সাত কলেজ রিভিউ – ইডেন মহিলা কলেজ
ইডেন মহিলা কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি মহিলা কলেজ। সচরাচর একে ইডেন কলেজ বলা হয়। এটি ঢাকার আজিমপুর এলাকায় অবস্থিত।
এই কলেজটি প্রাচীন, ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এটি তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সী বা বাংলা প্রদেশে উচ্চ শিক্ষার জন্য প্রথম মহিলা কলেজ। ১৯৬৩ খ্রিস্টাব্দে বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। বর্তমানে এই কলেজ টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের একটি।
ইডেন মহিলা কলেজের উৎপত্তি হয়েছিল ব্রাহ্মন মেয়েদের জন্য “শুভ স্বাধিনি সেবা” নামক একটি মানব হিতৈষী সংস্থা কর্তৃক ঢাকায় ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত একটি স্কুল থেকে। ১৮৭৮ সালে গভর্নর লেফটেনেন্ট স্যার “অ্যাসলে ইডেন”এর নামানুসারে বিদ্যালয়টির নাম ইডেন বালিকা বিদ্যালয় রাখা হয়। ১৯৪৭ সালে প্রাদেশিক সরকার এই ভবনে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য অধিগ্রহন করে এবং ইডেনকে কার্জন হলের একাংশে স্থানান্তরিত করা হয়। এরপর কামরুননেচ্ছা স্কুল এন্ড কলেজের সাথে একিভূত হওয়ার পরিকল্পনা থেকে এটি স্থানান্তরিত হয় পুরান ঢাকার বকশি বাজারে। কামরুন্নিসা কলেজ বিলুপ্ত হয়ে ১৯৫৮ সালে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ অংশ একত্রিত হয়ে বর্তমান নাম “ইডেন মহিলা কলেজ” হয়। ১৯৬২ সালে এটি আবারো কামরুন্নিসা কলেজ থেকে আলাদা হয়ে যায় এবং সর্বশেষ বর্তমান স্থানে অর্থাৎ আজিমপুরে ১৮ একর জায়গার উপর স্থানান্তরিত হয়। ইডেন বাংলার প্রথম সরকারি মহিলা বিদ্যালয়। সমগ্র ভারতবর্ষের মহিলা বিদ্যালয়ের মডেল মানা হত এই বিদ্যাপিঠকে। ১৮৯৬-৯৭ এর দিকে এর ছাত্রী সংখ্যা ছিল ১৬০ জন, ২০১৬ সালে প্রায় ৩৭,০০০।
এর অনুষদ গুলো হলো,
কলা অনুষদ
- বাংলা বিভাগ
- আসন সংখ্যা ২৩০টি
- ইংরেজি বিভাগ
- আসন সংখ্যা ৩০০টি
- ইতিহাস বিভাগ
- আসন সংখ্যা ২৪০টি
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- আসন সংখ্যা ২৪০টি
- ইসলামী শিক্ষা বিভাগ
- আসন সংখ্যা ১৪০টি
- দর্শন বিভাগ
- আসন সংখ্যা ১৯০টি
- সমাজবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ২৮০টি
- অর্থনীতি বিভাগ
- আসন সংখ্যা ২৯০টি
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ৩০০টি
- সমাজকর্ম বিভাগ
- আসন সংখ্যা ২৭০টি
বিজ্ঞান অনুষদ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১২৫টি
- রসায়ন বিভাগ
- আসন সংখ্যা ১২৫টি
- গণিত বিভাগ
- আসন সংখ্যা ২০০টি
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১৫০টি
- প্রাণিবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১৫০টি
- ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ
- আসন সংখ্যা ১৬৫টি
- মনোবিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১৪০টি
- গার্হস্থ্য্য বিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ১২০টি
- পরিসংখ্যান
- আসন সংখ্যা ৫০টি
বাণিজ্য অনুষদ
- হিসাববিজ্ঞান বিভাগ
- আসন সংখ্যা ৩৩০টি
- ব্যবস্থাপনা বিভাগ
- আসন সংখ্যা ৩২০টি
- মার্কেটিং বিভাগ
- আসন সংখ্যা ২১৫টি
- ফাইনান্স ও ব্যাংকিং বিভাগ।
- আসন সংখ্যা ১৯০টি
আবাসন
এই কলেজে ৬ টি ছাত্রীনিবাস রয়েছে। নিতান্তই স্বল্পখরচে এখানে ছাত্রীরা অবস্থান করতে পারে। ছাত্রীনিবাসগুলো হলো
- খোদেজা খাতুন
- জেবুন্নেসা হোস্টেল
- রাজিয়া বেগম ছাত্রী নিবাস
- হযরত আয়েশা সিদ্দিকা ছাত্রী নিবাস
- হাসনা বেগম ছাত্রী নিবাস
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল
যাতায়াত
- ছাত্রীদের যাতায়াত সুবিধার জন্যে ভিন্ন ভিন্ন রুটে বেশ কয়েকটি মহিলা বাস চালু রয়েছে।
বেতন ও ভর্তি ফি
- কলেজে সম্মান শ্রেনিতে ভর্তি বিভাগভেদে ৪৫০০-৭৫০০ পর্যন্ত হয়।
- মাসিক খরচ নেই
- পরীক্ষার আগে ফরম পুরনের ফি বিভাগভেদে ৪০০০-৬০০০ টাকা পর্যন্ত হয়
ওয়েবসাইট
- কলেজের ওয়েবসাইট https://www.emc.edu.bd/
এছাড়াও পর্যাপ্ত খাবার সুবিধা সহ এই কলেজে দুটি ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনগুলো সকাল সাতটা থেকে রাত সাড়ে আটতা অব্ধি খোলা থাকে। কলেজটিতে নিজস্ব চিকিৎসা কেন্দ্র আছে। যাতে দুইজন মনোচিকিৎসক সহ তিনজন চিকিৎসক আছেন। চিকিৎসা কেন্দ্রে সার্বিক সহযোগিতা করে একটি ঔষধ কোম্পানি।
বিশ্ববিদ্যালয়গুলোর রিভিউ দেখতে ক্লিক করুন বিশ্ববিদ্যালয় রিভিউ
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া জানতে ক্লিক করুন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি।
13 Comments