মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২ ফলাফল দেখবো কিভাবে?
How to check Medical Admission Test Result 2022
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে ৫ এপ্রিল ২০২২ তারিখে । মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২ ফলাফল দেখবো কিভাবে? গত শুক্রবার সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী মোট ৮০ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪১ হাজার ১৩২ জন। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে নেয়া পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০। এই বছরর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১ লক্ষ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী।
২০২৩ সালের মেডিকেল ভর্তির ফলাফল আগামী রবিবার প্রকাশিত হবে। ফলাফল পেতে আমাদের সাথেই থাকুন। চাইলে ২০২২ সালের ফলাফলের একটি ওভারভিউ দেখে নিতে পারেন। যেখানে ২০২২ সালের মেডিকেল ভর্তি ফলাফলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার দেওয়া রয়েছে।
MBBS Result PDF 2022
দুইটির মধ্যে যেকোনো একটি সাইটে ফলাফল পাবেন, তবে আপাতত অনেকেই সাইটে প্রবেশ করতে পারছে না। তাই আমরা PDF আকারে ফলাফল দিয়ে দিয়েছি। ডাউনলোড বাটনে ক্লিক করে ফলাফল দেখে নিতে পারেন।
প্রায় ১.৪৩ লক্ষ পরীক্ষার্থীর উত্তরপত্র ইন্টেলিজেন্ট ক্যারেক্টার রিগনিশন (আইসিআর) মেশিনের মাধ্যমে স্ক্যানিংয়ের কাজ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। স্ক্যানিং শেষে স্ক্যানিংকৃত উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে ?
সাধারনত মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হবার ৭২ ঘণ্টার মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়। সে হিসেবে আশা করা যায় আগামী ৪ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল স্বল্পতম সময়ে পৌঁছে যাবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে অনলাইনেও
অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারেন। http://dgme.teletalk.com.bd/mbbs/ অথবা https://result.dghs.gov.bd/mbbs/ লিংকে গিয়ে রোল নাম্বার লিখে রেজাল্ট “বাটনে” ক্লিক করলে মার্ক সহ রেজাল্ট দেখা যাবে ।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল
মোবাইলে মেডিকেলের ফলাফল জানার জন্যে এস.এম.এস করার কোন প্রয়োজন নেই। যারা উত্তীর্ণ হয়েছে তাদের আবেদন করার সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরে স্বয়ংক্রিয়ভাবে টেলিটক থেকে ওয়েলকাম জানিয়ে ফলাফল পৌঁছে যাবে।
গত শুক্রবার (১লা এপ্রিল) রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এ ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর ছিল। মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।
Quick Links
- মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করবো যেভাবে
- Medical Question Bank
- Medical Admission Question & Solution 2021-22
- Dental Question Bank
- Medical Admission Test Result 2022
- মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল দেখবো কীভাবে?
- Medical Highest & Cut Marks of last 10 Years
- Armed Forces Medical College Question Bank
- Armed forces and army medical total seat
8 Comments