fbpx

MIST question bank

MIST

MIST এর পরীক্ষা শেষ হলো মাত্র। ফলাফল ও দিয়ে দিবে কিছুদিনের মাঝে। এখনো প্রায় বেশিরভাগ ভার্সিটির পরীক্ষাই বাকি। তাই আমাদের টিম যেসব ভার্সিটির পরীক্ষা হয়ে যাবে তার প্রশ্ন আপলোড দেয়ার চেষ্টা করবে। আজকে থাকবে MIST question bank।

পরীক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনাবলীঃ
  1. এই পরীক্ষায় মোট তিনটি বিষয়ের প্রশ্ন আছে।গনিত-40 , পদার্থ-35 , রসায়ন-25।
  2. পরীক্ষার মোট মার্ক্স 100 এবং মোট সময় 120 মিনিট।
  3. পুরো প্রশ্নপত্র লিখিত অংশে রয়েছেঃ এখানে কোন MCQ প্রশ্ন নেই।
  4. গনিত থেকে 8টি, পদার্থ থেকে 7টি এবং রসায়ন থেকে 5টি করে মোট 20টি প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মার্কস 5।
  5. একজন শিক্ষার্থীকে প্রতিটি প্রশ্নের উত্তর নির্ধারিত জায়গার মধ্যে লিখতে হবে।
  6. প্রশ্নে বাংলা ও ইংরেজি উভয় ভার্সন থাকবে।
  7. ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং ইলেক্ট্রনিক্স সীম/ডিভাইস যুক্ত ঘড়ি,কলম , মোবাইল বা অন্যান্য উপকরন সঙ্গে রাখা ও ব্যবহার করা যাবে না। তবে সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  8. কোন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার উত্তরপত্র বাতিল বলে গন্য হবে।

MIST question bank:

Question Bank- DU , ঢাকা বিশ্ববিদ্যালয়

 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!