fbpx

Faculty of Engineering and Technology Question & Solve (Maritime Admission Test 2020-21)

FET question

The admission test of Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University is conducted in 4 units. The Faculty of Engineering and Technology is one of them. Today’s post will be on the Faculty of Engineering and Technology Question 2020-2021 session. The maritime test is 200 marks. Of these, 100 are Admission Tests, 60 out of 100 are MCQ / Short questions and 40 are Written. First, we will cover the MCQ / Short question part. So let’s get started. Faculty of Engineering and Technology Question is below.

৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:

মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্যের জন্য জয়েন করো Admission Assist গ্রুপে।

 

Faculty of Engineering and Technology
MCQ/Short question

ICT:

 

  1. ডাটাবেসে নতুন রেকর্ড যোগ করতে SQL স্টেটমেন্ট ব্যবহার করা হয়?
    -Insert
  2. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?
    -Knowledge based system
  3. একজন ব্যক্তিকে সনাক্ত করার অনন্য প্রযুক্তি কোনটি?
    -Biometrics
  4. কোনটি Wi-Fi-এর IEEE স্ট্যান্ডার্ড?
    -802.11
  5. রোবটের কম্পিউটারের মাধ্যমে মানুষ বা প্রাণীদের চিন্তা করার ক্ষমতা প্রয়োগ করার পদ্ধতি কী?
    -Trial and Error
  6. উচ্চস্তরের ভাষা অনুবাদের জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা হয়-
    Compiler
  7. HTML এ মন্তব্য লেখার জন্য সঠিক সিনট্যাক্স হলো-
    <!–comment >
  8. কোনটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার নয়?
    -Windows Explorer
  9. কোনটি দ্বিমাত্রিক বিন্যাসের উদাহরণ?
    -Address] [4] [8]
  10. Register ব্যবহৃত হয়-
    i. storing 0 and 1
    ii. Addition 0 or 1
    iii. Data shifting
    উত্তরঃ i & iii
  11. What is flowchart?
    – Visual algorithm
  12. বাইনারি সংখ্যা পদ্ধতিতে রিপনের বয়স (10110)2। দশমিক সংখ্যা পদ্ধতিতে তার বয়সের সমতুল্য-
    – 22

English:

 

  1. The word ‘Lucrative’ means:
    -profit-making
  2. Everybody advised him ____ smoking.
    -to give up
  3. Andy knocked on the door, but nobody answered. ( Which part of speech is but)
    – Conjunction
  4. Select the appropriate option to fill up the blanks.
    We opted ____ a reconciliation ____ the dispute.
    Ans: for, to
  5. The price of a car can run _____ Tk. 10000000.
    -as high as
  6. There is _____ on the roads today.
    – too much traffic
  7. Choose the best option to complete the sentence, ‘The greater the demand,________.
    -The higher the price.
  8. Because of his sudden wealth accumulation. he cast ____ his old friends.
    -off
  9. Which of the following is correct?
    -The streets of Dhaka are wider than those of Chittagong.
  10. Choose the proper option to fill up the blanks.
    I prefer ____ what I like even though it _____ not having much money.
    -doing, means
  11. I have completed my assignment of the month and ___
  12. Which of the following is correct?
    -Very few cricketers in Bangladesh are as popular as Tamim Iqbal.

Mathematics

 

