fbpx

কোন লেখকের বই কিনবো? একাদশ শ্রেণি – বিজ্ঞান বিভাগ

মূল্য ও প্রকাশনী সম্বলিত পূর্নাঙ্গ বই তালিকা

দশম শ্রেণি পর্যন্ত আমরা কোন বিষয়ে কোন লেখকের কোন বই পড়বো সেসব নিয়ে মাথাব্যথার কোনো সুযোগেই ছিল নাহ্। শিক্ষাবোর্ড থেকে নির্দিষ্ট করা একেই বই পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী পড়তো। সরকার থেকেই দেওয়া হতো বিনামূল্যে। চিত্রপট পাল্টে যায় এসএসসির গন্ডি পেরিয়ে যখন শিক্ষার্থীরা এইচএসসির গন্ডিতে পা রাখে। সকল বই কেনা লাগে। বাংলা ইংরেজি বই বোর্ড থেকেই নির্দিষ্ট করা থাকে। তাই বাংলা প্রথম পত্র আর ইংরেজি প্রথম পত্র নিয়ে চিন্তার কারন নেই। কিন্তু এছাড়া বাকি সকল বিষয়েরই অনেক অনেক লেখকের বই রয়েছে। একেক কলেজে একেক বই সাজেস্ট করা হয় আবার এলাকা ভিত্তিক সকল বই পাওয়া যায় ও না। বই ব্যবসায়ীদের জন্য সকল এলাকায় দেখা অনেক সময় ভালো লেখকের বই পড়ানো হয় না। এসব প্রতিকূলতা মাথায় রেখেই কোন বিষয়ের জন্য কোন কোন লেখকের বই পড়তে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সেসব নিয়েই আলোচনা করবো এই পোস্টে।

 

To Read This Post in ENGLISH Click Here



যারা ব্যবসায় শিক্ষা বিভাগের বুকলিস্ট চাচ্ছেন তারা এখানে ক্লিক করুন

সকল কলেজে, টিউশনে, কোচিং এ শিক্ষার্থীদের বলা হয় প্রত্যেক বিষয়ে ন্যূনতম ২জন লেখকের বই অনুসরণ করতে। বাস্তবিক অর্থে ২জনের বেশি লেখকের বই অনুসরণ করা সম্ভব হয়ে উঠে নাহ্। কলেজ থেকেই বুক লিস্ট দিয়ে দেয় কিন্তু সেসবের উর্ধ্বে গিয়ে কোন লেখকের বই এইচএসসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবে তা নিয়েই আমাদের আজকের আলোচনা।



বই সমূহ

পদার্থ বিজ্ঞান ১ম ও ২য় পত্র, রসায়ন ১ম ও ২য় পত্র,উচ্চতর গনিত ১ম ও ২য় পত্র, জীববিজ্ঞান ১ম ও ২য় পত্র এই বিষয়গুলো রয়েছে বিজ্ঞান বিভাগের। আর আইসিটি সকল বিভাগের কমন বিষয়।

পদার্থ বিজ্ঞান

প্রথমেই আসি পদার্থবিজ্ঞানের কথায়। পদার্থবিজ্ঞানে একই সাথে থিওরি এবং সে সম্পর্কিত ম্যাথে গুরুত্ব দেওয়া প্রয়োজন। থিওরি যদি সহজ ভাষায় বুঝতে হয় তাহলে ড. শাহজাহান তপন স্যারের বইয়ের বিকল্প নেই। আর ম্যাথের ক্ষেত্রে আমির হোসেন স্যারের বই। যেকোনো একটা বইকে পুরোদমে পড়ে আরেকটা শুধু ওভারভিউ করে প্রশ্ন আর অনুশীলনের ম্যাথ গুলো প্রাকটিস করলেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব।

পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে যে লেখকের বই অনুসরণ করবো:

  • ড. শাহজাহান তপন, মো. আজিজ হাসান, ড. রানা চৌধুরী
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৫০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৭৪৪
    • প্রকাশনী – হাসান বুক হাউজ
  • ড. আমির হোসেন খান, প্রফেসর মো. ইসহাক, ড. মো. নজরুল ইসলাম ( আমির – ইসহাক স্যারের নামে মার্কেটে সুপরিচিত বইটি)
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৭০ টাকা
    • প্রকাশনী – আইডিয়াল বুকস

পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যে যে লেখকের বই অনুসরণ করবো:

