প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-র মানবন্টন
Primary school teacher
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। আজকের পোস্টে নিয়োগ পরীক্ষার মানবন্টন ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত থাকবে।
মানবন্টনঃ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা মোট নম্বর ১০০। যার মধ্যে লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) ৮০ নম্বর এবং মৌখিক পরীক্ষার ২০ নম্বর।যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন।
বিষয়ভিত্তিক মানবন্টনঃ
বাংলা -২০ | বাংলা সাহিত্য- ৩ |
বাংলা ব্যাকরণ -১৭ | |
গনিত- ২০ |
পাটিগনিত ৮/৯ |
বীজগনিত ৫/৬ | |
জ্যামিতি ৫ | |
সাধারণ জ্ঞান- ২০ |
বাংলাদেশ বিষয়াবলী ৭/৮ |
আন্তর্জাতিক বিষয়াবলী ৫/৬ | |
সাম্প্রতিক বিষয়াবলী ৫/৬ | |
ইংরেজি – ২০ | |
মৌখিক পরীক্ষা -২০ |
পরীক্ষা পদ্ধতিঃ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। চারটি উত্তর ভুল হলেই কাটা যাবে ১ নম্বর।