fbpx

কলেজ রিভিউ – সরকারি বিজ্ঞান কলেজ

রাজধানী ঢাকার প্রানকেন্দ্র এবং জনবহুল এলাকা তেজগাঁও থানার ফার্মগেটে অবস্থিত নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ নামে চালু হলেও পরবর্তীতে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে নামকরণ হয়। ৯ একরের উপর স্থাপিত এই ক্যাম্পাস বর্তমানে ঢাকার সেরা কলেজগুলোর মধ্যে অন্যতম।

 

Read this post in English. Click Here

অবকাঠামো

  • ১ টি তিন তলা ভবন
  • বিশাল সেমিপাকা বিল্ডিং
  • লাইব্রেরি
  • অডিটোরিয়াম
  • জিমনেসিয়াম
  • মসজিদ
  • খেলার মাঠ
  • শহীদ মিনার
  • স্মৃতিসৌধ
  • রাসেল চত্বর ; যেখানে মন খুলে আড্ডা দেয়া যায় এবং
  • ঢাকার বাইরের ছাত্রদের জন্য দুইটি আবাসিক ছাত্রাবাস।

প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল ভান্ডার এই ক্যাম্পাস।ঢাকায় এরকম সবুজে ঘেরা ক্যাম্পাস খুব কমই আছে।এই ক্যাম্পাসে আছে বিভিন্ন রকমের গাছপালার সমাহার।আছে ফুলের বাগান যেখানে আছে উদ্ভিদবিজ্ঞানের এক বিপুল ভান্ডার।

এছাড়া প্রত্যেক বিভাগের আছে নিজস্ব ল্যাব ব্যাবস্থা। প্রত্যেকটি ল্যাবেই আছে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক। নিয়মিত শিক্ষার্থীদের ল্যাব ক্লাস নেয়া হয় এবং হাতে কলমে শিক্ষা দেয়া হয়।শিক্ষার্থীদের দৈনন্দিন উপস্থিতি বায়োমেট্রিক পদ্ধতিতে নির্ধারন করা হয়।পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাধীন।

ছাত্র

পুরো কলেজটিতে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ মিলে মোট ২৪০০ ছাত্র আছে।প্রত্যেকটি ইয়ারে সব মিলিয়ে ১২০০ জন ছাত্র। মোট ৮ টি সেকশনে বিভক্ত করে প্রত্যেক সেকশনে মোট ১৫০ জন করে ১২০০ স্টুডেন্ট এর ক্লাস নেয়া হয়।

শিক্ষকমন্ডলী

বর্তমানে কলেজটিতে মোট ৪৪ জন শিক্ষক আছেন বিভিন্ন বিভাগে।প্রত্যেকটি শিক্ষকই বিসিএস ক্যাডার যোগ্যতা সম্পন্ন।তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট আন্তরিক।নিয়মিত ক্লাস করলে এবং শিক্ষকদের ক্লাস রেগুলার ফলো করলে এক্সট্রা কোন প্রাইভেটও দরকার হয় না অনেক সময়। তাছাড়া এখানকার শিক্ষকরা যথেষ্ট ছাত্রবান্ধব।প্রত্যেকটা ছাত্রের ব্যাপারে তারা যত্নশীল।যেকোন সময় যেকোন পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে।এছাড়া অনেক শিক্ষকই আছেন যারা বিভিন্ন বইয়ের রাইটার এবং তাদের লিখা বই আমাদের পাঠ্য।

বেতন

কলেজের বেতন এবং ভর্তি ফি সরকার কতৃক নির্ধারিত। ভর্তির শুরুতেই সেগুলো একবারে নিয়ে নেয়া হয় এবং সরকারি কলেজ হিসেবে তার পরিমান সকলেরই সাধ্যের মধ্যে আছে।

  • ভর্তি ফি – ৪০০০-৫০০০ টাকা
  • সেশন ফি – ৪০০০-৫০০০ টাকা
  • বেতন – ২০ টাকা (যা পরীক্ষার ফির সাথে নেওয়া হয়)

পোশাক

  • অফ হোয়াইট প্যান্ট
  • আকাশী কালারের শার্ট
  • বুকপকেটে লোগো
  • আইডি কার্ড
  • কালো জুতা এবং মোজা।

বিগত বছরের রেজাল্ট:

Year Appeared Passed Pass Rate GPA-5
2021
2020 1420 1420 100.0 1399
2019 1556 1542 99.10 444
2018 1305 1137 87.13 58
2017 1337 1286 96.19 251

