ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু ১৯ ফেব্রুয়ারী
২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড , ঢাকা কর্তৃক ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি এর জন্য চুড়ান্ত মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের নিম্নোক্ত ভর্তি পদ্ধতিতে ভর্তি কার্যক্রম আগামী ১৯/০২/২০২২ (শনিবার) তারিখ হতে ২৪/০২/২০২২ (বৃহষ্পতিবার) তারিখ পর্যন্ত অনলাইনে সম্পন্ন হবে।
ভর্তি ফি
- বিজ্ঞান ৩৭৯৬ টাকা
- মানবিক ৩৬৯৬ টাকা
- ব্যবসায় শিক্ষা ৩৬৯৬ টাকা
প্রয়োজনীয় কাগজপত্র
- অনলাইন জন্মনিবন্ধন সার্টিফিকেট
- এস এস সি প্রবেশপত্র
- রেজিস্ট্রেশন কার্ড
- পিতা মাতার জাতীয় পরিচয়পত্র
- কোভিড ১৯ টিকা গ্রহণের সনদ
- ছবি
ভর্তি প্রক্রিয়া
- ঢাকা কলেজ ভর্তির ওয়েবসাইট https://dhakacollege.eshiksabd.com/ এ গিয়ে নিম্নোক্ত User Name এবং Password দিয়ে Login ক্লিক করতে হবে
-
- User Name: dcstudent
- Password: dcstudent
-
- Sign in করা পেইজে Admission বাটন ক্লিক করলে Click for New Admission বাটন আসবে
- Click for New Admission বাটনে ক্লিক করতে হবে।
- Select Department এবং Enter SSC Roll(6 Digit) ঘর দুটি পুরন করে Check for Admission বাটনে ক্লিক করলে ভর্তি ফরম ওপেন হবে
- ভর্তি ফরমে চাহিত তথ্যাদি প্রদান করতে হবে।
- গুচ্ছ থেকে Elective Subject এবং 4th Subject নির্বাচন করে Add Subject এ ক্লিক করতে হবে।
- ৭ টি বিষয় নির্বাচন করা সম্পন্ন হলে Save বাটন ক্লিক করলে টাকার পরিমানসহ ভর্তি ফরম আসবে।
- ভর্তি ফরমে অবশ্যই ( সাদা শার্ট পরিহিত অবস্থায় এবং মাথার চুল ছোট করে কেটে) সদ্য তলা পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করতে হবে।
ভর্তি ফি প্রদান
এস এস সি রোল দিয়ে নগদ/বিকাশ/ রকেটে ভর্তি ফি প্রদান করতে হবে। নগদ/বিকাশ/ রকেটে ভর্তি ফি প্রদানের নিয়মাবলী কলেজ ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি ফি প্রদানের প্রদানের পর অভিবাবকের মোবাইলে এসএমএস এর মাধ্যমে ১৩ ডিজিটের ক্লাস রোল প্রদান করা হবে এবং ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
কোটা
কোটা সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরা ১৯/০২/২০২২ তারিখে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে ফরম ডাউনলোডের অনুমতি নিতে হবে।
বায়োমেট্রিক রেজিস্ট্রেশন
স্বাস্থবিধি মেনে শ্রেণীরোল অনুসারে ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজের আইসিটি বিভাগে উপস্থিত হয়ে Finger Print / Face এর মাধ্যমে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, পরবর্তীতে এই Fingerprint / Face এর মাধ্যমে ছাত্র হাজিরা গ্রহণ করা হবে। বায়োমেট্রিক রেজিস্ট্রেশন এর সময় সূচী নিম্নরুপঃ
ঢাকা কলেজের রিভিউ দেখতে ক্লিক করুন