কলেজ রিভিউ – চাঁদপুর সরকারি কলেজ
চাঁদপুর জেলার একটি পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজ। এ কলেজটি ১৯৪৬ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২ মার্চ ২০১৯ চট্টগ্রাম বিভাগীয় র্যাংকিংয়ে ১০ম স্থানে উত্তীর্ণ হওয়ার স্বীকৃতি পায়। সুবিশাল দৃষ্টিনন্দন ক্যাম্পাস নিয়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। সেই শুরু থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন গুণি মানুষদের উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, স্নাতক, স্নাতকোত্তর শিক্ষালয় হয়ে ছিলো এই কলেজটি। তাই দেশব্যাপী এর সুখ্যাতি বিরাজমান। লেখাপড়ার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের মেধা প্রকাশের জন্য রয়েছে অনেকগুলো ক্লাব। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ক্যারাম সহ নানা ধরনের খেলার ও সুযোগ পায় শিক্ষার্থীরা। বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর মতো সহশিক্ষামূলক কার্যক্রমের সুব্যবস্থা ও রয়েছে এখানে।
প্রতিষ্ঠাতাঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সরকারি করণঃ ১ মার্চ, ১৯৮০ সাল
শিক্ষার্থীঃ ১৪,০০০+
অবকাঠামোঃ
- ৫টি ভবন (মূল ভবন, ভবন -২, ভবন -৩, একাডেমিক ভবন, রাজু ভবন)
- ১ টি বড় খেলার মাঠ
- আকর্ষণীয় অডিটোরিয়াম
- বাস্কেটবল গ্রাউন্ড
- একটি লাইব্রেরি
- একটি কমনরুম
- একটি মসজিদ
- ৪ টি আবাসিক হল
- কম্পিউটার ট্রেইনিং ব্যাবস্থা,ইত্যাদি
উচ্চ মাধ্যমিক শ্রেণিঃ
- বিজ্ঞান বিভাগ
- মানবিক বিভাগ
- ব্যবসায় শিক্ষা বিভাগ
স্নাতক (পাস কোর্স)
- বিবিএস
- বিএসএস
- বিএসসি
স্নাতক (সম্মান)
- বাংলা
- ইংরেজি
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজকর্ম
- দর্শন
- ইতিহাস
- ইসলামিক স্টাডিজ ও আরবি
- অর্থনীতি
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- ভূগোল পরিবেশ বিদ্যা
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- পদার্থবিদ্যা
- রসায়নবিদ্যা
- গণিত
- প্রাণিবিদ্যা
- উদ্ভিদবিদ্যা
শিক্ষকমন্ডলী
বর্তমানে কলেজটিতে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক আছেন বিভিন্ন বিভাগে। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট আন্তরিক।প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর ব্যাপারে তারা যত্নশীল।যেকোন সময় যেকোন পরিস্থিতিতে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে।এছাড়া অনেক শিক্ষকই আছেন যারা বিভিন্ন বইয়ের রাইটার এবং তাদের লিখা বই আমাদের পাঠ্য।
আবাসিক হল:
- ছাত্র
- শেরে-বাংলা হল
- শহীদ জিয়া হল
- ছাত্রী
- শেখ হাসিনা ছাত্রীনিবাস
- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাস
হলগুলো ভালো আবাসিক সুবিধা সম্পন্ন। হল থেকেই ছাত্র-ছাত্রীদের মানসম্পন্ন খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও হলের নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভালো।
লাইব্রেরী
মূল ভবনে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার অবস্থিত। এখানে ছাত্র-ছাত্রীদের আলাদা রুমে পড়ার সুযোগ রয়েছে। ১৫০ (প্রায়) শিক্ষার্থী একসাথে পড়তে ও বই সংগ্রহ করতে পারে। গ্রন্থাগারে ২০০০+ বই সংগৃহীত আছে। নিয়মিত জাতীয় ও স্থানীয় দৈনিক সমূহ সংগ্রহ করা হয়।
কলেজের সহশিক্ষা কার্যক্রম:
- বি.এন.সি.সি
- রোভার স্কাউট
- রেড ক্রিসেন্ট
Website: http://www.chandpurcollege.edu.bd/
EIIN: 103568
আসন সংখ্যা ও যোগ্যতা:
- বিজ্ঞান বিভাগ(বাংলা ভার্ষন): 150(GPA-4.00)
- ব্যবসায় শিক্ষা(বাংলা ভার্ষন): 300 (GPA-4.00)
- মানবিক বিভাগ:(বাংলা ভার্ষন): 150 (GPA-3.00)
ড্রেস
- ছাত্র
- শার্ট – সাদা
- প্যান্ট – কালো
- জুতা- কালো
- ছাত্রী
- সাদা কামিজ
- সাদা স্কার্ফ
- সাদা জুতা
ক্লাবসমূহঃ
- ডিবেট ক্লাব
- কম্পিউটার ক্লাব
- মিউজিক ক্লাব ইত্যাদি
ক্লাসের সময় এবং নিয়মাবলীঃ
চাঁদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ক্লাসের সময়সীমা সকাল ৯.৩০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত।শিক্ষার্থীদের সকাল ৯ টার মধ্যেই কলেজে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এর মাধ্যমে নিজের উপস্থিতি নিশ্চিত করতে হয়। তারপর আবার ছুটির পর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এর মাধ্যমে নিজের কলেজে অবস্থানের তথ্য নিশ্চিত করতে হয়। ক্লাস টাইমের পর ২ঃ৩০ থেকে ৪ টা পর্যন্ত ল্যাব ক্লাস করানো হয়।
প্রাক্তন শিক্ষার্থীঃ
- ওয়ালী উল্লাহ নওজোয়ান – গবেষক, রাজনীতিবিদ, ভাষা আন্দোলনের সৈনিক, মুক্তিযোদ্ধা, সংবিধান রচিয়তা ও শিক্ষক।
- আব্দুল্লাহ সরকার – রাজনীতিবিদ।
- মো. সবুর খান – ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা
- হুমায়ুন ফরীদি – অভিনেতা।
- মোহাম্মদ জাবেদ পাটোয়ারী – বাংলাদেশ পুলিশের ২৯ তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।
- সাংবাদিক শফিকুর রহমান – সাংবাদিক ও রাজনীতিবিদ
- এস ডি রুবেল – সংগীত শিল্পী।
চাঁদপুর সরকারি কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনই। Registration Form.
info : মো. মেহেদি হাসান শুভ