fbpx

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ,মতিঝিল-কলেজ রিভিউ

ideal school & college motijheel

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহরে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি আইডিয়াল হাই স্কুল (স্কুলটির পূর্ব নাম) বা মতিঝিল আইডিয়াল স্কুল নামেও পরিচিত। ১৯৬৫ সালে এই প্রতিষ্ঠানটি মতিঝিলে তার যাত্রা শুরু করে। মূলত তখন এটি তৎকালীন সিজিএস কলোনি (যা বর্তমানে এজিবি কলোনি নামে পরিচিত) এর নিবাসীদের সন্তানদের পড়াশোনার জন্য তৈরি হয়। বর্তমানে এর তিনটি মাধ্যমিক শাখা ও একটি উচ্চমাধ্যমিক শাখা (বালিকা) রয়েছে।

ক্যাম্পাস ও অবকাঠামো

কলেজ শাখা ২টি ভবন নিয়ে গঠিত: ৫ তলা বিশিষ্ট কলেজ ভবন ও ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন। বর্তমানে কলেজে প্রায় ২৪০০ জন ছাত্রী রয়েছে।

বাংলা ভার্সন অবকাঠামো

মতিঝিল শাখার স্কুল ভবনটি ৫ তলা বিশিষ্ট। এর নিচ তলায় রয়েছে সহকারী প্রধান শিক্ষকের কক্ষ, পৃথক শিক্ষক ও শিক্ষিকা মিলনায়তন, স্টেশনারি, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ ও অফিস। এর দক্ষিণ-পশ্চিম দিকের বর্ধিতাংশের নিচ তলায় রয়েছে অধ্যক্ষের কার্যালয় ও ক্যান্টিন; দোতলায় নামাজের ঘর ও পাঠাগার এবং তিনতলায় আছে কম্পিউটার ল্যাব। আর স্কুল অডিটোরিয়ামটি স্কুল ভবনের দোতলায় অবস্থিত।

বিজ্ঞান ভবনে রয়েছে পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান ও রসায়ন ল্যাব। এছাড়াও নিচতলায় রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। ভবনগুলোর মাঝে রয়েছে মাঠ যা বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের পাশাপাশি ইংরেজি মাধ্যম ও কলেজের শিক্ষার্থীরাও ব্যবহার করে।

মতিঝিল ক্যাম্পাসে মোট জমির পরিমাণ ১ একর ২৬ শতাংশ (কলেজ ও ইংরেজি মাধ্যম সহ)। প্রতিটি তলার ক্ষেত্রফল প্রায় ২০,০০০ বর্গফুট। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিকদের স্মরণে ২০০৯ সালে এ ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে একটি শহীদ মিনার নির্মিত হয়েছে। বর্তমানে এ শাখায় প্রায় ৭৫০০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে।

ইংরেজি ভার্সন অবকাঠামো

ইংরেজি ভার্সনে (১২তলা ভিতবিশিষ্ট) একটি ৭তলা ভবন নির্মাণ রয়েছে। প্রতিটি তলার ক্ষেত্রফল প্রায় ৭০০০ বর্গফুট। এ শাখায় বর্তমানে প্রায় ৩৫০০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে।

ধরন বেসরকারি
নীতিবাক্য “রব্বি যিদনীই ঈলমা” অর্থাৎ-হে রব আমার জ্ঞান বৃদ্ধি কর
প্রতিষ্ঠাকাল ১৯৬৫
জেলা ঢাকা
EIIN ১০৮২৭৭
অধ্যক্ষ শাহান আরা বেগম
শ্রেণী প্রথম থেকে দ্বাদশ
ভর্তি ১৯৭৩
ক্যাম্পাসের ধরন শহরে অবস্থিত
অ্যাথলেটিক্স ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ইত্যাদি
মাস্কট বইয়ের সঙ্গে আলোকিত মোমবাতি এবং পাতার ঝাড়
শিক্ষা বোর্ড ঢাকা
শাখা সংখ্যা
বার্ষিক ম্যাগাজিন প্রত্যাশা
ওয়েবসাইট

আসন সংখ্যা

বিভাগ/মাধ্যম আসন GPA (অত্র  প্রতিষ্ঠান) GPA (বহিরাগত)
বিজ্ঞান (বাংলা) ৬৫০ ৪.৫০ ৫.০০
বিজ্ঞান (ইংরেজি) ৮০ ৪.৫০ ৫.০০
মানবিক (বাংলা) ২০০ ৩.০০ ৩.০০
ব্যবসায় শিক্ষা (বাংলা) ২৫০ ৪.০০ ৪.০০

ভর্তি ও অন্যান্য ফি

Particulars  Bangla Version English Version
Admission Fees 2100 2400
Session (Yearly) 3900 4600
Development Fees (One Time) 1500 1500
Total Amount 7500 8500
Tuition Fees (Monthly) 2100 2400

 

বিগত বছরের ফলাফলঃ

  • BUSINESS STUDIES: PASSED=174; NOT PASSED=1; GPA5=120;
  • HUMANITIES: PASSED=174; GPA5=72;
  • SCIENCE: PASSED=677; NOT PASSED=4; GPA5=619

শিক্ষক ও কর্মচারীঃ

স্কুল ও কলেজ শাখা মিলিয়ে প্রতিষ্ঠানটিতে মোট ৫৯২ জন শিক্ষক, ২০ জন তৃতীয় শ্রেণি এবং ১৫৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী আছে। এছাড়াও জরুরী চিকিৎসা সেবা দিতে প্রতিষ্ঠানটিতে একজন ডাক্তার ও তিনজন নার্স নিয়োগ দেওয়া হয়েছে।

অবস্থান

 

Dhaka – Top 10 College – HSC Result 2021

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!