Nursing and midwifery

বিএসসি ইন নার্সিং কলেজ আসনসংখ্যা ২০২৩

Paid Promotion by Google

বিএসসি ইন নার্সিং কলেজ আসনসংখ্যা ২০২৩ । নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পোস্টে থাকবে সরকারি নার্সিং কলেজগুলোর সর্বমোট আসনসংখ্যা।

বিএসসি ইন নার্সিং কলেজ আসনসংখ্যা ২০২৩

বিএসসি ইন নার্সিং এ সর্বমোট আসন রয়েছে ১২৮০ টি। কোন কলেজে কতটি আসন তা নিচে দেয়া হলঃ

নার্সিং ও মিডওয়াইফারি বিগত বছরের প্রশ্নব্যাংক

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এক নজরেঃ

 

আবেদন শুরু ১৫ মার্চ ২০২৩
আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল ২০২৩
টাকা জমাদানের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৩
আবেদন ফি ৭০০ টাকা (নার্সিং) / ৫০০ টাকা (মিডওয়াইফারি)
ভর্তি পরীক্ষা ১৯ মে ২০২৩ ( সকাল ১০ টা)
প্রবেশপত্র সংগ্রহ ০৯ মে ২০২৩ থেকে শুরু
আবেদন লিংক dgnm.teletalk.com.bd

 

নার্সিং ও মিডওয়াইফারি বিগত বছরের প্রশ্নব্যাংক

আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ

  1. আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স অনূর্ধ্ব ২২বছর।
  2. এইচএসসি বা সমমানের পরীক্ষায় ২০২১ অথবা ২০২২ ইংরেজি সালে উত্তীর্ণ এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় ২০১৯ অথবা ২০২০ ইংরেজি সালে উত্তীর্ণ হতে হবে।

ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং):

বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমােট নূন্যতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ (G PA) ৩.০০ এর কম গ্রহণযােগ্য হবে না। এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি :

যে কোন বিভাগ হতে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমােট নূন্যতম জিপিএ (GPA) ৬.০০ থাকতে হবে। তবে কোন একটি পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.৫০ এর কম গ্রহণযােগ্য হবে না। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদন করতে পারবে।

  1. বাংলাদেশের নাগরিক যা বিদেশি শিক্ষা/O-Level/ A Level কার্যক্রমে এসএসসি/এইচএসসি বা এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাদের মার্কশীটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএ তে রূপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করার পর অনলাইনে। আবেদন করতে পারবেন।
  2. ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনের ২০ শতাংশ ভর্তিযােগ্য হইবে ।

নার্সিং ও মিডওয়াইফারি বিগত বছরের প্রশ্নব্যাংক

পরীক্ষার মানবন্টনঃ

১৫০ নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে । তার মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ এবং সময় থাকবে ১ ঘন্টা । আর বাকি ৫০ নম্বর জিপিএ – এর জন্য বরাদ্দ থাকবে । ভর্তি পরীক্ষার ৪০ এর কম নম্বর পেলে তাকে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে ।

বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি / ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
  1. বাংলা- ২০
  2. ইংরেজী – ২০
  3. গনিত – ১০
  4. বিজ্ঞান (রসায়ন, জীব বিজ্ঞান,রসায়ন)- ৩০
  5. সাধারন জ্ঞান – ২০
  1. বাংলা – ২০
  2. ইংরেজী – ২০
  3. গণিত – ১০
  4. সাধারন বিজ্ঞান – ২৫
  5. সাধারন জ্ঞান – ২৫

নার্সিং ও মিডওয়াইফারি বিগত বছরের প্রশ্নব্যাংক

জিপিএ নম্বরঃ

এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ – এর উপর ৫০ নম্বর নির্ধারিত থাকবে । নম্বর নির্ধারণ প্রক্রিয়াটি হল-

  1. এসএসসি/ সমমানের জিপিএ -এর ৪ গুন = ২০ (সর্বোচ্চ)
  2. এইচএসসি/ সমমানের জিপিএ -এর ৬ গুন = ৩০ (সর্বোচ্চ)

 

Paid Promotion by Google
Share

Recent Posts

  • College Notice

এইচ এস সি রুটিন ২০২৪ – পিডিএফ ডাউনলোড

এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More

4 সপ্তাহ ago
  • News

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ২০২৪

পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More

4 সপ্তাহ ago
  • University Admission

জাবি ই ইউনিট: ভর্তি যোগ্যতা, আসন ও মানবন্টন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪  টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More

4 মাস ago
  • University Admission

জাবি ডি ইউনিট: ভর্তি যোগ্যতা, আসন ও মানবন্টন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ডি ইউনিট এর অধীনে মোট ৭ টি বিভাগ রয়েছে ।  জাহাঙ্গীরনগর… Read More

4 মাস ago
  • University Admission

জাবি এ ইউনিট: ভর্তি যোগ্যতা, আসন ও মানবন্টন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি এ ইউনিট এর অধীনে মোট ৭ টি বিভাগ রয়েছে । নূন্যতম… Read More

4 মাস ago
  • University Seat

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – আসন সংখ্যা ও ভর্তি যোগ্যতা

জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট juniv-admission.org এ প্রকাশ করা হয়েছে। এই পোস্টে… Read More

4 মাস ago
Paid Promotion by Google