fbpx

এক নজরে চাঁদপুর-Chandpur

ইলিশের রাজধানী, ইলিশের বাড়ি, চাঁদপুর জেলা

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর জেলা ইতিহাস ও ঐতিহ্যে প্রসিদ্ধ। ৬৪জেলার মাঝে চাঁদপুর জেলা অন্যতম একটি জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ২০২০ সালে চাঁদপুর জেলাকে ‘এ’ শ্রেনীভুক্ত জেলা হিসেবে ঘোষণা করে সরকার।২০১৭ সালে বাংলাদেশের প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুরকে স্বীকৃতি দেয়। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ‘ইলিশের বাড়ি’ নামে ডাকা হয়। এই জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।এই পোস্টে এক নজরে চাঁদপুর জেলাকে তুলে ধরার চেষ্টা করবো।

প্রতিষ্ঠাকালঃ

১৮৭৮ সালে ত্রিপুরা জেলা (পরবর্তীতে যা কুমিল্লা নামে পরিচিত) যে তিনটি মহকুমা নিয়ে গঠিত হয়, তার মধ্যে চাঁদপুর অন্যতম। ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় উন্নীত হয়।

নামকরণঃ

বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর।

অন্যমতে, চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তার নামানুসারে নাম হয়েছে চাঁদপুর।

আয়তনঃ

১,৭০৪.০৬ বর্গকিমি (৬৫৭.৯৪ বর্গমাইল)

জনসংখ্যাঃ

Total: 26,00,263

Male: 13,54,732

Female: 1245531

আদিবাসীর সংখ্যাঃ 

Tripura

Total population: 3,272

Male: 1504

Female: 1723

ভোটারঃ

Total: 14,11,606

Male: 7,36,937,

Female: 6,74,669

প্রশাসনিক এলাকাসমূহঃ

চাঁদপুর জেলা ৮টি উপজেলা, ৮টি থানা, ৮টি পৌরসভা, ৮৮টি ইউনিয়ন, ১০৪১টি মৌজা, ১৩৬৫টি গ্রাম ও ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

 

উপজেলাসমূহঃ

চাঁদপুর জেলায় মোট ৮টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল:

ক্রম নং উপজেলা আয়তন
(বর্গ কিলোমিটারে)
প্রশাসনিক থানা আওতাধীন এলাকাসমূহ
০১ কচুয়া ২৩৫.৮১ কচুয়া পৌরসভা (১টি): কচুয়া
ইউনিয়ন (১২টি): সাচার, পাথৈর, বিতারা, পালাখাল, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর, কচুয়া দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ এবং আশরাফপুর
০২ চাঁদপুর সদর ৩০৮.৭৮ চাঁদপুর সদর পৌরসভা (১টি): চাঁদপুর
ইউনিয়ন (১৪টি): বিষ্ণুপুর, আশিকাটি, কল্যাণপুর, শাহ মাহমুদপুর, রামপুর, মৈশাদী, তরপুরচণ্ডী, বাগাদী, বালিয়া, লক্ষ্মীপুর, ইব্রাহিমপুর, চান্দ্রা, হানারচর এবং রাজরাজেশ্বর
০৩ ফরিদগঞ্জ ২৩১.৫৬ ফরিদগঞ্জ পৌরসভা (১টি): ফরিদগঞ্জ
ইউনিয়ন (১৫টি): বালিথুবা পশ্চিম, বালিথুবা পূর্ব, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব, গুপ্টি পশ্চিম, পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ, গোবিন্দপুর উত্তর, গোবিন্দপুর দক্ষিণ, চর দুঃখিয়া পূর্ব, চর দুঃখিয়া পশ্চিম, ফরিদগঞ্জ দক্ষিণ, রূপসা উত্তর এবং রূপসা দক্ষিণ
০৪ মতলব উত্তর ২৭৭.৫৩ মতলব উত্তর পৌরসভা (১টি): ছেংগারচর
ইউনিয়ন (১৪টি): ষাটনল, বাগানবাড়ী, সাদুল্লাপুর, দুর্গাপুর, কলাকান্দা, মোহনপুর, এখলাছপুর, জহিরাবাদ, ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম, ফরাজিকান্দি, ইসলামাবাদ, সুলতানাবাদ এবং গজরা
০৫ মতলব দক্ষিণ ১৩১.৬৯ মতলব দক্ষিণ পৌরসভা (২টি): মতলব এবং নারায়ণপুর
ইউনিয়ন (৫টি): নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, খাদেরগাঁও, উপাদী উত্তর এবং উপাদী দক্ষিণ
০৬ শাহরাস্তি ১৫৪.৮৩ শাহরাস্তি পৌরসভা (১টি): শাহরাস্তি
ইউনিয়ন (১০টি): টামটা উত্তর, টামটা দক্ষিণ, মেহের উত্তর, মেহের দক্ষিণ, রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, সূচীপাড়া উত্তর, সূচীপাড়া দক্ষিণ, চিতোষী পূর্ব এবং চিতোষী পশ্চিম
০৭ হাইমচর ১৭৪.৪৯ হাইমচর ইউনিয়ন (৬টি): গাজীপুর, আলগী দুর্গাপুর উত্তর, আলগী দুর্গাপুর দক্ষিণ, নীলকমল, হাইমচর এবং চর ভৈরবী
০৮ হাজীগঞ্জ ১৮৯.৯০ হাজীগঞ্জ পৌরসভা (১টি): হাজীগঞ্জ
ইউনিয়ন (১১টি): রাজারগাঁও উত্তর, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, হাটিলা পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ, হাটিলা পশ্চিম এবং দ্বাদশ গ্রাম

