fbpx

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা ও ভর্তি বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে চবি) চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের সরকারি বহু-অনুষদভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় স্থাপিত হয়। এটি দেশের তৃতীয় এবং শিক্ষাঙ্গণ আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা ছিল গতবছর ৪১৬২টি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা ও আবেদনের যোগ্যতা (গতবারের তথ্য অনুযায়ী):

A unit: ( সাইন্স)

১. SSC+ HSC মোট পয়েন্ট – ৮.০০
২. আলাদা ভাবে উভয় পরীক্ষাতেই ৪.০০ করে পেতে হবে।

মোট আসন সংখ্যাঃ ১২১৪ টি

B & B1 ইউনিট: (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিকের সকল স্টুডেন্টদের জন্য)

(১) বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ এর জন্য SSC+HSC – মোট পয়েন্ট ৮.০০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে।
(২) মানবিকের ক্ষেত্রে SSC+ HSC মোট পয়েন্ট ৭.৫০ এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.০০ পয়েন্ট করে পেতে হবে।

আসন সংখ্যাঃ
B UNIT – ১২২১ টি &
B1 UNIT – ১২৫ টি

C Unit: (কমার্সের স্টুডেন্টদের জন্য)

(১) এসএসসি ও এইচএসসি মিলে মোট ৮.০০ পয়েন্ট থাকতে হবে এবং আলাদা ভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পেতে হবে।

আসনসংখ্যাঃ ৪৪২ টি

D Unit: (সাইন্স, কমার্স, আর্টসের স্টুডেন্টদের জন্য)

(১) সায়েন্স, কমার্স, আর্টস সকলের ক্ষেত্রে এইচএসসি ও এসএসসি মিলে মোট পয়েন্ট ৭.৫০ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্ট পেতে হবে।

আসনসংখ্যাঃ ১১৬০ টি

D UNIT এ IQ তে ২০ নাম্বার।

রুয়েট আসনসংখ্যা ও ভর্তি বিস্তারিত

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!