fbpx

ব্যবসায় শিক্ষা – কলেজে কোন লেখকের বই কিনবো?

এসএসসির পর প্রথম চিন্তার বিষয় কোন কলেজে ভর্তি হবো? এরপরে যেটা আসে কোন বিষয় কোন লেখকের বই পড়বো? বাজারে একেকটা বিষয় অনেক লেখকের বই পাওয়া যায়। যারা আবার বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগ নেয় তাদের কাছে বিষয়গুলোতো আরো নতুন!

ইন্টারমিডিয়েটে ব্যবসায় শিক্ষা শাখায় কোন বিষয়ে কোন লেখকের বই অনুসরণ করবো সেটা নিয়েই এ পোস্ট।

যারা বিজ্ঞান বিভাগের বুকলিস্ট চাচ্ছেন তারা এখানে ক্লিক করুন



বাংলা

      • প্রথম পত্র – বোর্ড বই। পুরো বাংলাদেশের সবাই একই বই পড়বে।
      • দ্বিতীয় পত্র –  হায়াৎ মামুদের বইটা অনুসরণ করাই যথেষ্ট হবে, পাশাপাশি চাইলে ডঃ গিয়াস শামীম ও রাখতে পারো।

ইংরেজি

      • প্রথম পত্র – বোর্ড কর্তৃক নির্ধারিত।
      • দ্বিতীয় পত্র –  Chowdhury and Hossain এর এডভান্স।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)

  • প্রকৌশলী মুজিবুর রহমান/মাহবুবুর রহমান/ মো. নাইমুল হক নাঈম এই তিনজনের যেকোনো একটি বইকে প্রধান ধরে আরেকটি পাশাপাশি একটু দেখলেই হবে।

এখন গ্রুপের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। যেকোনো একজন লেখকের বই খুব ভালো করে পড়লেই ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। তবে সেইফ থাকার সুবিধার্থে পাশাপাশি আরেকজন লেখকের বই পড়া উত্তম।

হিসাববিজ্ঞান

প্রথম পত্র
  • প্রফেসর আবদুল মোত্তালিব
  • প্রফেসর মো. আনোয়ার-উস-সামাদ
দ্বিতীয় পত্র
  • প্রফেসর আবদুল মোত্তালিব
  •  আকন কালাম ও অন্যান্য

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

প্রথম পত্র
  • মো. খালেকুজ্জামান
    • মুদ্রিত মূল্য / দাম – ২৬৭ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৬৮৮
    • প্রকাশনী – দি যমুনা পাব্লিশার্স
দ্বিতীয় পত্র
  •  মো. খালেকুজ্জামান
    • মুদ্রিত মূল্য / দাম – ২৪০ টাকা (নিউজপ্রিন্ট)
    • প্রকাশনী – দি যমুনা পাব্লিশার্স

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন

প্রথম পত্র
  • মো. শাখাওয়াত হোসেন
  • শফিকুল ইসলাম
দ্বিতীয় পত্র
  • মো. শাখাওয়াত হোসেন
  • শফিকুল ইসলাম
    • মুদ্রিত মূল্য / দাম – ২৬৭ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৬৮৮
    • প্রকাশনী – দি যমুনা পাব্লিশার্স

ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা

প্রথম পত্র
  • মো. খালেকুজ্জামান,মো. হারুনার রশিদ
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৫৫ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৮৩৫
    • প্রকাশনী – দি যমুনা পাব্লিশার্স
দ্বিতীয় পত্র
  •  মো. খালেকুজ্জামান, মো. হারুনার রশিদ
    • মুদ্রিত মূল্য / দাম – ২৮০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৬৮৮
    • প্রকাশনী – দি যমুনা পাব্লিশার্স

ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা ঐচ্ছিক বিষয় যেগুলো নিতে পারে তার কয়েকটির কোন লেখকের বই পড়বে সেটাও উল্লেখ করা হলো –

পরিসংখ্যান

  • প্রথম ও দ্বিতীয় উভয় পত্রের জন্যই মো. আবদুল আজিজ স্যারের বই পড়লেই হবে।
প্রথম পত্র
  • মোঃ আব্দুল আজিজ
    • মুদ্রিত মূল্য / দাম – ২৬৩ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৬৪৭
    • প্রকাশনী -দি এনজেল পাবলিকেশন
দ্বিতীয় পত্র
  • মোঃ আব্দুল আজিজ
    • মুদ্রিত মূল্য / দাম –
    • পৃষ্ঠা সংখ্যা –
    • প্রকাশনী –

অর্থনীতি

  • প্রথম পত্র – প্রফেসর মো. আখতারুল ইসলাম বা প্রফেসর মো. সোহরাওয়ার্দী স্যারের বই
  • দ্বিতীয় পত্র –  প্রফেসর মো. আখতারুল ইসলাম বা নরোত্তম রায়ের বই।



গার্হস্থ্যবিজ্ঞান

  • প্রথম ও দ্বিতীয় পত্র উভয়ের জন্যই গাজী হোসনে আরা ও রাফিকা সুলতানার বই।

এই সিরিজের পরবর্তী আর্টিকেল আসবে মানবিক শাখা নিয়ে।

 

দেশের সকল স্কুল, কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

 

Info : Edu News Team
Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!