  1. যদি A একটি 3 x 3 ম্যাট্রিক্স এবং |A| = -7 হয় তবে |(2A)-1}| এর মান কত?
    – -1/56
  2. (2x2-1/x2)n এর বিস্তৃতিতে x বর্জিত পদ কোনটি?
    – 24
  3. একটি পরাবৃত্তের দিকাক্ষের সমীকরণ x-1=0 এবং শীর্ষবিন্দু (3,0) হলে পরাবৃত্তের সমীকরণ কোনটি?
    – y2=8(x-3)
  4. cos2 30° + cos2 60° + cos2 90°+ ……. +cos2 180° =?
    – 6
  5. একটি স্টিমার 12km/hr বেগে চলতে পারে। স্টিমারটি কত কোণে চললে 6 km/hr বেগে প্রবাহিত নদী কে আড়াআড়িভাবে পার হতে পারবে?
    – 120°
  6. 12 মিটার দৈর্ঘ্যের সুষম একটি বীমের ওজন 50 কেজি যার A ও B প্রান্তে যথাক্রমে 15 কেজি ও 35 কেজি ও 35 কেজি ওজন ঝোলানো আছে। A প্রান্ত হতে কত দূরত্বে শুধুমাত্র একটি অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থ থাকবে?
    – 6 Meter
  7. d/dx { sin-1(cos x)} =?
    – -1
  8. একটি বক্সে 6টি সাদা ও 5টি লাল বল আছে। বাক্স হতে পুনঃস্থাপন করে দুটি বল নেয়া হলো। বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত
    – 36/121
  9. ‘a’ এর কোন মানের জন্য A=2i+3j+4k , B=3i+4j+ak এবং C=ai+7j+9k ভেক্টর তিনটি সমতলীয় হবে?
    – 5
  10. একটি সরলরেখা (1,-2) বিন্দুগামী ও অক্ষদ্বয় হতে সমান অংশ ও একই চিহ্নে খন্ডিত করলে রেখার ঢাল হলো-
    – 135°
  11. 100 সংখ্যক ভিন্ন উপাদানের সেট থেকে কত সংখ্যক উপাদান নিলে বিন্যাস ও সমাবেশ সংখ্যা সমান?
    – 1
  12. যদি ∫σ(x)dx =ln(lnx)+c হয়, যেখানে c একটি ধ্রুবক, তবে σ(x)=?
    – 1/(x lnx)

Physics

  1. আদি বেগ শূন্য হলে সমতরনে চলমান বস্তুর বেগের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক?
    – proportional to the square root
  2. কোন বস্তুর ওপর 2N বল প্রয়োগে বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রী কোণ উৎপন্ন করে 5m দূরত্ব অতিক্রম করল। কাজের পরিমাণ
    – 5J
  3. একক ভরের দুটি বস্তু কনা একক দূরত্বে আছে। তারা যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে বলা হয়-
    – gravitational constant.
  4. পানির অনুর মধ্যকার (inner) বন্ধনকে কি বলে?
    – covalent bond
  5. তরঙ্গের তীব্রতার সাথে বিস্তারের সম্পর্ক কোনটি?
    – I Proportional to A2
  6. নিচের বর্তমানে 25Ω রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো।
    – 25V
  7. সোডিয়াম আলোর দুইটি তরঙ্গ একটি পর্দার উপর ব্যতিচার প্রদর্শন করে।। তরঙ্গ দুটি দশা পার্থক্য 4π তাদের পথ পার্থক্য কত?
    – 2λ
  8. নিউক্লিয়াসের মধ্যে একটি ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। ইলেকট্রনের ভর বেগ ও ঘর যথাক্রমে 2.64*10-21 এবং 9.1*10-31
    – 24 MeV
  9. Radon এর অর্ধায়ু 4 দিন। এর ক্ষয় ধুবক নির্ণয় করো
    – 2*10-6s-1
  10. A=3i+2j+k ; B=i+2j+3k; C=i+j+2k হলে A.(B x C) কত?
  11. 100ms-1 বেগে একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। 17s পর বস্তুর বেগ কত?
  12. টর্ক এর একক কোনটি?
    – Nm

রসায়নঃ

  1. NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে নিচের কোনটি উৎপন্ন হয় নাঃ
    -Na
  2. একটি পরমাণুর কোয়ান্টাম সংখ্যা সংজ্ঞায়িত করার ভিত্তি হলোঃ
    -Pauli’s exclusion principle
  3. তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি?
    -F>O>N>Br
  4. মৃদু এসিড ও তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ায় কার্যকর pH পরিসর কোনটি?
    : 8.0-10.0
  5. প্রভাবক সম্পর্কে নিচের কোনটি সত্য নয়?
    -The composition of a catalyst changes at the end of a reaction.
  6. নিচের কোন যৌগের কাঠামোতে জ্যামিতিক সমাণুতা প্রদর্শন সম্ভব নয়?
    – (aa) C = C (ab)
  7. কোন উপাদানের জন্য সিমেন্ট ধীরে ধীরে শক্ত হয়ে যায়?
    – CaSO4.2H2O
  8. সেলুলোজ কোনটির পলিমার?
    – β-D-Glucose
  9. যদি 0.20 moldm-3 দ্রবণের বিক্রিয়ার প্রারম্ভিক গতি 3.0 x 10-4 হয় তাহলে বিক্রিয়াটির গতি ধ্রুবক কত?
    – 1.5 x 10-3 S-1
  10. C- অরবিটালের sp3 সংকরন কোন ক্ষেত্রে ঘটে?