  • ড. শাহজাহান তপন, মো. আজিজ হাসান, ড. রানা চৌধুরী
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৬৫ টাকা
    • প্রকাশনী – হাসান বুক হাউজ
  • ড. আমির হোসেন খান, প্রফেসর মো. ইসহাক, ড. মো. নজরুল ইসলাম ( আমির – ইসহাক স্যারের নামে মার্কেটে সুপরিচিত বইটি)
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৭০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৭০৮
    • প্রকাশনী – আইডিয়াল বুকস



রসায়ন

এবার আসি রসায়নের কথায়। রসায়নের অধ্যায়গুলোকে ২ভাগে দেখা যায়। কিছু আছে পিউর থিওরী আর কিছু আছে থিওরী+ম্যাথ। সেক্ষেত্রে একটা বই কখনোই যথেষ্ট নয়। থিওরি সম্পর্কিত যেসব অধ্যায় যেমন প্রথম পত্রের ৩য় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, দ্বিতীয় পত্রের ২য় অধ্যায় জৈব যৌগ এসব অধ্যায়ের জন্য হাজারী নাগ অথবা আহসানুল কবির স্যারের যেকোনো একটা বই অনুসরণ করাই যথেষ্ট। কিন্তু ম্যাথ সম্পর্কিত যেসব অধ্যায় যেমন প্রথম পত্রের ২য় ও ৪র্থ অধ্যায়, দ্বিতীয় পত্রের ১ম,৩য়,৪র্থ অধ্যায় এসব অধ্যায়ের জন্য সঞ্জিত কুমার গুহ্ স্যারের বই অনুসরণ করা শ্রেয়। প্রচুর গানিতিক সমস্যা দেওয়া আছে স্যারের বইয়ে।

রসায়ন ১ম পত্রের জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :

  • ড. সরোজ কান্তি সিং হাজারী, প্রফেসর হারাধন নাগ (হাজারী ও নাগ স্যারের বই নামে পরিচিত)
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৪০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৯৩৬
    • প্রকাশনী – হাসান বুক হাউজ
  • সঞ্জিত কুমার গুহ্
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৯০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৭০৮
    • প্রকাশনী – লেকচার পাব্লিকেশন্স
  • ড. গাজী মো. আহসানুল কবির।
    • মুদ্রিত মূল্য / দাম – ৪০০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৫২৮
    • প্রকাশনী – এবাকাস পাব্লিকেশন্স

রসায়ন ২য় পত্রের জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :

  • ড. সরোজ কান্তি সিং হাজারী, প্রফেসর হারাধন নাগ (হাজারী ও নাগ স্যারের বই নামে পরিচিত)
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৭০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৯৪০
    • প্রকাশনী – হাসান বুক হাউজ
  • সঞ্জিত কুমার গুহ্
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৮০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৭৫২
    • প্রকাশনী – লেকচার পাব্লিকেশন্স
  • ড. গাজী মো. আহসানুল কবির, ড. মো. রবিউল ইসলাম
    • মুদ্রিত মূল্য / দাম – ৪০০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৬৪৬
    • প্রকাশনী – এবাকাস পাব্লিকেশন্স



উচ্চতর গণিত

এইচ এস সি উচ্চতর গণিতে এত এত অধ্যায় যে দুইটা বই সম্পূর্ণ শেষ করা হয়তো সম্ভব হবে নাহ্। এক্ষেত্রে সাজেস্ট করা যেকোনো একটা বই পুরো সমাধান করে আরেকটা বইয়ের ব্যতিক্রমী সমস্যাগুলো সমাধান করলেই হয়ে যাবে। এক্ষেত্রে নিজেদের পছন্দ মতো একটাকে মেইন রেখে আরেকটা ওভারভিউ দিতে পারো।

এক্ষেত্রে উচ্চতর গণিত প্রথম পত্রের জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :

  • এস ইউ আহাম্মদ, এম এ জব্বার
    • মুদ্রিত মূল্য / দাম – ১৮৪ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৪৮৪
    • প্রকাশনী – আলফা পাব্লিকেশন্স
  • মো. কেতাব উদ্দীন, প্রফেসর নজরুল ইসলাম
    • মুদ্রিত মূল্য / দাম – ২৪৪ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৫৪৩
    • প্রকাশনী – এস.কে.এল. পাব্লিকেশন্স

উচ্চতর গনিত ২য় পত্রের জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :

  • এস ইউ আহাম্মদ, এম এ জব্বার
    • মুদ্রিত মূল্য / দাম – .১৫৫ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৪২৬
    • প্রকাশনী – আলফা পাব্লিকেশন্স
  • মো. কেতাব উদ্দীন, প্রফেসর নজরুল ইসলাম
    • মুদ্রিত মূল্য / দাম – ২৩৩ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৫১৯
    • প্রকাশনী – এস.কে.এল. পাব্লিকেশন্স।

ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য অনেকে কেতাব উদ্দীন স্যারের বইকে বেশি প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে তোমারও দিতে পারো। তবে ঐ যে প্রথমে বললাম যেকোনো একজনের বইকে মেইন রেখে আগালেই হবে।

জীববিজ্ঞান

জীববিজ্ঞানের অধ্যায়গুলোতে এত এত ইনফরমেশন থাকে যে উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান উভয়ের জন্য দুইটা করে বই পড়া কঠিন একটু। তবে এক্ষেত্রে বিচলিত হবার কিছু নেই। জীববিজ্ঞানে উভয়পত্রে একটা করে বই অনুসরণ করাই যথেস্ট। উদ্ভিদবিজ্ঞানের জন্য ড. মোহাম্মদ আবুল হাসান আর প্রাণীবিজ্ঞানের জন্য গাজী এস. এম. আজমল স্যারের বই অনুসরণ করাই যথেষ্ট। তবে যারা মেডিকেল এবং বিভিন্ন ভার্সিটির জীববিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা তারা আরো একটা বই করে পড়তে পারো।

উদ্ভিদবিজ্ঞানের জন্য যে বই অনুসরণ করবো :

  • ড. মোহাম্মদ আবুল হাসান।
    • মুদ্রিত মূল্য / দাম – ৩১৫ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৩১৬
    • প্রকাশনী – হাসান বুক হাউজ

প্রাণীবিজ্ঞানের জন্য যে বই অনুসরণ করবো :

  • গাজী এস. এম. আজমল, গাজী আসমত
    • মুদ্রিত মূল্য / দাম – ৩৬০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৪২৮
    • প্রকাশনী – গাজী পাবলিশার্স



আই সি টি

আই সি টির বিষয়ে বলা যাক এবার। আই সি টি সকল বিভাগের জন্যই কমন বিষয়। এক্ষেত্রে মাহবুবুর রহমান স্যারের বইটাই অনুসরণ করা যথেষ্ট। তবে আরো একটা বই ফলো করা মানে মোটামুটিভাবে বলা চলে বিপদমুক্ত থাকা।

আইসিটির জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :

  • প্রকোশলী মুজিবুর রহমান
  • মুদ্রিত মূল্য / দাম – ৩৩৬ টাকা
  • পৃষ্ঠা সংখ্যা – ৫৯২
  • প্রকাশনী – স্টেম শিক্ষা পাব্লিকেশন্স
  • মাহবুবুর রহমান।
    • মুদ্রিত মূল্য / দাম – ৩১০ টাকা
    • পৃষ্ঠা সংখ্যা – ৬১৬
    • প্রকাশনী – সিসটেক পাব্লিকেশন্স
  • মো. নাইমুল হক নাঈম।
    • মুদ্রিত মূল্য / দাম – ২৭৫ টাকা
    • প্রকাশনী – আইসিটি পাব্লিকেশন্স

মাত্র তো এসএসসি শেষ, কেবল ভর্তি শুরু হবে কলেজে। চিন্তিত না হয়ে কলেজে ভর্তি হয়ে আস্তে আস্তে পড়াশোনা শুরু করলেই হবে। শুভকামনা থাকলো সবার প্রতি।



বাংলা

    • প্রথম পত্র তো বোর্ড বই। পুরো বাংলাদেশের সবাই একই বই।
    • দ্বিতীয় পত্রে হায়াৎ মামুদ বইটা অনুসরণ করাই যথেষ্ট হবে।
      • মুদ্রিত মূল্য / দাম – ৫৮৮ টাকা
      • পৃষ্ঠা সংখ্যা – ১৪২২
      • প্রকাশনী – দি এটলাস পাবলিশিং হাউজ
      • পাশাপাশি ডঃ গিয়াস শামীম ও রাখতে পারো।

 ইংরেজি

      • প্রথম পত্র বোর্ড কর্তৃক নির্ধারিত।
      • দ্বিতীয় পত্র যেটা অনুসরণ করতে বলবো সেটা মোটামুটি ইংরেজির জন্য জাতীয় বই বলা চলে। Chowdhury and Hossain এর এডভান্স।

To Read This Post in ENGLISH Click Here



 

দেশের সকল স্কুল, কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

 Info : Shuvo Bhowmik Rahul
Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!