fbpx

জাবি ডি ইউনিট: ভর্তি যোগ্যতা, আসন ও মানবন্টন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ডি ইউনিট: ভর্তি যোগ্যতা / JU D Unit

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – জাবি ডি ইউনিট এর অধীনে মোট ৭ টি বিভাগ রয়েছে ।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদ সম্পর্কিত ইউনিট হল “ডি ইউনিট” । নূন্যতম যোগ্যতা থাকলেই ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যায় তবে প্রতিটি বিভাগে ভর্তির জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন হয় । আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের বিস্তারিত আলোচনা করব।

নূন্যতম আবেদন যোগ্যতা:

  • ২০২০ সাল ও এর পরবর্তী সালে এসএসসি ও সমমান পরীক্ষায় এবং ২০২২ ও ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ‍উত্তীর্ণরা আবদেন করতে পারবেন ।
  • ভর্তি পরীক্ষার আবেদনের জন্য  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

 

ভর্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন

জাবি বি ইউনিট ভর্তি যোগ্যতা অনুসারে জীববিজ্ঞান অনুষদ বা ডি ইউনিট ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই অংশগ্রহন করতে পারবেন । ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০ । যার মধ্যে ৮০ নম্বর এমসিকিউ লিখিত পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসির জিপিএর উপর ২০ নম্বর ।

বিষয়ের নাম নম্বর
বাংলা ও ইংরেজী ০৮
রসায়ন বিজ্ঞান ২৪
উদ্ভিদ বিজ্ঞান ২২
প্রাণিবিদ্যা ২২
আইকিউ
লিখিত পরীক্ষা নম্বর ৮০
জিপিএ নম্বর  এসএসসি জিপিএ x ১.৫ ২০
এইচএসসি জিপিএ x ২.৫
মোট ১০০

 

বিঃ দ্রঃ 

  • ভর্তি পরীক্ষার সময় – ১ ঘন্টা
  • প্রতিটা প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার হতে ০.২০ করে কেটে নেওয়া হবে এবং পাশ মার্ক ২৭।
  • কোন বিষয়ে আলাদা ভাবে পাশ করতে হবেনা।

 

বিভাগ ভিত্তিক ভর্তির যোগ্যতা

জাবি বি ইউনিট ভর্তি যোগ্যতা অনুসারে জীববিজ্ঞান অনুষদে আবেদনের জন্য প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। তবে ভর্তির ক্ষেত্রে বিষয় ভিত্তিক নূন্যতম যোগ্যতা অর্জন করতে হবে ।

উদ্ভিদবিজ্ঞান মােট জিপিএ ৯.০০ জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
প্রাণিবিদ্যা মােট জিপিএ ৯.০০ জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
ফার্মেসী মােট জিপিএ ৯.০০ রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে A- (মাইনাস) গ্রেড
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান মােট জিপিএ ৯.০০ রসায়ন ও জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড
মাইক্রোবায়ােলজি মােট জিপিএ ৯.০০ রসায়ন ও জীববিজ্ঞান A+ (প্লাস) ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড
বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং মােট জিপিএ ৯.০০  রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান ও গণিতে A গ্রেড
পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স মােট জিপিএ ৯.০০ রসায়ন ও জীববিজ্ঞান ও গণিতে A গ্রেড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং এর মোট আসনসংখ্যা ১৯৫০ টি। জাবি ডি ইউনিট ভর্তি যোগ্যতার তথ্য অনুসারে, ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ‍ভর্তি পরীক্ষায়  ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অর্থ্যাৎ, প্রতিটি আসনের বিপরীতে ১৬০ জনেরও বেশি ভর্তি ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহন করেন।

২০২৪ সালের মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি এবং বিশেষায়িত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং সকল ধরনের সাহায্যের জন্য নিচের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে এড হয়ে নিন:

Facebook Group: Admission Assist

Telegram Channel: Admission Assist

 

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!