কলেজ রিভিউ – সিদ্ধেশ্বরী গার্লস কলেজ

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ১৯৬৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে ১৪৮, নিউ বেইলি রোড, ঢাকা-১০০০ ঠিকানায় ৩ একর জমির উপর নিজস্ব মনোরম ক্যাম্পাসে পাঠদান চালিয়ে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র্যাংকিং এ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ জাতীয় পর্যায়ের সেরা মহিলা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে।
অবকাঠামো
এর অবকাঠামোর মধ্যে আছে
- সুসজ্জিত ১২টি ভবন
- আধুনিক গবেষণাগার
- বিশাল লাইব্রেরী
- কম্পিউটার ল্যাব
ছাত্রী
প্রতিষ্ঠাকালে মাত্র ৪২ জন শিক্ষার্থী নিয়ে শুরু হলেও বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় ৮০০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
শিক্ষকমন্ডলী
এই তথ্য শীঘ্রই হালনাগাদ করা হবে।
অনুষদ ও বিভাগসমুহ
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এর যেসব অনুষদ ও বিভাগে পাঠদান করা হয়-
- এইচএসসি / উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- ব্যবসায় শিক্ষা
- মানবিক
- অনার্স / সম্মান শ্রেণি
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- মার্কেটিং
- সমাজকর্ম
- ইংরেজি
- উদ্ভিদবিজ্ঞান
- বাংলা
- অর্থনীতি
- গার্হস্থ্য অর্থনীতি
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং
- মাস্টার্স
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- মার্কেটিং
- সমাজকর্ম
- ইংরেজি
- উদ্ভিদবিজ্ঞান
- বিবিএ
- প্রফেশনাল কোর্স (বিবিএ)
ভর্তি যোগ্যতা
- বিজ্ঞান বিভাগ – GPA 4.00
- ব্যবসায় শিক্ষা বিভাগ – GPA 3.50
- মানবিক বিভাগ – GPA 2.50
আসন সংখ্যা
- বিজ্ঞান বিভাগ – [হালনাগাদ করা হবে]
- ব্যবসায় শিক্ষা বিভাগ – [হালনাগাদ করা হবে]
- মানবিক বিভাগ – [হালনাগাদ করা হবে]
বেতন ও অন্যান্য ফি / খরচ
উচ্চমাধ্যমিক শ্রেণিতে
- ভর্তি ফি – ৭৫০০ টাকা
- ব্যবহারিক ফি (বার্ষিক) –
- বিজ্ঞান বিভাগ – ১০০ টাকা
- ব্যবসায় শিক্ষা বিভাগ – ১০০ টাকা
- মানবিক বিভাগ – ১০০ টাকা
- মাসিক বেতন- ১২০০ টাকা
- অভ্যন্তরীন পরীক্ষার ফি
কলেজ ইউনিফর্ম
ছাত্রীদের অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত রং ও ডিজাইনের পোশাক পরিধান করে কলেজে প্রবেশ করতে হয়। নির্দিষ্ট পোশাক ছাড়া কোন ছাত্রীকে কলেজ প্রবেশ করতে দেয়া হয় না।
ইউনিফর্মের বিবরণ
- সেলোয়ার ও কামিজ (সাদা)
- সাদা ওড়না ও সাদা বেল্ট
- সাদা কেডস ও মোজা
- শীতকালে নেভী ব্লু সোয়েটার
ইউনিফর্মের মাপ
- জামার লম্বা হাটু পর্যন্ত
- জামার হাতের লম্বা কনুই পর্যন্ত
- গলা ৫.৫ ইঞ্চি ও কোট কলার হবে
- সালোয়ারে পকেট হবে
বিগত বছরের রেজাল্ট:
Year | Appeared | Passed | Pass Rate | GPA-5 |
2021 | 971 | 969 | 99.80 | – |
2020 | 1055 | 1055 | 100.0 | – |
2019 | 1040 | 1028 | 98.85 | – |
2018 | 1039 | 891 | 85.76 | – |
2017 | 828 | 782 | 94.44 | – |
আবাসিক সুবিধা
এই তথ্য শীঘ্রই হালনাগাদ করা হবে।
যাতায়াত সুবিধা
এই তথ্য শীঘ্রই হালনাগাদ করা হবে।
ক্লাবসমূহ
- বিতর্ক সংঘ
- বিজ্ঞান পরিষদ
- সাংস্কৃতিক পরিষদ
- English Language Club
- বাংলা ভাষা সংঘ
- BNCC
- গার্ল গাইড
- রোভার স্কাউট
প্রত্যেকটি ক্লাবের সার্বিক তত্বাবধানে আছেন সম্মানিত শিক্ষকগন।
