fbpx

ফিরোজা বাশার আইডিয়াল কলেজ-কলেজ রিভিউ

FBIC

ফিরোজা বাশার আইডিয়াল কলেজ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি কলেজ। এটি পহেলা সেপ্টেম্বর ২০০৫ সালে প্রতিষ্ঠা হলেও কলেজ হিসেবে স্বীকৃত হয় পহেলা জুলাই ২০০৯সালে। কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ চালু রয়েছে। এখানে শুধুমাত্র ডে শিফটে ক্লাস হয়।

EIIN: 131916

ওয়েবসাইটঃ https://fbic.edu.bd/

প্রতিষ্ঠানের ইতিহাসঃ

যে বাবা মা অন্ধকার বাগানে থেকেও তাঁদের পাঁচটি সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন তাঁদের স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে ভালো আর কী হতে পারে? আর সে লক্ষ্যেই ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় “ফিরোজা বাশার আইডিয়াল কলেজ”যা “ফিরোজা বাশার এডুকেশন ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত। FBIC গতানুগতিক প্রতিষ্ঠানের মতন ব্যবসায়িক লক্ষ্যে পরিচালিত করা হয় না বরং সেবার মানসিকতা থেকে শিক্ষার আলোয় মানুষকে আলোকিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০০৫ সালে স্বল্প পরিসরে প্রতিষ্ঠিত, ২০১৫ সালে মোহাম্মদপুরের বছিলার নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে। PEC, JSC, SSC ও HSC’র ন্যায় পাবলিক পরীক্ষা সমূহে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজর কাড়া সাফল্য অর্জন করছে। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষার্থীর মেধার সর্বাত্মক বিকাশে আমরা সদা সচেষ্ট। আমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সুস্থ বিনোদন ও ধর্মীয় অনুশাসন শিক্ষাদানে বদ্ধ পরিকর। আর এ লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচী। এছাড়াও রয়েছে স্কাউটিং ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মত সহ:শিক্ষা কার্যক্রম।

অবকাঠামোঃ

প্রতিষ্ঠানটির মোট জমির পারিমান : ১৬ শতাংশ।
ক) অখন্ড- ১৬শতাংশ
খ) অন্যত্র- ০ শতাংশ
গ) জমির ব্যবহার ও পরিমান : ( শতাংশে)

পাকা-১টি
মোট কক্ষ সংখ্যা- ৬০টি
মোট শ্রেণি কক্ষ- ৪৫টি
শিক্ষক মিলনায়তন- ৩টি
বিজ্ঞানাগার- ৪টি
গ্রন্থাগার-১টি
কম্পিউটার কক্ষ- ১টি

শিক্ষকমন্ডলীঃ

কলেজটিতে বর্তমানে শিক্ষক রয়েছেন ৪৮জন।

অধ্যক্ষঃ অধ্যাপক ফরিদ আহম্মদ

বিগত বছরের ফলাফলঃ

 

 

প্রতিষ্ঠানটির লোকেশনঃ

 

কলেজ রিভিউ – ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!