fbpx

কলেজ রিভিউ – আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি কলেজ। কলেজটির যাত্রা শুরু ১৯৬০ সালের ১৬ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠানটি সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং শিল্পপতি প্রয়াত গুল মোহাম্মাদ আদমজীর অর্থায়নে ইংল্যান্ডের আদি পাবলিক স্কুল “ইটন” ও “হ্যারো”-র আদর্শে প্রতিষ্ঠিত।  বর্তমানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এ উচ্চমাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ে শিক্ষার পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স চালু রয়েছে।

Read this Review in English. Click Here

 

ফ্যাসিলিটিস

  • একটা বিল্ডিং এ লিফট আছে,অন্যগুলোতে নেই
  • ক্লাসছাড়া প্রায় সবগুলোরুমেই এসি আছে
  • মাল্টিমিডিয়া ক্লাস
  • ল্যাবগুলোতে যথেষ্ট পরিমাণ জিনিশপত্র
  • কম্পিউটার ল্যাবে ১০০+ কম্পিউটার
  • গার্লস কমনরুম & বয়েস কমনরুম
  • সব করিডরে ঠান্ডা পানির ব্যবস্থা
  • ২ তলাবিশিষ্ট একটা লাইব্রেরি আছে
  • প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে,সেখানে সব সময়ই ডাক্তার বসেন। সপ্তাহে একজন সাইকোলজিস্ট আসেন কলেজে,শিক্ষার্থীদের প্রব্লেম থাকলে সলভ করার জন্য।

 

পরিবেশ

ক্যান্টনমেন্ট এরিয়া এমনেই সুন্দর,তারমধ্যে আদমজী যেনো আরো সুন্দর।সবজায়গায়ই মাথার উপর ছায়া,ঠান্ডা শীতল একটা পরিবেশ। একটা সুন্দর মসজিদ, একটা ক্যান্টিন।একটা বাস্কেটবল গ্রাউন্ড, একটা ইয়া বড় খেলার মাঠ।

 

ডিসিপ্লিন

আর্মিরা ডিসিপ্লিনে ফেমাস! এটা আর্মিরাই চালাচ্ছে, সবথেকে বেশি প্রায়োরিটি এরা ডিসিপ্লিনেই দেয়।আপনাকে সোজা থাকতে বাধ্য করা হয় এখানে। পুরো কলেজে সিসি ক্যামেরা,প্রত্যেক করিডরে, প্রত্যেকটা জায়গায় একচুয়ালি,গ্রাউন্ড,বাগান সবজায়গায়।অর্থাৎ আপনি সবসময় তাদের নজরদারিতেই আছেন। কলেজে ঢুকতেই সামনের গেটে দুইটা মেটাল ডিটেক্টর,পিছনের গেটে একটা। আছে বিভিন্ন ধরনের জরিমানা।

 

রেজাল্ট

আদমজী লাস্ট এইচএসসিতে দেশের মধ্যে দ্বিতীয়,তার আগেরটাতে প্রথম!এছাড়া প্রত্যেক বছর সেরা ৫ এ থাকে !

 

টিচার্স

কোয়ালিটি মেইন্টেইন করছে কর্তৃপক্ষ এক্ষেত্রে। আদমজীর টিচাররা যথেষ্ট ফ্রি তাদের স্টুডেন্টদের সাথে! আদমজীর স্টুডেন্টরা তাদের টিচারদের লেখা বই ই পড়ে থাকে।সব সাবজেক্টেই এখানের টিচারদের লেখা মানসম্পন্ন বই আছে। টিচারদের চাইলেই ফেসবুকে এ্যাড করে নিতে পারো,কথা বলতে পারো,প্রব্লেম শেয়ার করতে পারো,এমনি ফ্রি উনারা।

 

এক্সট্রা কারিকুলার একটিভিটিস

২০/২৫ টা ক্লাব আছে আদমজীতে। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • একো আমাইকা ক্লাব
  • এক্সপ্লোরারস ক্লাব
  • ফোটোগ্রাফি ক্লাব
  • বিএনসিসি
  • আর্ট ক্লাব
  • কালচারাল ক্লাব
  • স্পোর্টস ক্লাব
  • ল্যাংগুয়েজ ক্লাব
  • বিজনেস ক্লাব
  • তায়কোয়ান্দো ক্লাব
  • এমইউএন ক্লাব

