কলেজ রিভিউ – ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত একটি বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৪ সালের মার্চ মাসে Mrs. Gunning নামে একজন আমেরিকান শিক্ষকের পরিচালনায় এ স্কুলের পথ চলা। ১৯৬৫ সালের এপ্রিল মাসে তা কে.জি থেকে পঞ্চম শ্রেণিতে উন্নীত হয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়। সেই বছরই চালু করা হয় Home Room পদ্ধতি।
১৯৭১ সালে প্রথম বারের মতো শিক্ষার্থীরা এস.এস.সি পরীক্ষায় অবর্তীণ হয়। অতঃপর ১৯৭৫ সালের জুলাই মাস থেকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর কলেজ শাখার যাত্রা সূচিত হয়। ২০১১ সাল থেকে ইংরেজি ভার্সনে শিক্ষাদান শুরু হয়। বর্তমানে কে.জি হতে অস্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে শিক্ষা দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে ১০ম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সনে শিক্ষাদান প্রক্রিয়া পরিচালনা করার পরিকল্পনা নিয়েছেন। মাননীয় উপাচার্যের একান্ত আগ্রহে অত্র প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে শিক্ষাদান শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীর ছেলে-মেয়েদের এখানে অগ্রাধিকার ভিত্তিতে লেখাপড়া করার সুযোগ রয়েছে। ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীর ছেলে-মেয়েদের এখানে অগ্রাধিকার ভিত্তিতে লেখাপড়া করার সুযোগ রয়েছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, আই.ই.আর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা শহরের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
অবকাঠামো
শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে
অবস্থান
নীলক্ষেত থেকে টি এস সি যেতে রাস্তার উত্তর পাশে হাজী মহসিন হল মাঠের পূর্ব পাশে ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অবস্থান।
গুগল ম্যাপ লিংক: https://goo.gl/maps/7kPM3945n57aSCpU9
শিক্ষক শিক্ষিকা
- মোট ৫৩ জন শিক্ষক রয়েছেন।
- খন্ডকালীন শিক্ষক রয়েছেন ৮ জন।
- বি.এড, এম.এড শিক্ষক রয়েছেন ১০ জন।
লাইব্রেরী
- স্কুলের লাইব্রেরী ১ম ভবনের ৩য় তলায় অবস্থিত।
- লাইব্রেরী সুবিধা পেতে লাইব্রেরীর সদস্য হতে হয়। সদস্য হওয়ার জন্য লাইব্রেরী কার্ড সংগ্রহ করতে হয়। লাইব্রেরী কার্ড করতে কোন ফি দিতে হয় না।
- লাইব্রেরী থেকে বই বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।
- লাইব্রেরীতে ২,২০০ টি বই রয়েছে। এখানে পাঠ্য বই, রেফারেন্স বই, নাটকের বই, গল্পের বই ও উপন্যাসের বই রয়েছে।
ক্লাস সময়
- ইংরেজী ও বাংলা উভয় মাধ্যমের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয় সকাল ৮.৩০ টা থেকে এবং শেষ হয় দুপুর ১.৩০ টায়।
- প্রথম ক্লাসের ব্যাপ্তিকাল ৪০ মিনিট করে হলেও পরবর্তী ক্লাসের ব্যাপ্তি ৩০ মিনিট করে হয়ে থাকে।
- সপ্তাহের শুক্রবার ও শনিবার শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটি থাকে।
ল্যাব
- এই স্কুলে ৫ টি ল্যাব রয়েছে। ল্যাবগুলোতে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ব্যবহারিক পাঠদান করা হয়।
- ল্যাবগুলো হল কম্পিউটার ল্যাব, ম্যাথ ল্যাব, বায়োলজি ল্যাব, কেমিষ্ট্রি ল্যাব ও ফিজিক্স ল্যাব।
ক্যান্টিন
- ক্যান্টিনটি স্কুলের মাঠের পশ্চিম পাশে অবস্থিত।
- ক্যান্টিনটি সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকে।
পরিবহন
- নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই। তবে ব্যক্তিগত মালিকানায় উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের আনা নেওয়া করার জন্য ভ্যান রয়েছে।
- ভ্যানগুলোর গন্তব্য অনুযায়ী ভাড়া নিচে তুলে দেয়া হল
গন্তব্য ভাড়া
(মাসিক)ঝিগাতলা ১২০০ কলাবাগান ১৫০০ হাতিরপুল ৯০০ মতিঝিল ১২০০ গুলিস্তান ১০০০ লালবাগ ১০০০
ক্যান্টিন
- ক্যান্টিনটি স্কুলের মাঠের পশ্চিম পাশে অবস্থিত।
- ক্যান্টিনটি সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকে।
বিগত বছরের রেজাল্ট:
Year | Appeared | Passed | Pass Rate | GPA-5 |
2021 | – | – | – | – |
2020 | 171 | 171 | 100.0 | 88 |
2019 | 203 | 197 | 97.04 | 4 |
2018 | 193 | 177 | 91.71 | 4 |
2017 | 219 | 207 | 94.52 | 17 |
ভর্তি তথ্য
- নার্সারী থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য কলেজের নিজস্ব ভর্তি ওয়েবসাইট https://ulscdu.eabedon.com এর মাধ্যমে ভর্তি নিয়ে থাকে।
- একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
Phone: ৯৬৬১৯২০-৭৩/৪৬৬০, ৪৬৬১, ৪৬৬২
E-mail: ulabsc@univdhaka.edu
Official Website: ulabscdu.edu.bd
EIIN: 108362
কার্যক্রম
- স্কুল কর্তৃপক্ষ প্রতিবছর নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক, ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করে থাকে।
- স্কাউট রয়েছে। স্কাউটের সদস্য হতে ১০০ টাকা দিয়ে ফরম সংগ্রহ করতে হয় এবং সঠিকভাবে পূরনকৃত ফরম জমা দিয়ে সদস্য পদ গ্রহন করতে হয়।
- নিয়মিত “শিক্ষার মান উন্নয়ন” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
- স্কুলে চিত্রাংকন ও সংগীত শেখানোর ব্যবস্থা রয়েছে।
- শিক্ষার্থীদের চিত্রাংকন ও সংগীত শেখানোর জন্য ৩ জন শিক্ষক রয়েছেন।
- নিয়মিত শিক্ষা সফরের আয়োজন করা হয়।
বিবিধ
- শিক্ষার্থীদের প্রতিদিন এসেম্বলীতে অংশগ্রহন করতে হয়।
- শিক্ষার্থীদের মূল্যায়ন পত্র অভিভাবকের হাতে দেয়া হয়।
- স্কুলে অভিভাবকদের বসার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।
- স্কুল পরিচালনায় ম্যানেজিং কমিটি রয়েছে।
- শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিবছর স্কুল ম্যাগাজিন প্রকাশিত হয়।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ হতে ক্যাম্পাস এম্বাসেডর নেওয়া হচ্ছে।রেজিস্ট্রেশন করুন এখনই। Registration Form.
>Top College List of Dhaka<
info: Saeed Abdullah
One Comment