fbpx

ঢাবির কিটে ৪০মিনিটেই শনাক্ত হবে করোনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে (ল্যাবে) আরটি-ল্যাম্প টেস্ট কিট ব্যবহার করে মাত্র ৪০ মিনিটেই করোনাভাইরাস (সার্স কোভ-২) শনাক্ত করা হয়েছে বলে দাবী করা হয়েছে ৷ DU কর্তৃপক্ষ মনে করছে, এই পদ্ধতি ব্যবহার করে আরও দ্রুততার সাথে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা যাবে৷
আজ ৭জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি সহযোগে এসব তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে একদল গবেষকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরটি-ল্যাম্প টেস্ট কিটের (র‌্যাপিড কলোরাইমট্রিক টেস্ট) মাধ্যমে করোনাভাইরাস (সার্স কোভ-২ আরএনএ ভাইরাস) সফলভাবে শনাক্ত হয়েছে৷ শনাক্তকরণ প্রক্রিয়াটি একটি সাধারণ ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০-৪০ মিনিটে সম্পন্ন করা সম্ভব হয়েছে৷ পরীক্ষায় ভাইরাসটির পজিটিভ ফলাফল হলুদ এবং নেগেটিভ ফলাফলের ক্ষেত্রে গোলাপি রঙ প্রদর্শন করবে বলে জানানো হয়েছে।
বি আরটি-ল্যাম্প টেস্ট কিটটি American Biological Molecular Reagent এবং কিট উৎপাদনকারী প্রতিষ্ঠান New England BioLabs দ্বারা উৎপাদিত এবং বাংলাদশের ‘Biotech Concern’ এর একমাত্র পরিবেশক বলেও জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।৷
ঢাকা বিশ্ববিদ্যালয় Biochemistry & Molecular Biology বিভাগ এবং ‘Biotech Concern’ ইতিমধ্যে যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) এই পরীক্ষার কার্যকারিতা পরীক্ষার জন্য আবেদন করেছে৷ পরে Drug Administration এর অনুমতির জন্য আবেদন করা হবে৷

তথ্যসূত্র : ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি এবং প্রথম আলো

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!