fbpx

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ও ভর্তি বিস্তারিত

BUET

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে: বুয়েট) হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকৌশল-সম্পর্কিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের পলাশী এলাকায় অবস্থিত। কারিগরি শিক্ষা প্রসারের জন্য ১৮৭৬ সালে ঢাকা সার্ভে স্কুল নামে প্রতিষ্ঠিত স্কুলটি পরবর্তীতে আহসানউল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে পরিণত হয়। বাংলাদেশের স্বাধীনতার পরে এর নাম হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অন্যতম লিডিং একটি বিশ্ববিদ্যালয়। যারা বাংলাদেশে ইঞ্জিনিয়ার হতে চায় তাদের প্রথম পছন্দ থাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

ধরনঃ পাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিতঃ ১৮৭৬ (বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: ১৯৬২)
অধিভুক্তিঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
আচার্যঃ রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্যঃ সত্য প্রসাদ মজুমদার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গঃ ৬০০+
শিক্ষার্থীঃ ১০,০০০+
অবস্থানঃ ঢাকা, বাংলাদেশ
শিক্ষাঙ্গনঃ শহরের কেন্দ্রস্থলে, ৮৩.৯ একর (৩৩.৯৫ হেক্টর)
সংক্ষিপ্ত নামঃ বুয়েট
ওয়েবসাইটঃ www.buet.ac.bd

 

বুয়েটে বর্তমানে ৫ টি অনুষদের অধীনে ১৮ টি বিভাগ রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর ফ্যাকাল্টিগুলো হলোঃ

  • Architecture and Planning
  • Civil Engineering
  • Engineering
  • Faculty of Electrical and Electronic Engineering
  • Mechanical Engineering

 

বুয়েটে  কোন সাবজেক্টে কতটি সিট রয়েছে তা দেয়া হলো নিচেঃ

Subject Name Seat Number
Architecture 55 Seats
Biomedical Engineering 30 Seats
Chemical Engineering 60 Seats
Civil Engineering 195 Seats
Computer Science and Engineering 120 Seats
Electrical and Electronic Engineering 195 Seats
Industrial and Production Engineering 30 Seats
Material and Metallurgical Engineering 50 Seats
Mechanical Engineering 180 Seats
Naval Architecture and Marine Engineering  55 Seats
Urban and Regional Planning 30 Seats
Water Resources Engineering 30 Seats

 

ভর্তি পরীক্ষার যোগ্যতাঃ

পরীক্ষার যোগ্যতা বছরভেদে আলাদা আলাদা হয়, সার্কুলার দিলে তা আপডেট করে দেয়া হবে

মার্ক ডিস্ট্রিবিউশনঃ

দুইটি মডিউলে এক্সাম হয়

Module A and Module B

  • Physics- 200 Marks
  • Chemistry – 200 Marks
  • Math – 200 Marks

আর যারা মডিউল বি তেও এক্সাম দিবে তাদের আরো ২৫০ মার্কের ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে

 

ভার্সিটি রিভিউ – বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

 

বুয়েটে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

 

 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!