কলেজ রিভিউ – বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা
বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলার বেতন, ভর্তি ফি আবেদন যোগ্যতাসহ বিস্তারিত তথ্য
বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, বাংলাদেশ বিমান বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নেতৃত্বে পরিচালিত ছয়টি শাহীন কলেজের মধ্যে অন্যতম একটি কলেজ। বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত সদস্যবৃন্দ ও এলাকার জনগণের সন্তানদের সুশিক্ষার জন্য বাংলাদেশ বিমান বাহিনী ১৯৭২ সালে ‘এয়ারফোর্স স্কুল’ নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে এটির নামকরণ করা হয় বি এ এফ শাহীন স্কুল। পরবর্তীতে ১৯৮২ সালে এটিকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয় এবং পুনঃনামকরণ করা হয় বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা।
বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা সুনির্মল প্রকৃতির অকৃত্রিম স্নেহছায়ায় অনাবিল মনোরম পরিবেশে অবস্থিত এক আদর্শ অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। নগরীর কোলাহল থেকে দূরে ধুলি, ধোঁয়া ও শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে সম্পুর্ন মুক্ত এই কলেজ যা ঢাকা শহরের অন্য কোথাও দুর্লভ।
কলেজ এর সার্বিক কর্মকান্ড সুশৃঙ্খলভাবে মনিটরিং করার জন্যে এবং ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে কলেজ গেইটে মেটাল ডিটেক্টর সিকিউরিটি নিশ্চিত করা হয়েছে। কলেজ এর সম্পুর্ন ক্যাম্পাস ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে, যা কেন্দ্রীয় ভাবে কলেজ অধ্যক্ষ মহোদয়ের কক্ষ থেকে নিরীক্ষণ করা হয়। এছাড়াও কলেজের প্রতিটি ক্লাসরুম ডিজিটাল সাউন্ড সিস্টেম এর আওতায় রয়েছে। এছাড়া প্রতিদিন শিক্ষার্থীদের এটেন্ডেন্স নিউজ অভিভাবক দের মোবাইলে মেসেজ করে দেয়া হয়। অনুপস্থিত থাকলে তা অভিভাবক এর কাছে মেসেজ এর মাধ্যমে জানানো হয়ে থাকে।
কলেজে প্রতি মাসেই ক্লাস টেস্ট এর ব্যবস্থা রয়েছে। এসব ক্লাস টেস্ট এর ফলাফলা প্রতি অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফলাফলের সাথে গড় করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে উক্ত ক্লাস টেস্ট গুলোতে গুরুত্ব দিয়ে ভালো ফলাফল করা অত্যন্ত জরুরি।
অবকাঠামো
- স্কুল ভবন
- কলেজ ভবন
- ইংরেজি মাধ্যম স্কুল ভবন
- খেলার মাঠ
- ক্যান্টিন
- শহীদ মিনার
- গ্রন্থাগার
- কমনরুম
- ৫ টি ক্লাব
সহশিক্ষা কার্যক্রমে কুর্মিটোলা শাহীন কলেজের রয়েছে উল্লেখযোগ্য অবদান। আন্তঃশাহীন এর বিভিন্ন প্রতিযোগিতায় প্রতি বছর গৌরবজ্জ্বল সফলতা অর্জন করেছে। এই বছর আন্তঃশাহীন বিতর্কে চ্যাম্পিয়ন, কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার অনন্য রেকর্ড অর্জন করে।
কলেজ এর কিছু নিয়ম-কানুন
