MIST ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত
MIST ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে । MIST ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামি ১৮মার্চ, ২০২৩।
★ আবেদন:
সময়সীমা=19 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ।
আবেদন ফি 1000টাকা(A Unit) এবং 1200টাকা(A+B Unit)
★ আবেদন যোগ্যতা:
SSC তে ন্যূনতম জিপিএ 4.0 (৪র্থ বিষয় ব্যতীত) এবং HSC তে Physics, Chemitry, H.Math, English এই চারটি বিষয়ে মোট জিপিএ ন্যূনতম 17.0 থাকতে হবে।
★ ক্যালকুলেটর:
আছে (নন-প্রোগ্রামেবল যেকোনো ক্যালকুলেটর)
★ সেকেন্ড টাইম:
MIST: আছে (তবে ৫% মার্ক্স কর্তন করা হয়)