    – ⌬

  11. নিম্নলিখিত বিক্রিয়া দ্বারা ১০ % ইথানয়িক দ্রবণ থেকে প্রস্তুতকৃত ভিনেগারের জন্য কোন তথ্যটি সঠিক?
    H3C-CH2-OH(10%) ⟶ H3C-COOH(aq)
    – The pH of the vinegar is above 7, so it hinders the growth of microbes
  12. নিচের বিক্রিয়াটিতে কত মোল ইলেক্ট্রণ বিনিময় হয় এবং H2SO4 এর ভুমিকা কি?
    2KMnO4 + 8H2SO4 +10FeSO4 = K2SO4 + 2MnSO4  + 5Fe2(SO4)3 + 8H2O
    – 10, acidic medium

Faculty of Engineering and Technology
Written Part

 

প্রত্যেকটা বিষয়ের ৪০% মার্ক লিখিত থাকবে এবং উত্তরপত্রে নির্দিষ্ট জায়গা দেয়া থাকবে। এই জায়গার মাঝেই উত্তর দেয়া লাগবে।

English ( 2 * 4)

  1. write a paragraph on “Covid -19”
  2. write a paragraph on “Traffic Jam”

Mathematics ( 2 * 4)

  1. x = 1/y2 , x=y , y=2 রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো এবং ক্ষেত্রটির চিত্র আঁকো।
  2. x2 + kx -6k = 0 এবং x2 – 2x – k = 0 সমীকরণদ্বয়ের একটি সাধারণ মূল থাকলে k এর মান নির্ণয় করো

Chemistry( 2 * 4)

  1. তাপউৎপাদী ও তাপহারী বিক্রিয়ার উদাহরণসহ সংজ্ঞা দাও
  2. নিচের বিক্রিয়াগুলো বিবেচনা করে কার্বন ডাই সালফাইডের সংগঠন তাপ নির্ণয় কর
    CS2(I) +3O3(g) = CO2(g) +2SO2(g)              ΔH = -1109.17 kJmol-1
    C(s) +O2(s) = CO2(g)                                     ΔH = -394.55 kJmol-1
    S(s) + O2(s) = SO2(g)                                    ΔH = -279.39 kJmol-1

Physics( 2 * 4)

  1. 1.5v তড়িচ্চালক বল বিষিষ্ট 9টি কোষকে সমান্তরাল সাজিয়ে 1Ω রোধের সাথে যুক্ত করা হলে বর্তনীতে 1.35A প্রবাহ চলে। প্রতিটি কোষের অভ্যন্তরীন রোধ কত?
  2. একটি সরল দোলকের দোলনকাল 3s হলে এর কার্যকর দৈর্ঘ্য কত?

ICT ( 2+3+3)

  1. নিম্নলিখিত C প্রোগ্রাম snippet এর আউটপুট লিখ
    for ( i=2 ; i <= 10 ; i = i+2)
    printf(“%d”,i)
  2. উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য নিরুপন কর
  3. Boolean expression ব্যবহার করে দেখাও যে, “X + X = X”

৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:

মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্যের জন্য জয়েন করো Admission Assist গ্রুপে।

Faculty of Engineering and Technology Question 2020-21

Quick Links for Maritime University

৭টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ডেইলি শর্ট কুইজ, সাজেশন এবং সকল ধরনের সহযোগিতা পেতে এডমিশন রিলেটেড আজই এনরোল করো BSMRMU এর FET, FEOS, FSA, FMGP মডেল টেস্ট প্রোগ্রামে:

মডেল টেস্ট সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্যের জন্য জয়েন করো Admission Assist গ্রুপে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Don`t copy text!