যেহেতু এটি বিমান বাহিনী কতৃক পরিচালিত এবং কলেজটি একটি সংরক্ষিত (বিমান বাহিনী ঘাটি বঙ্গবন্ধু) এলাকায় অবস্থিত তাই কলেজ এর আশেপাশে এবং কলেজে উপস্থিত কালীন সময়ে কড়া নিয়ম এর মধ্যে থাকতে হয়।
-
যেমন – সপ্তাহে তিন দিন এসেম্বলিতে উপস্থিত থাকতে হয়, এসেম্বলির নির্ধারিত সময়ের মধ্যে কলেজে উপস্থিত না হতে পারলে পরবর্তীতে মাঠে দাঁড়িয়ে রাখা হয় স্বাভাবিক ভাবেই। নির্ধারিতভাবে এসেম্বলির মধ্যে একদিন ছাত্র দের চুল, ড্রেস, জুতা এবং মেয়েদের স্কার্ফ, চুলের দুই বেনী ইত্যাদি ঠিক আছে কিনা তা চেক করা হয়।
পোশাক
ছেলে:
- আকাশী নীল রঙের শার্ট
- খাকি প্যান্ট
- কালো বেল্ট
- জুতা – সাদা
- মোজা – সাদা
- এপ্রোন – সাদা
মেয়ে:
- আকাশী নীল ফ্রক
- সাদা সেলোয়ার
- আকাশী নীল রঙের হিজাব (বাধ্যতামূলক না)
- জুতা -সাদা
- মোজা – সাদা
- এপ্রোন -সাদা
আবেদন যোগ্যতা
- বিজ্ঞান বিভাগ (বাংলা ভার্সন) – GPA 5
- বিজ্ঞান বিভাগ (ইংরেজি ভার্সন) – GPA 5
- ব্যবসায় শিক্ষা বিভাগ (বাংলা ভার্সন) – GPA 4.25
- মানবিক বিভাগ (বাংলা ভার্সন) – GPA 3.50
Official Website: www.bafsd.edu.bd
EIIN: 107859
বেতন ও ভর্তি ফি
- ভর্তি ফি প্রায় ৫০০০ টাকা
- বেতন ২১৮০ টাকা
- সেশন ফি প্রায় ৩০০০ টাকা
(বিঃদ্রঃ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বেতন নেই এবং কোটাভুক্তদের বেতন প্রায় অর্ধেক)
অবস্থান
ঢাকা ক্যান্টনমেন্টের বিমান বন্দর সংলগ্ন কুর্মিটোলায়
ম্যাপে অবস্থান দেখতে ক্লিক করুন
বিগত সালের ফলাফল
Year | Appeared | Passed | Pass Rate | GPA-5 |
2021 | – | – | – | – |
2020 | 610 | 610 | 100.0 | 384 |
2019 | 525 | 525 | 100.00 | 164 |
2018 | 389 | 387 | 99.49 | 23 |
2017 | 408 | 405 | 99.26 | 106 |
যাতায়াত ব্যবস্থা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব বাস রয়েছে। যার ফলে শিক্ষার্থীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খুব সহজেই কলেজে যাতায়াত করতে পারে। বর্তমানে প্রায় 500 জন শিক্ষার্থী কলেজ পরিবহন ব্যবহার করছে। বর্তমানে চারটি রুটে বাস চলাচল করে। যথাঃ টঙ্গী – আব্দুল্লাহপুর, মিরপুর, বাড্ডা, রামপুরা। শিক্ষার্থীদের চাহিদার উপর নির্ভর করে শহরের বিভিন্ন রুটে বাস সার্ভিস প্রদান করা হয়।
ইতিবাচক দিক
- প্রতি বিষয় এর জন্যে মান-সম্পন্ন ও যোগ্যতা সম্পন্ন শিক্ষকবৃন্দ দ্বারা ক্লাসে পাঠ পরিচালনা করা হয়।
- শিক্ষকদের বন্ধুসুলভ আচরণ।
- যথাযথ নিয়ম শৃঙখলার মাধ্যমে পাঠদান।
- রাজনীতি মুক্ত ক্যাম্পাস ও কোনো প্রকার র্যাগিং নেই।
- মাল্টিমিডিয়ার ক্লাসরুম এবং ডিজিটাল সাউন্ড সিস্টেম
- ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্যে নির্দিষ্ট রুটে কলেজ বাসের ব্যাবস্থা রয়েছে।
বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনই , Registration Form.
One Comment