উল্লেখ্য চাঁদপুর জেলায় ৬টি আদর্শ গ্রাম রয়েছে।

সংসদীয় আসনঃ

সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা সংসদ সদস্য রাজনৈতিক দল
২৬০ চাঁদপুর-১ কচুয়া উপজেলা মহিউদ্দীন খান আলমগীর বাংলাদেশ আওয়ামী লীগ
২৬১ চাঁদপুর-২ মতলব দক্ষিণ উপজেলা এবং মতলব উত্তর উপজেলা নূরুল আমিন রুহুল বাংলাদেশ আওয়ামী লীগ
২৬২ চাঁদপুর-৩ চাঁদপুর সদর উপজেলা এবং হাইমচর উপজেলা দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগ
২৬৩ চাঁদপুর-৪ ফরিদগঞ্জ উপজেলা মুহম্মদ শফিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২৬৪ চাঁদপুর-৫ হাজীগঞ্জ উপজেলা এবং শাহরাস্তি উপজেলা রফিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ

এক নজরে চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানঃ

বর্তমানে সাক্ষরতার হার ৬৯.৮০%।  এ জেলায় রয়েছে:

  • বিশ্ববিদ্যালয় : ১টি(প্রস্তাবিত)
  • মেডিকেল কলেজ : ১টি
  • সরকারি কলেজ : ৯টি
  • বেসরকারি কলেজ : ৩৪টি(২৭টি এম.পি. ভুক্ত)
  • স্কুল এন্ড কলেজ : ২৬টি
  • পলিটেকনিক ইন্সটিটিউট : ১টি
  • মেরিন ইনস্টিটিউট : ১টি
  • মৎস্য গবেষণা ইনস্টিটিউট : ১টি
  • টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ : ৩টি
  • মাধ্যমিক বিদ্যালয় : ২৪৯টি
  • প্রাথমিক বিদ্যালয় : ১১২০টি
  • মাদ্রাসা : ১২৫৭টি
  • শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট : ১টি
  • নার্সিং ইনস্টিটিউট : ২টি
  • আইন(ল’) কলেজ : ১টি
  • হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ : ১টি
  • ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ : ১টি

নদীঃ

চাঁদপুর জেলা নদীর জেলা হিসেবে পরিচিত। এখানে জালের মতো বিস্তৃত আছে অনেক নদী। এ জেলার প্রধান ৪টি নদী হল মেঘনা, পদ্মা, ডাকাতিয়া ও ধনাগোদা নদী।

