতবছরের তথ্য অনুযায়ী রুয়েট আসনসংখ্যা ১২৩৫টি, এর মাঝে ৫টি আসন সংরক্ষিত।
কোন সাবজেক্টে কতটি সিট রয়েছে তা দেখে নেয়া যাকঃ
অনুষদের নাম |
বিভাগ সমূহ |
আসনসংখ্যা |
যন্ত্রকৌশল অনুষদ | ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন কৌশল বিভাগযন্ত্রকৌশল বিভাগ গ্লাস ও সিরামিক কৌশল বিভাগ মেকাট্রোনিক্স বিভাগ ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকেমিক্যাল ও ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ |
৬০ ১৮০ ৬০ ৬০ ৬০৩০ |
তড়িৎ এবং কম্পিউটার কৌশল অনুষদ | তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগ ইলেক্ট্রনিক ও টেলিকমিউনিকেশন কৌশল বিভাগ |
১৮০ ১৮০ ৬০ ৬০ |
পুরকৌশল অনুষদ | পুরকৌশল বিভাগ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ স্থাপত্য বিভাগ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ |
১৮০ ৬০ ৩০ ৩০ |
অ্যপ্লাইড সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ | পদার্থ বিভাগ মানবিক বিভাগ রসায়ন বিভাগ গণিত বিভাগ |
আবাসিক হল:
এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে ছাত্রদের জন্য ৭ টি এবং ছাত্রীদের জন্য ১টি আবাসিক হল আছে। ছাত্রদের হলগুলোর নামকরনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যতীত বাকি সবাই অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এবং মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণ করেন।
হলের নাম | বর্তমান প্রভোস্ট | আসনসংখ্যা |
শহীদ লেঃ সেলিম হল | অধ্যাপক ড. আশরাফুল আলম | ৩৫০ |
শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান হল | অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন | ৫০০ |
শহীদ শহিদুল ইসলাম হল | অধ্যাপক বশির | ২২০ |
শহীদ আব্দুল হামিদ হল | অধ্যাপক শহিদুল ইসলাম | ২২০ |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল। | ছাত্র কল্যাণ পরিচালক, রুয়েট | ২৫০ |
টিনশেড হল | অধ্যাপক ড. মির্জা গোলাম রাব্বানী | ১০০ |
দেশরত্ন শেখ হাসিনা হল | অধ্যাপক ড. নীরেন্দ্র নাথ মুস্তাফী | ১৫০ |
এছাড়া ছাত্রীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১ টি আবাসিক হল নির্মাণ করা হবে যা একনেকে অনুমোদন পেয়েছে।
সংগঠন এবং সহ-শিক্ষা কার্যক্রম:
- ASSR – অ্যাস্ট্রোনোমি অ্যান্ড সায়েন্স সোসাইটি অব রুয়েট
- অনুরণন- কালচারাল ক্লাব অফ রুয়েট;
- IEEE রুয়েট ছাত্র শাখা;
- রোবোটিক সোসাইটি অফ রুয়েট;
- ইনোভেশন সোসাইটি অফ রুয়েট
- রুয়েট ডিবেটিং ক্লাব(রুয়েট ডিসি);
- ক্যারিয়ার ফোরাম
- SCADR – সোসাইটি অব কম্পিউটার এইডেড ডিজাইনার, রুয়েট;
- রেডিও রুয়েট
- নিরাপদ রক্তের বন্ধন, নিরব;
- টিম অগ্রদূত
- টিম ক্র্যাক প্লাটুন;
- রুয়েট সাহিত্য সংঘ (রুসাস);
- ম্যাথেমেটিকাল সোসাইটি অফ রুয়েট;
- ধ্রুবক;
- রুয়েট ক্যারিয়ার ক্লাব;
- ফটোগ্রাফিক সোসাইটি অফ রুয়েট
- রুয়েট চেস ক্লাব
- সকার সোসাইটি
- রুয়েট প্রোগ্রামিং এসোসিয়েশন
- টেলিকমিউনিকেশন ক্লাব
- ব্লগারস এসোসিয়েশন অফ রুয়েট
- অ্যান্ড্রয়েড ডেভেলপার অফ রুয়েট।
কুয়েট আসনসংখ্যা ও ভর্তি বিস্তারিত