Public University

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

JU admission mark distribution

Paid Promotion by Google

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, ২০২১ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবুও আমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছি তারা সকলে পরীক্ষার সঠিক নম্বর বণ্টন সম্পর্কে অবগত নয়। শতভাগ সঠিক তথ্যসহ নিচে ইউনিট ভিত্তিক প্রশ্নের নতুন নম্বর বন্টন দেখুন।

এ ইউনিটঃ

জাবি এ ইউনিট হলো গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। সর্বমোট ৬টি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • বাংলাঃ ৩,
  • ইংরেজিঃ ৩,
  • গণিতঃ ২২,
  • পদার্থবিজ্ঞানঃ ২২,
  • রসায়নঃ ২২ এবং
  • আইসিটিঃ ৮ নম্বর।

বি ইউনিটঃ

জাবি বি ইউনিট হলো সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ। নম্বর বন্টন পক্রিয়া হল-

  • বাংলাঃ ২৫,
  • ইংরেজিঃ ২৫,
  • সাধারণ গণিতঃ ০৫,
  • এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউঃ ২৫ নম্বর।

সি ইউনিটঃ

জাবি সি ইউনিট হলো কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এই সি ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন-

  • বাংলাঃ ১৫,
  • ইংরেজিঃ ১৫ এবং
  • সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ঃ ৫০ নম্বর।

ডি ইউনিটঃ

জাবি ডি ইউনিট হলো জীববিজ্ঞান অনুষদ এবং এই ইউনিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নম্বর বন্তনঃ

  • বাংলা ও ইংরেজিঃ ৮,
  • রসায়নঃ ২৪,
  • উদ্ভিদবিজ্ঞানঃ ২২,
  • প্রাণিবিদ্যাঃ ২২ এবং
  • বৃদ্ধিমত্তাঃ ৪ নম্বর।

ই ইউনিটঃ

জাবি ই ইউনিট হলো বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)। পরীক্ষার নম্বর বণ্টন-

  • বাংলা ১০,
  • ইংরেজি ৩০,
  • গণিত ২৫ এবং
  • সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলী ১৫ নম্বর।

জাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২০২২ ডাউনলোড

প্রবেশপত্র ডাউনলোড করার প্রক্রিয়া খুবই সহজ একটি বিষয় কিন্ত আমাদের পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে হয়ত হালকা জটিল মনে হয়ে পারে। সেক্ষেত্রে আপনাদের সহযগিতার জন্য আমরা ধাপে ধাপে ডাউনলোড করা পদ্ধতি উল্লেখ করেছি। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিচে উল্লাখিত পদ্ধতিগুলো অনুসরণ করে প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন।

  • সর্বপ্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে- juniv-admission.org।
  • প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহকারে অ্যাকাউন্টে লগইন করুন (অনলাইনে প্রাথমিক আবেদন সম্পন্ন করার সময় আপনি যেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন)।
  • এরপর আপনার ইউনিট সিলেক্ট করুন।
  • নির্ধারিত স্থানে আপনার যাবতীয় তথ্য প্রদান করুন।
  • ওয়েবসাইটে যেসকল তথ্যসমূহ দিতে বলা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে নির্ধারিত স্থানে লিখবেন।
  • সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার নাম ছবি ও অন্যান্য তথ্য সংবলিত প্রবেশপত্র টি দেখতে পারবেন।
  • এবার উক্ত প্রবেশপত্র টি ডাউনলোড করে নিন।
  • রঙিন প্রিন্ট করে আপনার প্রবেশপত্র টি সংগ্রহ করুন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রবেশপত্র টি সহকারে কেন্দ্রে আসতে হবে। এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা

 

Paid Promotion by Google
Share

Recent Posts

  • Top College

Top 10 College of Dhaka 2025

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2025. এইচ… Read More

4 সপ্তাহ ago
  • Medical

Medical Admission Full Result 2025 – College wise

মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More

10 মাস ago
  • Top College

EduNews College Ranking – 2024 – Dhaka

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More

1 বছর ago
  • College Notice

এইচ এস সি রুটিন ২০২৪ – পিডিএফ ডাউনলোড

এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More

2 বছর ago
  • News

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ২০২৪

পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More

2 বছর ago
  • University Admission

জাবি ই ইউনিট: ভর্তি যোগ্যতা, আসন ও মানবন্টন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪  টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More

2 বছর ago
Paid Promotion by Google