fbpx

কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র লাগবে

কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র লাগবে তা আলোচনা করা হবে আজকের পোস্টে। কলেজের ফলাফল দিলেই ভর্তির প্রস্তুতি নিতে হবে সবার, সেই প্রস্তুতি সোজা করার উদ্দেশ্যে আমরা আজকে জানবো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে।

কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র লাগবে সেটাকে কলেজভিত্তিক আমরা তিন ভাগে ভাগ করতে পারি।

  • সাধারণ কলেজ
  • ক্যান্টনমেন্ট কলেজ
  • মিশনারী কলেজ

সাধারণ কলেজ

  1. প্রথম ডকুমেন্টস গুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি।
  2. মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে।
  3. দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতা-মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
  4. স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ।
  5. ভর্তির ফি জমা দিতে হবে।
  6. ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।

একাদশ শ্রেণির বই তালিকা

ক্যান্টনমেন্ট কলেজ

  1. প্রথম ডকুমেন্টস গুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি।
  2. মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে।
  3. দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতা-মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
  4. স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ।
  5. ভর্তির ফি জমা দিতে হবে।
  6. ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
  7. কোটা সনদ হিসাবে তোমার পিতা মাতা যদি কোন ডিফেন্স বাহিনী তে কর্মরত থাকেন তাহলে ইউনিট প্রত্যয়ণ পত্রটি জমা দিতে হবে।
  8. কোটা সনদ হিসাবে তোমার পিতা মাতা যদি কোন ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করেন তাহলে খালাসী বইয়ের ফটোকপি জমা দিতে হবে।

একাদশ শ্রেণির বই তালিকা

মিশনারী কলেজ

  1. প্রথম ডকুমেন্টস গুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি।
  2. মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে।
  3. দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতা-মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি।
  4. স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ।
  5. ভর্তির ফি জমা দিতে হবে।
  6. ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে।
  7. মিশনারী কলেজ গুলোর নিজ নিজ ওয়েব সাইটের আবেদন ফরম পূর্ণ করে জমা দিতে হবে।
  8. ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র।

কলেজ এডমিশন ওয়েবসাইটঃ http://xiclassadmission.gov.bd/

Top 10 Colleges in Dhaka

একাদশ শ্রেণির বই তালিকা

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!