fbpx

কলেজ রিভিউ – ঢাকা কলেজ, ঢাকা

ঢাকা কলেজ ,বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। নিউমার্কেট এলাকায় ১৮.৫ একরের সুবিশাল ক্যাম্পাস নিয়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। ১৮৪১ সাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে গৌরবের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন গুনী মানুষদের উচ্চ মাধ্যমিক শিক্ষালয় হয়ে ছিলো এই কলেজ। তাই দেশব্যাপী এর সুখ্যাতি বিরাজমান। লেখাপড়ার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের মেধা প্রকাশের জন্য রয়েছে অনেকগুলো ক্লাব। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সহ নানা ধরনের খেলার ও সুযোগ পায় শিক্ষার্থীরা। বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর মতো সহশিক্ষামূলক কার্যক্রম এর সুব্যবস্থা ও রয়েছে এই ঢাকা কলেজ এ।

অবকাঠামো

  • ৪টি ভবন (একাডেমিক + প্রশানিক)
  • ২ টি বড় খেলার মাঠ
  • তরুদ্যান
  • স্বাস্থ্যসম্মত ক্যান্টিন
  • আকর্ষণীয় অডিটোরিয়াম
  • বাস্কেটবল গ্রাউন্ড
  • একটি লাইব্রেরি
  • একটি কমনরুম
  • ৬টি ক্লাব
  • একটি মসজিদ
  • ৮টি আবাসিক হল

 

ভর্তির সম্পর্কিত তথ্য:

Online আবেদনের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।

 

আসন সংখ্যা ও যোগ্যতা:

  • বিজ্ঞান বিভাগ(বাংলা ভার্ষন): 900 (GPA-5.00)
  • ব্যবসায় শিক্ষা(বাংলা ভার্ষন): 160 (GPA-4.75)
  • মানবিক বিভাগ:(বাংলা ভার্ষন): 160 (GPA-4.50)

 

ড্রেস কোড:

  • শার্ট – সাদা
  • প্যান্ট – কালো
  • বেল্ট-  কালো
  • কালো অক্সফোর্ড জুতা
  • মোজা- কালো

 

খরচ:

ভর্তি ফি: ৩৫০০ টাকা

(এর বাহিরে ৫০০ টাকার বিনিময়ে কলেজ ব্যাগ, ব্যাজ ও নির্দেশিকা সংগ্রহ করতে হয়। এছাড়া আর কোনো প্রকার চার্জ নেই)

 

বিগত বছরের রেজাল্ট:

Year Appeared Passed Pass Rate GPA-5
2021
2020 1272 1272 100.0 1232
2019 1282 1276 99.53 694
2018 1091 1066 97.71 480
2017 1078 1068 99.07 506

 

 

ক্লাবসমূহ:

  • DCSC- Dhaka College Science club
  • DCPC- Dhaka College Photography Club
  • DCDC- Dhaka College Debate Club
  • DCAC- Dhaka College Adventure Club
  • DCMC- Dhaka College Music Club
  • DCELC- Dhaka College English Language Club

 

ক্লাসের সময় এবং নিয়মাবলী: ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ক্লাসের সময়সীমা সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত। ছাত্রদের সকাল ৮টার পূর্বে কলেজে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এর মাধ্যমে নিজের উপস্থিতি নিশ্চিত করতে হয়। তারপর আবার ছুটির পর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এর মাধ্যমে নিজের কলেজে অবস্থানের তথ্য নিশ্চিত করতে হয়

আবাসিক হল:

ঢাকা কলেজে ৮ টি হলের মধ্যে শেখ কামাল হল উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রদের জন্য বরাদ্দ। হলটি ১৩৫ টি আসন (প্রায়) বিশিষ্ট। হলটি ভালো আবাসিক সুবিধা সম্পন্ন। হল থেকেই ছাত্রদের মানসম্পন্ন খাবারের ব্যবস্থা করা হয়। হলের সিট কনফার্মেশন চার্জ ৬১৫০ টাকা এবং পরবর্তীতে প্রতি বেলা মিল বাবদ ৩৫ টাকা খরচ হবে।

ঢাকা কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

>Top College List Of Dhaka<

info : Mahfuzul Mahie

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!