 

কলেজ টাইম

৭.৩০ থেকে ১.১৫ পর্যন্ত ক্লাস হয়।শীতকালে ৭.৪৫ থেকে ১.৩০ পর্যন্ত।এরপর কোচিং শুরু।

 

ভার্শন

এখানে দুইটা ভার্শন আছে সাইন্সে,

  • ইংলিশ ভার্শনের ৪ টা সেকশন,s-1,s-2,s-3,s-14।
  • বাংলা ভার্শনের ১০ টা।

 

কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস

  • এখানে ফেইল করলে অঙ্গীকারনামায় সাইন করতে হয় প্যারেন্টস দের,যেসব বিষয়ে ফেইল করেছে সেসব বিষয়ে একজন করে টিচারের দায়িত্ব নিতে হয় তার হয়ে।জরিমানা দিতে হয় পার সাবজেক্ট ১০০০ টাকা।অনেক ফর্মালিটিস।
  • বার্ষিকে একের বেশি সাবজেক্টে ফেইল করলে বের করে দেয়।
  • খারাপ করলে যেমন প্যারা,ভালো করলে ততোই সম্মান।টপ করতে পারলে ১০ হাজার টাকা ও প্রিন্সিপ্যালস এ্যাওয়ার্ড। শীর্ষ ২০ জন টাকা পেয়ে থাকে।এদের প্যারেন্টসদের নিয়ে হয় প্রিন্সিপ্যালস ডিনার।
  • স্টুডেন্ট অফ দি ইয়ার নির্বাচন করা হয়।কলেজে ঢুকতেই Student of the year এর লিস্ট চোখে পড়ে।
  • ৪০ % এ পাশ এখানে।
  • ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে ধরে এনে পাকিস্তানিরা এখানে রাখছিলো,রুমটা এখন ইকোনোমিকস ডিপার্টমেন্ট মেবি।
  • যুদ্ধের সময় এটা হানাদারদের বাংলাদেশে গড়া সবথেকে বড় ক্যাম্পগুলোর একটা ছিলো।
  • আদমজী মেইনলি ইংল্যান্ডের ইটন ও হ্যারোর আদলে তৈরি।
  • আদমজীতে উৎসব লেগেই থাকে,প্রতি সপ্তাহে অন্তত একদিন এসেও দেখবেন কলেজ সেজে টেজে একাকার।
  • খুব সকালে কলেজে এলে কানে রবীন্দ্র সংগীত বাজবে।
  • শুধু এই কলেজেই প্রিফেক্টদের/ক্যাপ্টেনদের এতো পাওয়ার দেয়া হয়,কোনো কোনো ক্ষেত্রে টিচারদের থেকেও বেশি।
  • কোনো একটা অনুষ্ঠান আসলেই ক্লাব মেম্বার আর কলেজ কতৃপক্ষ যেনো মরিয়া হয়ে যায় কলেজ সাজাতে

 

বেতন

  • কোটাছাড়া ২৫৫০ টাকার মতো।
  • কোটা থাকলে ১১২৫ টাকা।

 

Website: https://acc.edu.bd/

 

ভর্তি ফি

  • দুই কিস্তিতে ১৮ হাজার থেকে ২০ হাজার ।
  • পরীক্ষার ফি ৮০০/১০০০ ধরা হয়।

 

ভর্তি যোগ্যতা

  • সাইন্সে জিপিএ-৫ তো অবশ্যই  লাগবে। এখানে ঢুকতে মার্ক গতবছর ১১৮০+ লাগছে,কোটা ছাড়া!এবার একটু বেশিও লাগতে পারে
  • আর্টসে জিপিএ ৪
  • কমার্সে ৪.৫০
  • যাদের মুক্তিযোদ্ধা কোটা কিংবা সামরিক বাহিনী কোটা আছে তাদের জন্য চান্স পাওয়া ইজি

 

Read this Review in English. Click Here

 

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

>Top College List of Dhaka<


info: Ishtiak Bin Nasir

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!