fbpx

মেডিকেল ভর্তির ফলাফল ২০২৩ – কিভাবে দেখব মার্কসহ মেরিট পজিশন

মেডিকেল ভর্তির ফলাফল ২০২৩

২০২৩ সালের মেডিকেল ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। 

২০২৩ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার

  • সর্বোচ্চ নাম্বারঃ ২৯৪.২৫ (মেরিট)
  • সর্বনিম্নঃ — (FF কোটাসহ)
  • সর্বনিম্নঃ — (Tribal কোটাসহ)
  • Medical Highest & Cut Marks of last 10 Years

দুইটি ওয়েব সাইটের মধ্যে যেকোনো একটি সাইটে ফলাফল পাবেন, তবে অতিরিক্ত ট্রাফিকের অনেকেই সাইটে প্রবেশ করতে পারে না। তাই আমরা PDF আকারে ফলাফল দিয়ে দিব এ পোস্টেই। চাইলে পোস্টটি শেয়ার করে রাখতে পারেন। 

প্রায় ১.৪৩ লক্ষ পরীক্ষার্থীর উত্তরপত্র ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিগনিশন (আইসিআর) মেশিনের মাধ্যমে স্ক্যানিংয়ের কাজ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। স্ক্যানিং শেষে  স্ক্যানিংকৃত উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে ?

সাধারনত মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হবার ৭২ ঘণ্টার মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়।  ১২ মার্চ, ২০২৩ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল স্বল্পতম সময়ে পৌঁছে যাবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে অনলাইনেও

অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারেন। http://dgme.teletalk.com.bd/mbbs/ অথবা https://result.dghs.gov.bd/mbbs/ লিংকে গিয়ে রোল নাম্বার লিখে রেজাল্ট “বাটনে” ক্লিক করলে মার্ক সহ রেজাল্ট দেখা যাবে ।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

মোবাইলে মেডিকেলের ফলাফল জানার জন্যে এস.এম.এস করার কোন প্রয়োজন নেই। যারা উত্তীর্ণ হয়েছে তাদের আবেদন করার সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরে স্বয়ংক্রিয়ভাবে টেলিটক থেকে ওয়েলকাম জানিয়ে ফলাফল পৌঁছে যাবে।

২০২২ সালের ফলাফল দেখে নিতে পারেন PDF থেকে, ২০২৩ সালের ফলাফল প্রকাশিত হলে; সেটাও আমরা PDF আকারে দিয়ে দিব। 

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ -এ সর্বোচ্চ নাম্বার ৯৪.২৫ (মেরিট)

  • রাফসান জামান
  • প্রাপ্ত নাম্বার ৯৪.২৫
  • মেরিট স্কোর ২৯৪.২৫
  • মেরিট পজিশন ০১
  • কোটা – N/A
  • ঢাকা মেডিকেল কলেজ

 

 

 

বিগত বছর উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৯২.৫।  সর্বনিম্ন ৬৮.০ নাম্বার পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্বাচিত হয়েছে শিক্ষার্থীরা। এ বছরের সর্বনিম্ন নাম্বার এখনো জানা যায়নি। 

Quick Links

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Check Also
Close
Back to top button
Don`t copy text!