কলেজ রিভিউ – নটরডেম কলেজ, ঢাকা
রাজধানী ঢাকা শহরের মতিঝিল আরামবাগ এলাকায় স্থাপিত নটরডেম কলেজ প্রথমে ১৯৪৯ সালে পুরান ঢাকার লক্ষীবাজার এলাকায় ‘সেন্ট গ্রেগরীজ কলেজ’ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫৪-৫৫ শিক্ষাবর্ষে তা বর্তমান নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় এবং কলেজের নাম পরিবর্তন করে নটরডেম কলেজ রাখা হয়। রোমান কাথলিকদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান হলেও এই কলেজে সকল ধর্মাবলম্বী ছাত্ররা অধ্যয়ন করতে পারে। কলেজটি পরিচালনার দায়িত্বে আছেন হলিক্রস সন্ন্যাস সংঘের ফাদারগণ। শ্রেণিকক্ষে পাঠদান, গবেষণাগারে নিয়মিত পরীক্ষণ, সাপ্তাহিক, পাক্ষিক, সাময়িক ও বার্ষিক পরীক্ষাসমূহ এবং আনুষঙ্গিক বিভিন্ন সহ শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খলভাবে তরুণদের শিক্ষাদান এবং তাদের দৈহিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করতে এই প্রতিষ্ঠান একান্তভাবে নিয়োজত। বিদ্যা অর্জনের সাথে সাথে চারিত্রিক গুণাবলি বিকাশে সহায়তা করে তাদেরকে পূর্ণাঙ্গ মানুষ ও দায়িত্বশীল নাগরিকরূপে গড়ে তোলাই এই কলেজের লক্ষ্য।
এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যাবসায় শিক্ষা শাখায় অধ্যয়ন এর সুযোগ রয়েছে। এখানে নিয়মিত ক্লাস মনোযোগী ও উপস্থিত থাকা, ব্যবহারিক ক্লাসে যোগদান করা ও সাপ্তাহিক ল্যাব রিপোর্ট প্রস্তত করা বাধ্যতামূলক। তবে এই শিক্ষা যাতে বাস্তব জীবনের জন্য উপযোগী ও আনন্দদায়ক হয় এই চেষ্টায় শিক্ষকবৃন্দের চেষ্টার কোন ত্রুটি নেই।সর্বোপরি সবুজায়ন এর এই ক্যাম্পাসের মনোরোম পরিবেশে ভালো মানুষ গড়ায় প্রত্যয়ে নটরডেম সর্বদা অঙ্গীকারবদ্ধ।
To Read This Review in English Click here
অবকাঠামো
- ৪ টি একাডেমীক ভবন
-
- ফাদার হ্যারিংটন ভবন
- ফাদার টীম ভবন
- ফাদার পিশোতো ভবন
- ফাদার গাঙ্গুলী ভবন)
-
- ১ টি বড় খেলার মাঠ
- ১ টি বাস্কেটবল গ্রাউন্ড
- একটি সুবিশাল পাঠাগার
- স্বাস্থ্যসম্মত ক্যান্টিন
- নামাজ ঘর
- সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য ২৩ টি ক্লাব ও ক্লাব রুম
- লিটারেসি স্কুল
- মনোমুগ্ধকর সবুজায়ন ক্যাম্পাস
- মাছ পালনের জন্য কৃত্রিম একুরিয়াম
- গরীব খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আবাসনের জন্য ৩ তলা বিশিষ্ট মার্টিন হল।
- মুক্তমঞ্চ
- বিশাল অডিটোরিয়াম
আসন সংখ্যা ও যোগ্যতা
- বিজ্ঞান বিভাগ(বাংলা ভার্ষন): ১৭৮০; আবেদনের যোগ্যতা: ( জি.পি.এ 5.00 উচ্চতর গণিত সহ)
- বিজ্ঞান বিভাগ(ইংরেজি ভার্ষন): ৩০০; আবেদনের যোগ্যতা: (জি.পি.এ 5.00 উচ্চতর গণিত সহ)
- ব্যবসায় শিক্ষা(বাংলা ভার্ষন): ৭৫০; আবেদনের যোগ্যতা: (জি.পি.এ 4.00)
- মানবিক বিভাগ:(বাংলা ভার্ষন): ৪০০; আবেদনের যোগ্যতা: (জি.পি.এ 3.00)
- বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে:
