জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা ও ভর্তি বিস্তারিত
jagannath university
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংক্ষিপ্ত রূপ জবি) বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু। অধ্যাপক ড. এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। জবি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ১৮৫৮ সালে এবং ২০০৫ সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা বর্তমানে প্রায় ২৭০০ এর মত।
ওয়েবসাইটঃ www.jnu.ac.bd
জবি তে বর্তমানে মোট ছয়টি অনুষদে ৩৬ টি বিভাগ ও ০২ টি ইনস্টিটিউট রয়েছে। তবে ভর্তি পরীক্ষা হয় চারটি ইউনিটে।
কোন ইউনিটে কতটি করে সিট তা দেয়া হলো নিচেঃ
ক ইউনিটঃ ৭৬০
খ ইউনিটঃ ১২৭০
গ ইউনিটঃ ৫২০
ঘ ইউনিটঃ ১৫০
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা ইউনিট অনুযায়ী বিস্তারিত দেখুন এখানেঃ
ক ইউনিট আসনসংখ্যা- JnU A unit seat
খ ইউনিট আসনসংখ্যা- JnU B unit seat
গ ইউনিট আসনসংখ্যা- JnU C unit seat
জবি গতবার গুচ্ছ পদ্ধতিতে এক্সাম নিয়েছে। সে অনুযায়ী তাদের সার্কুলার টা দেয়া হলো। এখানে ভর্তি যোগ্যতা ও আরো অন্যান্য বিষয় রয়েছে।
One Comment