যোগাযোগ ব্যবস্থাঃ

চাঁদপুর জেলায় যোগাযোগের প্রধান সড়ক হল ঢাকা-চাঁদপুর মহাসড়ক এবং চট্টগ্রাম-চাঁদপুর মহাসড়ক। শুধুমাত্র চাঁদপুর জেলার জন্য আলাদা একটি রেলপথ রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন চাঁদপুর-চট্টগ্রাম এবং চাঁদপুর-কুমিল্লার আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শহর থেকে নৌপথে যোগাযোগের জন্যে রয়েছে চাঁদপুর নদী বন্দর।

বিভিন্ন যোগাযোগ মাধ্যমের রূটের বিস্তারিতঃ

  • concrete road; 285 km
  • Soil road;2,360 km
  • Railway;41 km
  • Naval route;203 km

 

হাট-বাজারঃ

ছোট-বড় সবমিলিয়ে চাঁদপুর জেলায় ২১২টি হাট-বাজার রয়েছে।

এক নজরে চাঁদপুর জেলার স্বাস্থ্য ও চিকিৎসাঃ

চাঁদপুর জেলায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবার জন্য রয়েছে:

  • জেনারেল হাসপাতাল : ১টি (২৫০ শয্যাবিশিষ্ট)
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৮টি
  • আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র -আইসিডিডিআর,বি : ১টি (icddrb – বাংলাদেশের একমাত্র উদরাময় গবেষণা কেন্দ্র)
  • মাতৃমঙ্গল কেন্দ্র : ৩টি
  • চক্ষু হাসপাতাল : ৪টি
  • বক্ষব্যাধী হাসপাতাল : ১টি
  • ডায়বেটিক হাসপাতাল : ১টি
  • রেডক্রিসেন্ট হাসপাতাল : ১টি
  • রেলওয়ে হাসপাতাল : ১টি
  • বেসরকারি হাসপাতাল : ৭৩টি
  • বেসরকারি ডেন্টাল ক্লিনিক : ৭টি
  • ডায়গনস্টিক সেন্টার : ১০৭টি(Registered-92, Unregistered -15)

পত্র-পত্রিকাঃ

  • দৈনিক: ১৫টি; চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর দর্পণ, চাঁদপুর জমিন, চাঁদপুর প্রবাহ, চাঁদপুর বার্তা, চাঁদপুর প্রতিদিন, চাঁদপুর সংবাদ, চাঁদপুর দিগন্ত, আলোকিত চাঁদপুর, চাঁদপুর খবর, মেঘনা বার্তা, ইলশেপাড়, মতলবের আলো, সুদীপ্ত চাঁদপুর, শাহরাস্তি বার্তা।
  • সাপ্তাহিক: ১৩টি; দিবাচিত্র, রূপালী চিত্র, রূপসী চাঁদপুর, হাজীগঞ্জ, দিবাকণ্ঠ, মানব সমাজ, আমাদের অঙ্গীকার, চাঁদপুর কাগজ, মতলব কণ্ঠ, নতুনের ডাক, চাঁদপুর সকাল, লাল সবুজের মেলা, শাহরাস্তি।
  • পাক্ষিক: ২টি; কচুয়া কণ্ঠ, কচুয়া বার্তা।
  • মাসিক: ৩টি; ফরিদগঞ্জ বার্তা, পল্লী কাহিনী, হেরার পয়গাম।
  • অনলাইন পত্রিকা: বর্তমানে অসংখ্য অনলাইন পত্রিকা আছে।

এক নজরে চাঁদপুর জেলার দর্শনীয় স্থানঃ

এই জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে।প্রতিদিন কম বেশ একটা সংখ্যক মানুষ ডে ট্যূর বা থাকার জন্য চাঁদপুরে আসে। এক নজরে দেখে নেয়া যাক চাঁদপুরের উল্ল্যেখযোগ্য দর্শনীয় স্থান-

বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র, বড়স্টেশন মোলহেড বা তিন নদীর মোহনা (চাঁদপুর সদর) মোহনপুর পর্যটন লিমিটেড
টরকী বকুল তলা
ষাটনল পর্যটন কেন্দ্র
মিনি কক্সবাজার, চাঁদপুর হাজীগঞ্জ বড় মসজিদ (৬ষ্ঠ বৃহত্তম) হযরত শাহরাস্তি (রহ.) এর মাজার ধানুয়া মিনি হাওর (ধানুয়া-গাজীপুর ব্রিজ)
  • লোহাগড় মঠ
  • লোহাগড় জমিদার বাড়ি
  • রূপসা জমিদার বাড়ি
  • শোল্লা জমিদার বাড়ি

 

  • বলাখাল জমিদার বাড়ি
  • বড়কুল জমিদার বাড়ি
  • বোয়ালিয়া জমিদার বাড়ি
  • কড়ৈতলী জমিদার বাড়ি
  • লুধুয়া জমিদার বাড়ি
  • গজরা জমিদার বাড়ি
  • হামিদ মিয়া জমিদার বাড়ি
  • চৌধুরী বাড়ি
  • সাহাপুর রাজবাড়ি
  • অঙ্গীকার
  • রক্তধারা
  • ইলিশ চত্বর
  • শপথ চত্বর
  • শহীদ রাজু ভাস্কর্য
  • ওনুয়া স্মৃতি ভাস্কর্য
  • দীপ্ত বাংলা
  • বখতিয়ার খান মসজিদ
  • আলমগীরী মসজিদ
  • শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজ
  • চাঁদপুর বন্দর
  • তুলাতুলী মঠ
  • নাওড়া মঠ
  • মঠখোলার মঠ
  • যাত্রা মুনির মঠ
  • সত্যরাম মজুমদারের মঠ
পর্তুগীজ দুর্গ, সাহেবগঞ্জ
  • ফাইভ স্টার পার্ক
  • জজ নগর (Judge Nagar) শামীমা রাতুল শিশু পার্ক ও মিনি জো (পৌর পার্ক)।
  • বোটানিকাল গার্ডেন
  • মত্‍স্য জাদুঘর
  • শিশু পার্ক
  • গুরুর চর
  • সোলেমান শাহ-এর মাজার
  • কালীবাড়ী মন্দির
  • মনসা মুড়া
  • মেঘনা নদীর তীর
  • রাগৈ মুঘল আমলের ৩ গম্বুজ মসজিদ
  • শাহ সুজা মসজিদ
  • রামচন্দ্রপুর বড় পাটওয়ারী বাড়ী (ডাকাতিয়া নদী সংলগ্ন)
  • সাচার রথ

চাঁদপুর জেলার সব উপজেলার পোস্টাল কোডঃ

চাঁদপুর সদর থানার পোস্টকোড:

চাঁদপুর সদর – ৩৬০০

পুরানবাজারের – ৩৬০১

বাবুরহাট – ৩৬০২

সাহাতালি – ৩৬০৩

হাজীগঞ্জ থানার পোস্টকোড:

হাজীগঞ্জ – ৩৬১০

বলাখাল – ৩৬১১

শাহরাস্তি থানার পোস্টকোড:

শাহরাস্তি – ৩৬২০

খিলাবাজার – ৩৬২১

পশ্চিম খেরিহার – ৩৬২২

ছোটোশি – ৩৬২৩

ইসলামিয়া মাদ্রাসা – ৩৬২৪

কচুয়া থানার পোস্টকোড:

কচুয়া – ৩৬৩০

পাক শ্রীরামপুর – ৩৬৩১

রহিমা নগর – ৩৬৩২

সাচার – ৩৬৩৩

মতলব থানার পোস্টকোড:

মতলব – ৩৬৪০

মোহনপুর – ৩৬৪১

কালিপুর – ৩৬৪২

ফরিদগঞ্জ থানার পোস্টকোড:

ফরিদগঞ্জ – ৩৬৫০

চান্দ্রা – ৩৬৫১

রূপসা – ৩৬৫২

গৃদকালিন্দিয়া – ৩৬৫৩

রামপুরবাজার – ৩৬৫৪

ইসলামপুর শাহ ইসাইন – ৩৬৫৫

হাইমচর থানার পোস্টকোড:

হাইমচর – ৩৬৬০

গান্ধামারা – ৩৬৬১

 

তথ্যসূত্রঃ 

 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!