fbpx

কলেজ রিভিউ – ছোটতুলাগাঁও মহিলা কলেজ

ছোটতুলাগাঁও মহিলা কলেজ ২০১৪ সালে “শিক্ষিত নারী আলোকিত জাতি” এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার বরুড়া এলাকায় প্রতিষ্ঠিত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা বরুড়ার কৃতি সন্তান বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।

অবকাঠামো

এই প্রতিষ্ঠানে নিম্নরুপ অবকাঠামো রয়েছে

  • একটি ৫ তলা ভবন
  • ৬০’ x ৪৬’ আকারের বিশালকায় মাঠ
  • ৪২ টি শ্রেণিকক্ষ
  • পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা ও গণিত ল্যাব
  • সুবিন্যস্ত কম্পিউটার ল্যাব
  • কমনরুম
  • ৫০০০+ বই সম্বলিত লাইব্রেরি

ছাত্রীসংখ্যা

শীঘ্রই ছাত্রীসংখ্যা তথ্য হালনাগাদ করা হবে

শিক্ষকমন্ডলী

বর্তমানে কলেজটিতে মোট ১৯ জন শিক্ষক আছেন বিভিন্ন বিভাগে। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট আন্তরিক। এখানকার শিক্ষকরা যথেষ্ট শিক্ষার্থীবান্ধব।

অনুষদ ও বিভাগসমুহ

  • এইচএসসি
    • বিজ্ঞান
    • ব্যবসায় শিক্ষা
    • মানবিক

আবেদন যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগ – GPA 4.00
  • ব্যবসায় শিক্ষা বিভাগ – GPA 3.00
  • মানবিক বিভাগ – GPA 3.00

আসন সংখ্যা

  • বিজ্ঞান বিভাগ – ৬০  টি
  • ব্যবসায় শিক্ষা বিভাগ – ৮০ টি
  • মানবিক বিভাগ – ৬০ টি

বেতন

কলেজের বেতন এবং ভর্তি ফি ঢাকা শিক্ষা বোর্ড কতৃক নির্দেশিত বিজ্ঞপ্তির আলোকে নির্ধারিত। মাসিক ফি নিম্নরুপঃ

  • মাসিক বেতন – ২০০ টাকা

পোশাক

  • ছাত্রী
    • পোষাক কলেজ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ও কলেজ থেকে বিনামূল্যে প্রদান করা হয়। 

বিগত বছরের রেজাল্ট:

Year Appeared Passed Pass Rate GPA-5
2021
2020 1309 1309 100.0 563
2019 1299 1207 97.77 25
2018 1417 1346 94.99 32
2017 1304 1298 99.54 104

 

আবাসিক সুবিধা

এই কলেজে ছাত্রীদের জন্য রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা সহকারে হোস্টেল ব্যবস্থা। এই হোস্টেলে থাকার জন্য ছাত্রীদের গুনতে হয় শুধুমাত্র খাবার / মিল খরচ। এই হোস্টেলে কোন মাসিক ফি দিতে হয় না।  গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য খাবার খরচও সম্পূর্ণ ফ্রি। 

বিশেষ সুবিধা

ছোটতুলাগাঁও মহিলা কলেজ এ শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে রাখার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা ছাড়াও মাস শেষে এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে নিম্নোক্ত হারে দেয়া হয় বিশেষ বৃত্তি- 

  • গোল্ডেন জিপিএ ৫ – ১৫০০ টাকা
  • জিপিএ ৫.০০ – ১০০০ টাকা
  • জিপিএ ৪.০০ – ৫০০ টাকা

অফিসিয়াল ওয়েবসাইট : নেই
অফিসিয়াল ফেসবুক : ছোটতুলাগাঁও কলেজ
EIIN: 137069

Related Articles

 

ছোটতুলাগাঁও মহিলা কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

>Top College List of Cumilla Board<

 

তথ্য দিয়েছেন:
Sumiya Mohiuddin
Phone:  013******99
E-mail:  sumi********96@gmail.com
SSC Batch:  2018
HSC Batch: 2020

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!