কলেজের বিশেষ নিয়মাবলী
বহিস্কার ও ভর্তি বাতিল
নিম্নোক্ত যে কোন কারণে পূর্ব সতর্কীকরণ ছাড়াই কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করতে পারে।
- কলেজের অনুমতি ব্যাতিরেকে দীর্ঘ অনুপস্থিতি।
- যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরীক্ষায় অনুপস্থিতি।
- অসদাচরণ করা।
- কলেজের সম্পদ নষ্ট করা।
- আইন-শৃঙ্খলা বিরোধী কাজ করা।
- কলেজের নিয়ম কানুন ভঙ্গ করা।
আচরণ বিধি ও নিয়ম শৃঙ্খলা
একজন আদর্শ শিক্ষার্থীর পরিচয় কেবল তার ভালো ফলাফলেই নয়, সামগ্রিক আচার-আচরণ ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপরেও নির্ভর করে। তাই ছাত্রীকে নিম্নোক্ত আচরণ বিধি ও শৃঙ্খলা মেনে চলতে হবে –
- একাদশ শ্রেণির ছাত্রীদেরকে সকাল ৮.০০ টার পূর্বে ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের দুপুর ১২.০০ টার মধ্যে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে হবে এবং সংশ্লিষ্ট ক্লাসে অবস্থান করতে হবে।
- ইউনিফর্ম ছাড়া কোন ছাত্রী কলেজে প্রবেশ করতে পারবে না।
- কলেজ চলাকালীন সময়ে কোন সমস্যার সম্মুখীন হলে উপাধ্যক্ষ অথবা সার্বক্ষণিক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শিক্ষক জনাব জাফিয়া আক্তার এর সাথে শরীর চর্চা শিক্ষকের কক্ষে দ্রুত যোগাযোগ করতে হবে।
- প্রত্যেক ছাত্রীকে পড়াশুনা সংক্রান্ত সকল বিষয়ে রিপোর্ট কার্ডের ভারপ্রাপ্ত শিক্ষকের নিকট পরামর্শ নিতে হবে। ছাত্রীর বর্তমান ঠিকানা অভিভাবকের স্বাক্ষর, ফোন নম্বর এবং ছাত্রীর ছবি জমা দিতে হবে। ঠিকানা ও ফোন নম্বর পরিবর্তন করলে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট কার্ডের ভারপ্রাপ্ত শিক্ষককে জানাতে হবে।
- কোন ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। ক্লাসে অনুপস্থিত থাকলে প্রতিদিনের জন্য ২৫/- (পচিশ) টাকা হিসেবে জরিমানা পরিশোধ করতে হবে।
- অসুস্থতা জনিত কারণে অনুপস্থিত ছাত্রীদের ক্লাসে উপস্থিত হওয়ার তিন দিনের মধ্যে রিপোর্ট কার্ডের ভারপ্রাপ্ত অধ্যাপকের নিকট হতে ডাক্তারের প্রেসক্রিপশন বা সার্টিফিকেট সহকারে আবেদন পত্র অনুমোদন করিয়ে নিতে হবে এবং উক্ত আবেদন পত্র পরবর্তী প্রত্যেক ক্লাসে শিক্ষককে অবগত করে অনুপস্থিতি রেকর্ড করাতে হবে।
- কোন ছাত্রী ৭৫% এর কম উপস্থিত থাকলে তাকে সেমিস্টার পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে না এবং এ্যাডমিট কার্ড প্রদান করা হবে না।
- কলেজ ক্যাম্পাসে কোন ছাত্রী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
- অভ্যন্তরীণ সকল পরীক্ষার (টিউটোরিয়াল পরীক্ষা, ১ম সেমিস্টার, ২য় সেমিস্টার) গড় নম্বরের ভিত্তিতে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হবে এবং প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার গড় নম্বরের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।
- কলেজের শৃঙ্খলা বহির্ভূত কোন আচরণ প্রতীয়মান হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যোগাযোগ
অফিসিয়াল ওয়েবসাইট : http://sgc.edu.bd/
EIIN: 108352
ইমেইল : sgcprincipal@ymail.com
মোবাইল : 01553-080085
ফোন : 02-48313310
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনই। Registration Form.
>Top College List of Dhaka<