fbpx

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা

JU seat

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সেকেন্ড টাইমার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের অন্যতম সুন্দর এবং বৃহত্তম ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি ডিপার্টমেন্ট এবং তিনটি ইনস্টিটিউট রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা থাকবে এই পোস্টে।

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা টোটাল দশটি ইউনিটে ভাগ করে সম্পাদন হয়ে থাকে।প্রত্যেকটি ইউনিটেই মেয়ে শিক্ষার্থীরা এখানে অনেকটা সুবিধা পেয়ে থাকে। ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের সিট সংখ্যা সমান এখানে।
কোন ইউনিটের কতটি সিট, মার্ক ডিস্ট্রিবিউশন, নূন্যতম যোগ্যতা সবকিছু আলোচনা করা হবে এই পোস্টে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা

Unit Name Seat For Male Seat For Female Total Seat
 A Unit – Faculty of Mathematics & Physics 235 175 410
B Unit – Faculty of Social Science 163 163 326
C Unit – Faculty of Arts & Humanities 188 188 376
C1 Unit – Department of Dramatics and Fine Art 31 30 61
D Unit – Faculty of Biology 160 160 320
E  Unit- Faculty of Business Studies 100 100 200
F Unit- Faculty of Law 30 30 60
G Unit – Institution of Business Administration  25  25 50
H Unit – Institute of Information Technology 28 28 56
I Unit- Institute of Bangabandhu Comparative literature and Culture 15 15 30

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, ২০২১ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবুও আমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছি তারা সকলে পরীক্ষার সঠিক নম্বর বণ্টন সম্পর্কে অবগত নয়। শতভাগ সঠিক তথ্যসহ নিচে ইউনিট ভিত্তিক প্রশ্নের নতুন নম্বর বন্টন দেখুন।

এ ইউনিটঃ

জাবি এ ইউনিট হলো গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। সর্বমোট ৬টি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • বাংলাঃ ৩,
  • ইংরেজিঃ ৩,
  • গণিতঃ ২২,
  • পদার্থবিজ্ঞানঃ ২২,
  • রসায়নঃ ২২ এবং
  • আইসিটিঃ ৮ নম্বর।

বি ইউনিটঃ

জাবি বি ইউনিট হলো সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ। নম্বর বন্টন পক্রিয়া হল-

  • বাংলাঃ ২৫,
  • ইংরেজিঃ ২৫,
  • সাধারণ গণিতঃ ০৫,
  • এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউঃ ২৫ নম্বর।

সি ইউনিটঃ

জাবি সি ইউনিট হলো কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এই সি ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন-

  • বাংলাঃ ১৫,
  • ইংরেজিঃ ১৫ এবং
  • সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ঃ ৫০ নম্বর।

ডি ইউনিটঃ

জাবি ডি ইউনিট হলো জীববিজ্ঞান অনুষদ এবং এই ইউনিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নম্বর বন্তনঃ

  • বাংলা ও ইংরেজিঃ ৮,
  • রসায়নঃ ২৪,
  • উদ্ভিদবিজ্ঞানঃ ২২,
  • প্রাণিবিদ্যাঃ ২২ এবং
  • বৃদ্ধিমত্তাঃ ৪ নম্বর।

ই ইউনিটঃ

জাবি ই ইউনিট হলো বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)। পরীক্ষার নম্বর বণ্টন-

  • বাংলা ১০,
  • ইংরেজি ৩০,
  • গণিত ২৫ এবং
  • সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলী ১৫ নম্বর।

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!