বাংলা মাধ্যমের ছাত্রবৃন্দ ইংলিশ মাধ্যম এর জন্য আবেদন করতে পারবে না। আর বিজ্ঞান হতে ব্যাবসায় শিক্ষা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে মাধ্যমিকে জি.পি.এ 4.50 থাকতে হবে আর বিজ্ঞান বা ব্যাবসায় শিক্ষা থেকে মানবিকে বিভাগ পরিবর্তন এর ক্ষেত্রে মাধ্যমিকে জি.পি.এ 3.50 অর্জন করলে আবেদন এর সুযোগ পাবে।
কলেজের ড্রেস
- সাদা হলুদের মিশ্রণে ক্রিম কালারের শার্ট
- শার্টের বুক পকেটের উপর কলেজ ব্যাচ,
- প্যান্ট – কালো
- জুতো – কালো
- বাধ্যতামূলক কলেজ ব্যাগ, আইডিকার্ড
খরচ
মাসিক বেতন:
- বিজ্ঞান বিভাগ ( বাংলা ভার্সন): 1300 টাকা
- বিজ্ঞান বিভাগ ( ইংরেজি ভার্সন): 2600 টাকা
- ব্যাবসায় শিক্ষা: 1000 টাকা
- মানবিক: 1000 টাকা
বি.দ্র.: কলেজে ৩ মাসের বেতন একসাথে পরিশোধ করতে হয়।
ভর্তি ফি:
-
- বাংলা মাধ্যম
- বিজ্ঞান – ৭৫০০ টাকা
- ব্যবসায় শিক্ষা – ৭৫০০ টাকা
- মানবিক – ৭৫০০ টাকা
- বাংলা মাধ্যম
-
- ইংরেজি মাধ্যম
- বিজ্ঞান – ৮৫০০ টাকা
- ইংরেজি মাধ্যম
ক্লাব
- নটর ডেম ডিবেটিং ক্লাব
- নটর ডেম বিজ্ঞান ক্লাব
- নটর ডেম অ্যাডভেঞ্চার ক্লাব
- নটর ডেম রোভার গ্রুপ
- নটর ডেম বিজনেস ক্লাব
- নটর ডেম চেস ক্লাব
- নটর ডেম মানবিক সংঘ
- নটর ডেম ন্যাচার স্টাডি ক্লাব
- নটর ডেম ডিগ্রি ক্লাব
- যুব রেড ক্রিসেন্ট, নটর ডেম কলেজ
- রোটার্যাক্ট ক্লাব অব নটর ডেম কলেজ
- নটর ডেম নাট্যদল
- নটর ডেম আবৃত্তি দল
- নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাব
- ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেশনশিপ ক্লাব
- নটর ডেম সাংস্কৃতিক ক্লাব
- নটর ডেম লেখককুঞ্জ
- নটর ডেম ইংলিশ ক্লাব
- নটর ডেম আর্ট ক্লাব
- নটর ডেম ম্যাথ ক্লাব
- নটর ডেম এথিকস ক্লাব
- নটর ডেম ফটোগ্রাফি ক্লাব
- নটর ডেম আইটি ক্লাব
বিগত সালের ফলাফল
এইচ পরীক্ষা ২০১৯ এর কলেজের ফলাফল। পাশের হার: ৯৯.৬৫
- বিজ্ঞান শাখা: মোট পরীক্ষার্থী: ২০২৮জন; মোট পাস: ২০১৩ জন; GPA-5: ১৮৫৬ জন
- ব্যাবসায় শিক্ষা: মোট পরীক্ষার্থী:৭৪৫ জন, মোট পাস: ৭৪৩ জন , GPA-5: ৩৪৩ জন
- মানবিক: মোট শিক্ষার্থী: ৩৯৯ জন; মোট পাস: ৩৯৪ জন; GPA-5: ৪৬ জন
সময়সূচি
কলেজে দুইটি শিফট এ ক্লাস হয় অর্থাৎ
- প্রথম বর্ষের ক্লাস: সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ১২:৪০ ঘটিকা পর্যন্ত আর
- দ্বিতীয় বর্ষের ক্লাস: দুপুর ১ ঘটিকা থেকে বিকাল ৫:৪০ ঘটিকা পর্যন্ত।
ভর্তি প্রক্রিয়া
এই কলেজ ওয়েব সাইট www.notredamecollege-dhaka.com এটিতে আবেদনের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে। এর মধ্য হতে প্রাথমিক বাছাইকরণ করা হবে। বাছাইকৃত শিক্ষার্থীদের যথারীতি লিখিত ও মৌখিক অভীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে অধ্যায়ন এর সুযোগ পাবে।
EIIN:108274
নটরডেম অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া দেখুন ভিডিওতে
নটরডেম কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনই। Registration Form
Quick Links
- নটরডেম কলেজের ভর্তি ফি ও মাসিক বেতন
- কলেজ রিভিউ – নটরডেম কলেজ, ঢাকা
- নটরডেম কলেজের নমুনা ভর্তি প্রশ্ন
- নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন
© তানভীর হোসেইন
>Top College List of Dhaka<
9 Comments