fbpx

কলেজ রিভিউ – কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। এটি কুমিল্লার সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত কলেজ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় রানী ভিক্টোরিয়ার নামে এটি প্রতিষ্ঠা করেন। তিনি ঠিকাদারি পেশার সাথে যুক্ত ছিলেন এবং শিক্ষা-অনুরাগী ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। এই কলেজ এভাবে পরিপূর্ণ বাস্তবে রূপ নেয়। কলেজটি প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর উপাধি প্রদান করে। তার স্মতি রক্ষার্তে ভিক্টোরিয়া কলেজের ইন্টারমেডিয়েট শাখায় প্রধান ফটকে একটি সাদা রঙের ভাস্কর্য তৈরি করা হয়েছে। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ছিলেন এই কলেজের প্রথম অধ্যক্ষ যিনি ১৯৪৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

  • ধরন: সরকারি কলেজ
  • অবস্থান: একাদশ শাখাটি কান্দিরপাড় শহরে অবস্থিত
  • ওয়েবসাইট: www.cvgc.edu.bd
  • EIIN: 105822



কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

ধরন সরকারি কলেজ
স্থাপিত ২৪ সেপ্টেম্বর ১৮৯৯
অধিভুক্তি কুমিল্লা শিক্ষা বোর্ড
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষ ড. আবু জাফর খান (ভারপ্রাপ্ত)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১২৫
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২২০ (সম্ভাব্য)
শিক্ষার্থী ২৯,৯০০ (প্রায়)
অবস্থান
কুমিল্লা, বাংলাদেশ

২৩.৪৫৯৮১৪° উত্তর ৯১.১৮২২৮৬° পূর্ব

শিক্ষাঙ্গন শহুরে
ওয়েবসাইট www.cvgc.edu.bd



অবকাঠামো

  • কলা ভবন
  • বিজ্ঞান ভবন-১
  • বিজ্ঞান ভবন-২
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভবন
  • পাঠাগার ভবন
  • ব্যবসায়িক ভবন
  • নতুন ভবন বা পরীক্ষা ভবন
  • অর্থনীতি ভবন
  • প্রশাসনিক ভবন
  • জিয়া অডিটোরিয়াম
  • মসজিদ ভবন

আবেদনের যোগ্যতা (HSC)

  • বিজ্ঞান – ৫.০০
  • ব্যবসায় শিক্ষা – ৪.০০
  • মানবিক – ৩.০০

আসন সংখ্যা (HSC)

  • বিজ্ঞান – ৪৫০টি
  • ব্যবসায় শিক্ষা – ৪৫০টি
  • মানবিক – ৩০০টি



ফলাফল (HSC)

Year Appeared Passed Pass Rate GPA-5
2021 1255 1247 99.36 931
2020 1477 1477 100.0 958
2019 1535 1415 92.18 300
2018 1374 1231 89.59 149
2017 1270 1102 86.77 155

 

অনুষদসমূহ (স্নাতক-স্নাতকোত্তর) 

বর্তমানে এখানে ২২ টি বিষয়ে অনার্স ও ১৮ টি বিষয়ে মাস্টার্স চালু আছে। ৪ টি অনুষদে স্নাতক (পাস) কোর্স চালু রয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বর্তমানে ৪ টি অনুষদের অধীনে নিম্নোক্ত বিভাগ সমূহ রয়েছে।

অনুষদের নাম বিভাগ সমূহ
কলা অনুষদ বিএ
বাংলা বিভাগ
ইংরেজি বিভাগ
আরবি ও ইসলামি অধ্যয়ন শিক্ষা বিভাগ
ইতিহাস বিভাগ
ইসলামের ইতিহাস বিভাগ
দর্শন বিভাগ
ব্যবসায় প্রশাসন অনুষদ বিবিএস
হিসাববিজ্ঞান বিভাগ
ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
ব্যবস্থাপনা বিভাগ
মার্কেটিং বিভাগ
সামাজিক বিজ্ঞান অনুষদ বিএসএস
রাষ্ট্র বিজ্ঞান বিভাগ
অর্থনীতি বিভাগ
সমাজ বিজ্ঞান বিভাগ
সমাজকর্ম বিভাগ
বিজ্ঞান অনুষদ বিএসসি
পদার্থ বিভাগ
রসায়ন বিভাগ
গণিত বিভাগ
পরিসংখ্যান বিভাগ
প্রাণিবিদ্যা বিভাগ
উদ্ভিদবিজ্ঞান বিভাগ



আবাসিক হলসমূহ

  • ছাত্রাবাস
    • কাজী নজরুল হল
    • নিউ হোস্টেল
  • ছাত্রীনিবাস
    • নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হোস্টেল

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী

  • আ হ ম মুস্তফা কামাল, সংসদ সদস্য, কুমিল্লা-১০ ও মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় (বাংলাদেশ) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর সাবেক সভাপতি।
  • সৈয়দ মাহমুদ হোসেন, বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি
  • আহমদ আবদুল কাদের, ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব (জ. ১৯৫৫)
  • বিদ্যা সিনহা সাহা মীম, বাংলাদেশী মডেল ও অভিনেত্রী
  • আফজল খান, মুক্তিযুদ্ধের সংগঠক ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা
  • রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য, (হাজিগঞ্জ-শাহরাস্তি) চাঁদপুর-০৫
  • আ. ক. ম. বাহাউদ্দিন বাহার, মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য, ২৫৪ নং (কুমিল্লা-০৬)
  • আসিফ আকবর, সঙ্গীত শিল্পী ও অভিনেতা
  • মুজিবুল হক মুজিব, সংসদ সদস্য ( কুমিল্লা ১১)
  • প্রাণ গোপাল দত্ত, সংসদ সদস্য (কুমিল্লা ৭)
  • সন্তু লারমা, প্রেসিডেন্ট – পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
  • আরফানুল হক রিফাত, কুমিল্লা সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়র



Related Articles

Quick Links

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!