fbpx

হাঙ্গেরিতে সরকারি ফুল ফান্ড স্কলারশিপে পড়ার সুযোগ ২০২১-২২

 

কেমন হয়! যদি আপনি সুযোগ পেয়ে যান ইউরোপের কোনো দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখা করার, তাও ১০০% স্কলারশিপে! সেই সাথে থাকা-খাওয়ার খরচ যদি সরকার বহন করে? আবার আপনার হাত খরচের জন্য প্রতি মাসে স্টাইপেন্ড দেয়!

হাঙ্গেরি  সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে।  ২০২১-২২ শিক্ষা বর্ষে প্রায় ৫ হাজার বিদেশী শিক্ষার্থী এই স্কলারশিপের আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ওয়ান টায়ার মাস্টার্স এবং ডক্টরাল হাঙ্গেরি তে পড়তে পারবে। গতবছর গুলোর ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ থেকে আন্ডারগ্র্যজুয়েট এবং মাস্টার্স পর্যায়ে ৮০ জন এবং ডক্টরাল প্রোগ্রামে ২০ জনকে এই স্কলারশিপ দেয়া হবে। উল্লেখ্য এ নিয়ে ৪র্থ বারের মত বাংলাদেশী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেয়া হচ্ছে। পুর্বের ৩ বারের ন্যায় এবারো এই স্কলারশিপ আবেদনে আমাদের অনলাইন সাপোর্ট নেয়া যাবে।

হাঙ্গেরি  সরকার এর মাধ্যমে দেশটিতে বিদেশী শিক্ষার্থী বৃদ্ধি করার নীতি গ্রহণ করেছে।  কোনো শিক্ষার্থী যদি একই সাথে আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ নিতে ইচ্ছুক থাকে তাহলে ওয়ান টায়ার মাস্টার্সের জন্য আবেদন করতে হবে। ওয়ান টায়ার প্রোগ্রাম টি দেয়া হচ্ছে জেনারেল মেডিসিন, ফার্মেসী, ডেন্টিস্ট্রি, আর্কিটেকচার, আইন, ভেটেরিনারি সার্জারি, ফরেস্ট্রি ইঞ্জিন্যারিং ইত্যাদি সাবজেক্টের ক্ষেত্রে।

 

যেসকল সুযোগ সুবিধা পাবেন

  • টিউশন ফি

– প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পড়তে হলেই একটা বড় অঙ্কের টাকা দিতে হয় টিউশন ফি বা সেমিস্টার ফি হিসেবে। আপনি যদি এ স্কলারশিপের জন্য মনোনিত হতে পারেন, আপনার টিউশন ফি, সেমিস্টার ফি হাঙ্গেরির সরকার বহন করবে।  আপনাকে বিশ্ববিদ্যালয়ের কোন ফি দিতে হবে না।

  • থাকা-খাওয়া

ক্যাম্পাসের ডরমিটিরিতে বিনা ভাতায় থাকার ব্যবস্থা (যেটা আমরা ভার্সিটির হল হিসাবে চিনি)। উল্লেখ্য, ডরমিটরিতে না থাকতে চাইলে মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১২ হাজার টাকা করে দেয়া হবে বাড়ি ভাড়া বাবদ।

  • স্টাইপেন্ড

মাসে বাংলাদেশী টাকায় প্রায় ১২৫০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, যা আপনি হাত খরচ হিসাবে ব্যবহার করতে পারবেন। ফলে আপনার বাসা থেকে আলাদা করে টাকা নেওয়ার প্রয়োজন হবে না, বরং চাইলে আপনার পরিবারকেই কিছুটা সাপোর্ট দিতে পারবেন। এ স্টাইপেন্ড ডক্টরাল প্রোগ্রামের ক্ষেত্রে প্রায় ৪৫ হাজার টাকা।

  • মেডিকেল ইনস্যুরেন্স

হাঙ্গেরিতে আপনি অসুস্থ হয়ে পড়লে সেখানে আপনাকে হেলথ ইনস্যুরেন্স সাপোর্ট দেওয়া হবে, যার ফলে আপনার নিরাপত্তা আরো অনেকাংশেই বৃদ্ধি পাবে।

 

আবেদন যোগ্যতা

  • বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • অবশ্যই ১৮ বছর বয়স হতে হবে। বয়স ১৮ বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না।
  • IELTS Score ন্যূনতম 5 থাকতে হবে। তবে সাবজেক্ট ভেদে আরো বেশি লাগতে পারে।

 

Required Documents

  • একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (সার্টিফিকেট ১ আগস্ট ২০২১ এর মধ্যে জমা দিতে পারবেন)
  • IELTS Certificate (যদি না থাকে তাহলে ১ আগস্ট ২০২১ এর মধ্যে  জমা দিতে পারবেন)
  • মোটিভেশন লেটার
  • মেডিকেল সার্টিফিকেট (যদি না থাকে তাহলে ১ আগস্ট ২০২১ এর মধ্যে  জমা দিতে পারবেন)
  • পাসপোর্ট (যদি না থাকে তাহলে ১ আগস্ট ২০২১ এর মধ্যে  জমা দিতে পারবেন)
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট/পুলিশ ক্লিয়ারেন্স

NOTE : আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারী, ২০২১। তবে মনে রাখবেন শেষ দিনের জন্য অপেক্ষা না করে শুরুতেই আবেদন করা ভাল।

 

Hungary 2021

SSC/O Level *

HSC/A Level *

Bachelor

Masters

Language Test

Preferred Degree

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!