College Book List

মানবিক বিভাগ – কলেজে কোন লেখকের বই পড়বো?

Paid Promotion by Google

স্কুল পর্যায়ে মানবিক শাখায় শিক্ষার্থী তূলনামূলক কম হলেও কলেজ পর্যায়ে এসে তা বেড়ে যায়। এর বিশেষ কারন মানবিক শাখায় বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে অনেক শিক্ষার্থী বিভাগ পরিবর্তন করে চলে আসে। একেক কলেজ একেক লেখকের বই সাজেস্ট করে, আবার একাধিক লেখকের বই ও সাজেস্ট করে। এত লেখকের বইয়ের মাঝে কোন লেখকের বই পড়লে আসলেই উপকার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে এসব নিয়ে একটা কনফিউশান থেকেই যায়। এই কনফিউশান দূর করার জন্যই আমাদের টিম এডু নিউজের আজকের লেখা কোন লেখকের বই পড়বো! – মানবিক শাখা।

To Read This Post in ENGLISH Click Here

বাংলা, ইংরেজি, আইসিটি অন্যান্য বিভাগের মতো একই থাকবে। অন্যান্য বিভাগের বুকলিস্ট দেখতে ক্লিক করো বিজ্ঞান বিভাগ   এবং  ব্যবসায় শিক্ষা বিভাগ

 


বাংলা

    • প্রথম পত্র তো বোর্ড বই। পুরো বাংলাদেশের সবাই একই বই।
    • দ্বিতীয় পত্রে হায়াৎ মামুদ বইটা অনুসরণ করাই যথেষ্ট হবে। পাশাপাশি ডঃ গিয়াস শামীম ও রাখতে পারো।

ইংরেজি

    • প্রথম পত্র বোর্ড কর্তৃক নির্ধারিত।
    • দ্বিতীয় পত্র যেটা অনুসরণ করতে বলবো সেটা মোটামুটি ইংরেজির জন্য জাতীয় বই বলা চলে। Chowdhury and Hossain এর এডভান্স।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি)

    • প্রকৌশলী মুজিবুর রহমান/মাহবুবুর রহমান/ মো. নাইমুল হক নাঈম এই তিনজনের যেকোনো একটি বইকে প্রধান ধরে আরেকটি পাশাপাশি একটু দেখলেই হবে।

এই তিন বিষয় তো গেল সব বিভাগের জন্য কমন। এখন গ্রুপের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। যেকোনো একজন লেখকের বই খুব ভালো করে পড়লেই ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। তবে সেইফ থাকার সুবিধার্থে পাশাপাশি আরেকজন লেখকের বই পড়া উত্তম।

অর্থনীতি

    • অর্থনীতি প্রথম পত্রের জন্য প্রফেসর মোঃ আখতারুল ইসলাম অথবা দিলারা আরজু এই দুইজনের একজনেরটা মেইন হিসেবে পড়ে আরেকজনেরটা পাশাপাশি দেখতে পারো।
    • অর্থনীতি দ্বিতীয় পত্রের জন্য নরোত্তম রায় স্যারের বই অনুসরণ করার পাশাপাশি দিলারা আরজুর বই ও পড়তে পারো।

পৌরনীতি ও সুশাসন

    • প্রথম ও দ্বিতীয় পত্র দুটোর জন্যই ড. আব্দুল ওদুদ ভূইয়া এবং মোজাম্মল হক এই দুটি বই অনুসরণ করতে পারো।

ইতিহাস

    • অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা স্যারের বই প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য পড়াই যথেষ্ট।

ভূগোল ও পরিবেশ

    • প্রথম ও দ্বিতীয় পত্রের উভয়ের জন্যই ড. সৈয়দ শাহজাহান আহমেদ এবং প্রফেসর মোয়াজ্জেম হোসেন এর বই অনুসরণ করতে পারো।

যুক্তিবিদ্যা

    • গোলাম মোস্তফা এবং রুকুন উদ্দীন আহম্মেদ এই দুটি বই অনুসরণ করতে পারো প্রথম ও দ্বিতীয় পত্র উভয়ের জন্যই।

মনোবিজ্ঞান

    • প্রথম ও দ্বিতীয় পত্র উভয়ের জন্যই মোঃ আমিনুল হক স্যারের বই অনুসরণ করাই যথেষ্ট হবে


সব বিভাগেই তো তিনটি বিষয় মেইন রেখে একটিকে ঐচ্ছিক রাখতে হয়। এক্ষেত্রে কলেজভেদে ঐচ্ছিক বিষয় একেক জায়গায় একেক রকম থাকে। সর্বোপরি সম্ভাব্য যতগুলো ঐচ্ছিক বিষয় রয়েছে প্রত্যেকটির লেখকেই সাজেস্ট করবো যাতে এটা নিয়েও সমস্যার সম্মুখীন হতে না হয়।

 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

    • প্রথম ও দ্বিতীয় পত্র উভয়ের জন্যই মহিউদ্দিন আহমেদ স্যারের বই।

সমাজবিজ্ঞান

    • প্রথম ও দ্বিতীয় পত্র উভয়ের জন্যই ডঃ সেলিনা আহমেদ ও ডঃ খম রেজাউল করিমের বই।

সমাজকর্ম

    • প্রথম পত্র- মোঃ মাহফুজুর রহমান সরকার।
    • দ্বিতীয় পত্র ও একই বই অনুসরণ করতে পারো।

গার্হস্থ্যবিজ্ঞান

    • প্রথম ও দ্বিতীয় পত্র উভয়ের জন্যই গাজী হোসনে আরা ও রাফিকা সুলতানা ম্যামের বইটা পড়তে পারো।

ইসলাম শিক্ষা

    • প্রথম পত্র ড. শাহ মোঃ আব্দুর রহীম এর বই অনুসরণ করতে পারো। দ্বিতীয় পত্রেও একই।

 

দেশের সকল স্কুল, কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

 

To Read This Post in ENGLISH Click Here

বিজ্ঞান বিভাগে বা সাইন্সে কোন লেখকের বই পড়বো?

ব্যবসায় শিক্ষা বিভাগে বা কমার্সে কোন লেখকের বই পড়বো?

Info : Edu News Team
Paid Promotion by Google

View Comments

Share

Recent Posts

  • Top College

Top 10 College of Dhaka 2025

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2025. এইচ… Read More

3 সপ্তাহ ago
  • Medical

Medical Admission Full Result 2025 – College wise

মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More

10 মাস ago
  • Top College

EduNews College Ranking – 2024 – Dhaka

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More

1 বছর ago
  • College Notice

এইচ এস সি রুটিন ২০২৪ – পিডিএফ ডাউনলোড

এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More

2 বছর ago
  • News

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ২০২৪

পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More

2 বছর ago
  • University Admission

জাবি ই ইউনিট: ভর্তি যোগ্যতা, আসন ও মানবন্টন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪  টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More

2 বছর ago
Paid Promotion by Google