fbpx

কারিগরি কলেজ রিভিউ – ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট

ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশের শীর্ষ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি। এটি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত। ১৯৫৫ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি পূর্ব পাকিস্তান পলিটেকনিক ইন্সটিটিউট নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে ১৯৬০ এর দিকে এর নামকরণ ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট করা হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় পলিটেকনিক ইন্সটিটিউট গুলোর মধ্যে এর অবস্থান প্রথম। ২৭ একর জমির উপর প্রতিষ্ঠানটি স্থাপিত।

কলেজ ওয়েবসাইট : dpi.gov.bd

ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এ ছাত্রদের পছন্দ অনুসারে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পর্যায়ে ১০ টি বিষয়ে পাঠ দান করানো হয়। তন্মধ্যে : আর্কিটেকচার, সিভিল,কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইত্যাদি উল্লেখযোগ্য বিষয় রয়েছে।

 

অবকাঠামো

  • ৪ টি প্রাতিষ্ঠানিক ভবন
  • সোনালী ব্যাংকের একটি শাখা
  • পোস্ট অফিস
  • মসজিদ
  • মেডিকেল সেন্টার

 

অধ্যয়নরত শিক্ষার্থী

প্রায় ৮৯০০ জন শিক্ষার্থী এ প্রতিষ্ঠান এ অধ্যয়নরত আছে

 

শিক্ষক এবং কর্মচারীবৃন্দ

পাঠদানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক এবং দক্ষ কর্মচারীর সংখ্যা ১২০ জন।

আবাসিক সুবিধা

  • ছাত্রদের জন্য তিনটি ছাত্রাবাস রয়েছে –
    • লতিফ ছাত্রাবাস
    • জহির রায়হান ছাত্রাবাস
    • কাজী মোতাহার ছাত্রাবাস
  • ছাত্রীদের জন্য একটি ছাত্রাবাস আছে।
    (বর্তমানে ছাত্রাবাস গুলো বন্ধ আছে)
  • এছাড়া শিক্ষক এবং কর্মচারীবৃন্দের জন্য একটি আবাসিক ভবন এবং স্টাফ কোয়ার্টার রয়েছে।

 

ক্লাব ও অন্যান্য সংগঠন

  • রোভার স্কাউট গ্রুপ
  • ক্রীড়া সংস্থা
  • সাংস্কৃতিক সংস্থা
  • ক্যারিয়ার ক্লাব
  • এনার্জি ক্লাব
  • রক্তদান ক্লাব
  • স্বেচ্ছাসেবী সংস্থা

 

ভর্তি ব্যবস্থা

প্রথম পর্বের ভর্তি সরকারের আদেশ অনুযায়ী অনলাইনে নেয়া হবে।

 

আবেদন যোগ্যতা

  • যেকোনো বিভাগ থেকে ন্যুনতম জিপিএ ৩.০০
    (তবে ভালো ডিপার্টমেন্টের জন্য জিপিএ ৪.৫০-৫.০০ আবশ্যক)

 

খরচ

ফরম পূরণের সময়ের পর খরচ নেই। প্রতি সেমিস্টারের নির্দিষ্ট সময়ে আনুমানিক ২০০০-২৫০০ টাকা সেমিস্টার ফি প্রদান করতে হয়।

 

পোশাক

  • ছেলে
    • কলেজের লগো যুক্ত সাদা শার্ট
    • কালো প্যান্ট
    • আইডি কার্ড
  • মেয়ে
    • কলেজের লগো যুক্ত সাদা এপ্রোন
    • আইডি কার্ড

 

ফলাফল

সিজিপিএ রীতি তে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং ৮ সেমিস্টারে পাঠ দান সম্পন্ন করা হয় যেখানে ৬ মাসে এক সেমিস্টার ধরা হয়। প্রতিবছর এখান থেকে অসংখ্য শিক্ষার্থী প্রথম শ্রেণীর ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়। তাছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা গুলো তে এটি শীর্ষে অবস্থানকারী প্রতিষ্ঠানগুলোর একটি।

 

ঢাকার শীর্ষস্থানীয় কলেজ গুলোর রিভিউ দেখতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন কলেজ রিভিউ পেইজে। মাদরাসা সম্পর্কে জানতে ভিজিট করুন মাদরাসা রিভিউ পেইজে।

 

info: Hussain Muhammad Elman
Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!