fbpx

কলেজ রিভিউ – ঢাকা সিটি কলেজ

১৯৫৭ সালে ঢাকা নাইট কলেজ নামে ওয়েস্ট এন্ড হাই স্কুলে কার্যক্রম প্রতিষ্ঠিত ঢাকা সিটি কলেজ ১৯৭০ সালে তাদের ক্যাম্পাস এবং নাম পরিবর্তন করে ধানমন্ডি ২নং সড়কে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ আমরা জানব ঢাকা সিটি কলেজের অবকাঠামো ভর্তি যোগ্যতা ও আসন সংখ্যা সহ বিস্তারিত :

Read this Review in English. Click Here

অবকাঠামো

  • ৬ তলা বিষিষ্ট ৩ টি কলেজ ভবন
  • লাইব্রেরি
  • বিজ্ঞানাগার
  • এয়ার কন্ডিশন
  • সিসি টিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা
  • গাড়ি পার্কিং সুবিধা
  • খেলার মাঠ না থাকলেও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

ক্লাসের সময়সূচী

  • সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত হয়ে থাকে।

ইউনিফর্ম

  • ছাত্র
    • সাদা শার্ট
    • কালো প্যান্ট
    • কালো অক্সফোর্ড সু।
  • ছাত্রী
    • সাদা সালোয়ার, কামিজ
    • ক্রস ওড়না।

বিগত বছরের ফলাফল:

Year Appeared Passed Pass Rate GPA-5
2021 3170 3165 99.84 2419
2020 3379 3379 100.0 2170
2019 3370 3348 99.35 729
2018 2831 2810 99.26 850
2017 2603 2588 99.42 1064

আবেদন যোগ্যতা

যদিও কলেজ SSC ও নিজেদের HSC রেজাল্ট এর ভিত্তিতে Admission Requirement পরিবর্তন করে তবুও যদি তোমার টোটাল মার্ক 1130 এর উপর থাকে তাহলে ধরে নিতে পার যে তুমি এখানে পড়তে পারবে।(ডিমান্ড অনুযায়ী) গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন বিভাগে ভর্তির নূন্যতম যোগ্যতা –

  • Science GPA – 5.00 (Science to Science)
  • Business Studies (Commerce) GPA – 4.00 (Science/Commerce/Arts to Commerce)
  • Arts GPA – 3.50 (Science/Commerce/Arts to Arts)

খরচ

  • মাসিক বেতন ১৫০০ টাকা ও অন্যান্য ফি মিলিয়ে ৪ মাস পরপর ১৪০০০/= টাকা নেওয়া হয়
  • ভর্তি ফি ১৪,০১২ টাকা । (বিগত বছর অনুযায়ী)
  • ২ বছরে প্রায় ৮৫ থেকে ৯০ হাজার টাকা খরচ হতে পারে।
  • কলেজের নিজস্ব আবাসিক ব্যবস্থা নেই।

ঠিকানা এবং যোগাযোগ

Dhaka City College
Road No. 02, Dhanmondi R/A,
Dhaka: 1205, Bangladesh.
Phone : +88-02-58610294, +88-02-9674115
Fax : 9675529
EIIN : 107975
E-mail : infodccbd@gmail.com
Website : www.dhakacitycollege.edu.bd  

Read this Review in English. Click Here

ঢাকা সিটি কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

ঢাকার টপ কলেজগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন টপ কলেজ পেইজ।

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!