বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর ভর্তি বিজ্ঞপ্তি!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (দৈনিক কালের কণ্ঠ, তারিখঃ ২৬/০৩/২০২১, পৃষ্ঠা- ১১)।
আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইট applyonline.bsmrmu.edu.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।
২০২০-২১ শিক্ষাবর্ষে চারটি ফ্যাকাল্টির অধীনে পাঁচটি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করানো হবে।
১) বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং
২) বিএসসি ইন ওশানোগ্রাফি
৩) বিএসসি ইন মেরিন ফিশারিজ
৪) এলএলবি অনার্স ইন মেরিটাইম ল
৫) বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক্স
বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং:
আবেদন এর নূন্যতম যোগ্যতা: উচ্চমাধ্যামিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষার নূন্যতম জিপিএ ৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষাই ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গনিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন দুইটিতে “A Grade” থাকতে হবে। অন্যান্য সকল বিষয়ে নূন্যতম “B Grade” থাকতে হবে। আবেদনকারীর অবশ্যই উচ্চমাধ্যমিক পর্যায়ে জীববিজ্ঞান অন্তর্ভুক্ত থাকতে হবে।
ভর্তি পরীক্ষার বিষয়: ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আইসিটি
পরীক্ষা পদ্ধতি: MCQ এবং সংক্ষিপ্ত রচনামূলক
পরীক্ষার সময়: ৯০ মিনিট
পূর্ণমানঃ ১০০
আবেদন ফিঃ ৭০০(সাতশত) টাকা।
আবেদনের সময়সীমাঃ ১লা এপ্রিল, ২০২১ থেকে ৩০শে এপ্রিল, ২০২১ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ৫ই জুন ২০২১; বিকেল ০৩ঃ৩০ থেকে ০৫ঃ০০
বিএসসি ইন ওশানোগ্রাফি + বিএসসি ইন মেরিন ফিশারিজ:
আবেদন এর নূন্যতম যোগ্যতা: উচ্চমাধ্যামিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষার নূন্যতম জিপিএ ৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষাই গনিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোন দুইটিতে “A Grade” থাকতে হবে। অন্যান্য সকল বিষয়ে নূন্যতম “B Grade” থাকতে হবে।
ভর্তি পরীক্ষার বিষয়: ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান
পরীক্ষা পদ্ধতি: MCQ এবং সংক্ষিপ্ত রচনামূলক
পরীক্ষার সময়: ৯০ মিনিট
পূর্ণমানঃ ১০০
আবেদন ফিঃ ৭০০(সাতশত) টাকা।
আবেদনের সময়সীমাঃ ১লা এপ্রিল, ২০২১ থেকে ৩০শে এপ্রিল, ২০২১ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ৫ই জুন ২০২১; সকাল ১০ঃ০০ থেকে ১১ঃ৩০
এলএলবি(অনার্স) ইন মেরিটাইম ল:
আবেদন এর নূন্যতম যোগ্যতা: যে কোন শাখা হতে উচ্চমাধ্যামিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষার নূন্যতম জিপিএ ৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষাই সকল বিষয়ে নূন্যতম “B Grade” থাকতে হবে।
ভর্তি পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, Analytical ability, আইসিটি এবং সাধারন জ্ঞান
পরীক্ষা পদ্ধতি: MCQ এবং সংক্ষিপ্ত রচনামূলক
পরীক্ষার সময়: ৯০ মিনিট
পূর্ণমানঃ ১০০
আবেদন ফিঃ ৭০০(সাতশত) টাকা।
আবেদনের সময়সীমাঃ ১লা এপ্রিল, ২০২১ থেকে ৩০শে এপ্রিল, ২০২১ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ০৪ জুন ২০২১; সকাল ১০ঃ০০ থেকে ১১ঃ৩০
বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক্স:
আবেদন এর নূন্যতম যোগ্যতা: যে কোন শাখা হতে উচ্চমাধ্যামিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষার নূন্যতম জিপিএ ৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষাই সকল বিষয়ে নূন্যতম “B Grade” থাকতে হবে।
ভর্তি পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, Analytical ability, আইসিটি এবং সাধারন জ্ঞান
পরীক্ষা পদ্ধতি: MCQ এবং সংক্ষিপ্ত রচনামূলক
পরীক্ষার সময়: ৯০ মিনিট
পূর্ণমানঃ ১০০
আবেদন ফিঃ ৭০০(সাতশত) টাকা।
আবেদনের সময়সীমাঃ ১লা এপ্রিল, ২০২১ থেকে ৩০শে এপ্রিল, ২০২১ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ০৪ জুন ২০২১; বিকেল ০৩ঃ৩০ থেকে ০৫ঃ০০
কিছু সাধারন প্রশ্নঃ
⬛বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় কি পাবলিক বিশ্ববিদ্যালয়?
-হ্যাঁ, বাংলাদেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রথম পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়। দক্ষিণ এশিয়ায় তৃতীয় আর পৃথিবীতে ১২তম মেরিটাইম বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি।
⬛ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস কোথায়?
-বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে হামিদচরে ১০৬ একর জায়গার ওপর নির্মিত হছে। বর্তমানে ঢাকার মিরপুর ১২ তে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
⬛ এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে?
-২০২০-২১ এর সার্কুলার মোতাবেক চারটি কেন্দ্রে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর) একযোগে অনুষ্ঠিত হবে।
⬛এই বিশ্ববিদ্যালয়ের কি কোন প্রশ্নব্যাংক বাজারে পাওয়া যায়?
-না। তবে MCQ এর জন্য ঢাবি, জাবি, রাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর বিগত বছরের প্রশ্ন দেখলে একটি ধারনা পাওয়া সম্ভব।
⬛ এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি কি?
– প্রাথমিক আবেদন করার পরে, উপযুক্ত পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষা ৯০ মিনিটের হবে। পূর্ণমান ১০০। MCQ এবং বর্ননামূলক উভয় প্রকারের প্রশ্নই থাকবে। বিগত বছরে পরীক্ষা হয়েছিল ৬০% MCQ এবং ৪০% বর্ননামূলক।
⬛পরীক্ষা কি আলাদা আলাদা হবে?
-চারটি অনুষদের পরীক্ষা আলাদা আলাদা অনুষ্ঠিত হবে?
⬛প্রশ্ন কি সহজ হয় না কঠিন?
-এটা আপেক্ষিক! ব্যাক্তি বিশেষে এর উত্তর নির্ধারিত হয়। কারও কাছে গনিত সহজ লাগতে পারে, কারও কাছে কঠিন। তাই, এই প্রশ্নের কোন নির্ধারিত উত্তর নেই।
বিগত সালের ভর্তি প্রশ্ন দেখুন – BSMRMU question bank
Author: Shariful Sharif
1st batch,NAOE,BSMRMU
One Comment