নটরডেম কলেজ – ভর্তি পরীক্ষার মানবন্টন
নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার মানবন্টন নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। বলে রাখা ভাল, নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন শিক্ষার্থীরা সাথে আনতে পারে না; পরীক্ষার পর কলেজেই জমা দিতে হয়। বিগত সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রাক্তন ও বর্তমান নটরডেমিয়ানদের অভিজ্ঞতার আলোকে বিগত ২ বছরের প্রশ্নের মানবন্টন দেওয়া হল।
বিঃদ্রঃ বিভিন্ন সেটে বিষয়ভিত্তিক প্রশ্নের সংখ্যা আলাদা হয়।
নটরডেম ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন (বিজ্ঞান) | ||||
---|---|---|---|---|
বিভাগ | বিষয় | নাম্বার | ||
২০১৯ | ২০২০ | |||
বিজ্ঞান | পদার্থ বিজ্ঞান | ৫-১০ | ৫-৮ | |
রসায়ন বিজ্ঞান | ৫-১০ | ৩-১০ | ||
গণিত | ৫-১০ | ৫-১২ | ||
ইংরেজি | ৫-১০ | ৩-১৫ | ||
বাংলা | ৫-১০ | ৮-১৭ | ||
ICT | ৫-১০ | ৫-১২ | ||
জীববিজ্ঞান | ২-৫ | ২-৫ | ||
মোট | ৬০ | ৬০ |
নটরডেম ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন (ব্যবসায় শিক্ষা) | ||||
---|---|---|---|---|
বিভাগ | বিষয় | নাম্বার | ||
২০১৯ | ২০২০ | |||
ব্যবসায় শিক্ষা | হিসাব বিজ্ঞান | ৫-২০ | ৫-২২ | |
ফিন্যান্স | ৪-১০ | ৪-১০ | ||
ব্যবসা উদ্যোগ | ৩-৬ | ৫-১২ | ||
ইংরেজি | ৫-১০ | ৫-১২ | ||
বাংলা | ৪-৮ | ৪-৮ | ||
ICT | ৩-৭ | ৩-৭ | ||
সাধারণ জ্ঞান | ২-৪ | ২-৪ | ||
মোট | ৬০ | ৬০ |
Quick Links
- নটরডেম কলেজের ভর্তি ফি ও মাসিক বেতন
- কলেজ রিভিউ – নটরডেম কলেজ, ঢাকা
- নটরডেম কলেজের নমুনা ভর্তি প্রশ্ন
Spread the love
2 Comments