ক্লাবসমূহ

কলেজে আছে বিভিন্ন ক্লাব এবং তাদের কার্যক্রম খুব জোরেসোরেই চলছে।বিএনসিসি এবং রোভার স্কাউট কলেজের প্রত্যেকটি ফাংশনে তাদের দায়িত্ব পালন করে থাকে এবং বিভিন্ন ক্যাম্পিং এবং সেমিনারে যোগ দেয়ার সুযোগও তারা পায়।এছাড়া আছে

  • বিজ্ঞান ক্লাব (GSCSC),
  • ফটোগ্রাফি ক্লাব(GSCPC),
  • সাংস্কৃতিক ক্লাব(GSCCC),
  • বিতর্ক ক্লাব(GSCDC),
  • ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব (GSCELC),
  • ইনফরমেশন এন্ড টেকনিক্যাল ক্লাব(GSCITC)

প্রত্যেকটি ক্লাবের সার্বিক তত্বাবধানে আছেন সম্মানিত শিক্ষকগন।এছাড়া বিভিন্ন সময় এসব ক্লাব কর্তৃক বিভিন্ন ফেস্টের আয়োজন করা হয় যাতে ঢাকার প্রত্যেকটা কলেজ উপস্থিত হয়ে ফেস্টে অংশগ্রহণ করে।

আবাসিক সুবিধা

ঢাকার বাইরের শিক্ষার্থীদের আবাসনের জন্য কলেজে আছে দুইটি আবাসিক হল। আলাদা আলাদা দুই বর্ষের জন্য হলগুলোও আলাদা।একটি হচ্ছে কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস এবং অপরটি ড. কুদরত ই খুদা ছাত্রাবাস। হলের ছাত্রদের ভর্তির শুরুতে এক বছরের জন্য টাকা জমা দিতে হয়। আর খাওয়াদাওয়ার খরচ প্রতিমাসে আলাদা করে দিতে হয়।

হলে আছে খুব কড়া নিয়মকানুন এবং খুব ভালো সিকিউরিটির ব্যাবস্থা।যাতে ছাত্রদের কোনরকমের অসুবিধা বা বিপদ আপদে পড়তে না হয়।পড়াশুনার পরিবেশও যথেষ্ট ভালো যেটা সাধারন মেস বা হোস্টেল থেকেও অনেকগুনে ভালো।হলের খাওয়াদাওয়ার মানও খুব ভালো।হলের তত্বাবধানে সার্বক্ষনিক একজন শিক্ষক নিয়োজিত আছেন।যিনি সর্বক্ষন আবাসিক ছাত্রদের দেখাশুনা করেন

  • কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস – ১২০ টি সিট
  • ড. কুদরত ই খুদা ছাত্রাবাস – ১৫০ টি সিট
  • মাসিক মিল খরচ – ৩০০০ টাকার মধ্যে (ছুটি হলে মিল বন্ধ থাকে)

যাতায়াত সুবিধা

এছাড়া ঢাকার স্থায়ী শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থার জন্য আছে স্পন্দন ১ এবং স্পন্দন ২ নামের দুইটি বাস।এরা যথাক্রমে মিরপুর এবং যাত্রাবাড়ী,সায়েদাবাদ রুটে চলাচল করে।

ভর্তি যোগ্যতা

কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বোর্ড কতৃক নির্ধারিত ন্যুনতম জিপিএ ৫ লাগবে।জিপিএ ৫ এর নিচে থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে না।হয়তো আবেদন করা যাবে কিন্তু চান্স পাওয়া যাবে না।ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং এক্ষেত্রে বোর্ডের নিয়মাবলি পুরোপুরি অনুসরণ করা হয়।

অফিসিয়াল ওয়েবসাইট : http://gsctd.edu.bd/
EIIN: 108535

সবশেষে বলতে চাই সরকারি বিজ্ঞান কলেজ দেশের স্বনামধন্য একটি কলেজ।প্রতিবছর এখান থেকে এডমিশন টেস্টে বিপুল সংখ্যক ছাত্র দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে থাকে।আধুনিক এবং মানসম্মত পড়াশোনা সাথে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম শিক্ষার্থীদেরকে ভালো করার প্রেরনা যোগায়।এছাড়া পড়াশুনার যথাযথ পরিবেশও এখানে পাওয়া যায়। তাই বলব কলেজ সিলেকশনের ক্ষেত্রে এটি একটি বেস্ট চয়েজ।তোমাদেরকে অগ্রিমভাবে স্বাগতম জানাচ্ছি। ৯ একর এখন তোমাদের পদচারণার অপেক্ষায়।

Read this post in English. Click Here

সরকারি বিজ্ঞান কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

>Top College List of Dhaka<

info: Nazmul Hasan Anik

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!