Subject Review

সাবজেক্ট রিভিউ : ওশানোগ্রাফি || Oceanography

Paid Promotion by Google

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স এর একটি সাবজেক্ট হচ্ছে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি। ওশানোগ্রাফি সাবজেক্টটি এখানে ছাড়াও আরো কয়েকটি ভার্সিটিতে রয়েছে। তবে মেরিটাইম বিশ্ববিদ্যালয় যেহেতু শুধুমাত্র এই বিষয়ক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তাই এখানের ওশানোগ্রাফি পছন্দের প্রথমে রাখা অবশ্যই যুক্তিযুক্ত একটি কাজ।

ওশানোগ্রাফি(সমুদ্রবিজ্ঞান) বিষয় নিয়ে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন আছে।
বিষয়টা কি,কেন পড়ব, ভবিষ্যৎ কি… নিচের তথ্য পড়ে হয়ত কিছুটা উপকৃত হবে…

সমুদ্রবিজ্ঞান শব্দটাই বলে দিচ্ছে—এ বিষয়ের পড়াশোনা সমুদ্র নিয়ে। আমাদের পৃথিবীতে স্থলভাগের চেয়ে জলভাগের অংশ বেশি; শতকরা প্রায় ৭১ ভাগই হলো জল, বাকিটা স্থল। এই বিশাল জলরাশিতে রয়েছে অনেক ধরনের বৈচিত্র্যময় প্রাণী ও উদ্ভিদ। আমাদের জীবনধারণের জন্য যে অক্সিজেনের প্রয়োজন, এর একটা বড় অংশ আসে সমুদ্র থেকে, অর্থাৎ সামুদ্রিক উদ্ভিদ থেকে। আবার উত্তাল সমুদ্রের কারণে বড় রকমের দুর্যোগ ঘটতে পারে। যেমন সাইক্লোন, সুনামি ইত্যাদি। আর সমুদ্র সম্পদের প্রয়োজনীয়তার কথা তো না বললেই নয়। কাজেই সমুদ্র সম্পর্কে পড়াশোনা ও গবেষণার প্রয়োজন রয়েছে। সমুদ্রবিজ্ঞানের মূলত চারটি প্রধান অংশ আছে।

• তাত্ত্বিক সমুদ্রবিজ্ঞান (বায়োলজিক্যাল ওশানোগ্রাফি); যেখানে মূলত সামুদ্রিক জীবজগৎ সম্পর্কে পড়ানো হয়।

• রাসায়নিক সমুদ্রবিজ্ঞান (কেমিক্যাল ওশানোগ্রাফি); এই অংশে থাকে সমুদ্রের রাসায়নিক উপাদান, সেগুলোর বিন্যাস ও বিক্রিয়া নিয়ে পড়াশোনা।

• ভৌত সমুদ্রবিজ্ঞান (ফিজিক্যাল ওশানোগ্রাফি); এই অংশে পড়ানো হয় সমুদ্রস্রোত, জোয়ার–ভাটা, তাপমাত্রা, ঘনত্ব ইত্যাদি ভৌত বিষয় সম্পর্কে।

• ভূতাত্ত্বিক সমুদ্রবিজ্ঞান (জিওলজিক্যাল ওশানোগ্রাফি), যে অংশে প্রাধান্য পায় সমুদ্র তলদেশের ভূতত্ত্বের আলোচ্য বিষয়।

এই চারটি অংশের যেকোনো একটিতে বিশেষায়িত হওয়ার সুযোগ থাকলেও, সমুদ্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার ক্ষেত্রে প্রতিটি অংশই সমান গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমাঃ ১এপ্রিল-৩০এপ্রিল।

ভর্তি পরীক্ষার তারিখঃ ৫জুন।

আবেদন ফিঃ ৭০০টাকা।

আবেদন করবেন যেখানেঃ applyonline.bsmrmu.edu.bd

ভর্তি পরীক্ষার কেন্দ্র যেসব স্থানেঃ ১. ঢাকা ২. চট্টগ্রাম ৩ রংপুর ৪ খুলনা।

যেসব বিষয়ে পরীক্ষা হবেঃ

ওশানোগ্রাফি/মেরিন ফিশারিজ এর জন্য ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান।

পরীক্ষার পদ্ধতি- নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত রচনামূলক

সময়- ৯০ মিনিট এবং পূর্ণমান ১০০।

**ভবিষ্যৎ কী?

বর্তমানে সমগ্র পৃথিবীতে ব্লু ইকোনমি বা সমুদ্রনির্ভর অর্থনীতি বেশ সম্ভাবনাময়। আমাদের দেশে সামুদ্রিক মৎস্যসম্পদ অথবা জীবজগৎ বিষয়ে যতটা গবেষণা হয়েছে, সমুদ্রের ভৌত, রাসায়নিক এবং ভূতাত্ত্বিক বিষয়ে এখনো ততটা গবেষণা হয়নি। বঙ্গোপসাগর সম্পর্কিত বহু বিষয় এখনো অজানা। কাজেই বাংলাদেশে সমুদ্রবিজ্ঞানে প্রচুর গবেষণার ক্ষেত্র রয়েছে। সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, সমুদ্রদূষণ, জলবায়ুর প্রভাব ও অন্যান্য বিরূপ অবস্থা প্রতিরোধ ও প্রতিকারের জন্য সমুদ্র–সম্পর্কিত সব ধরনের তথ্য সংগ্রহের প্রয়োজন। কিন্তু দেশে সমুদ্র গবেষণার ক্ষেত্রে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। কাজেই এ বিষয়ে পড়াশোনার মাধ্যমে একজন শিক্ষার্থী তাঁর মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

**ক্যারিয়ার কোথায়?

সমুদ্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করলে সব সময় যে কেবল সমুদ্রে ঘুরে ঘুরে বেড়াতে হবে—তা কিন্তু নয়। তথ্য সংগ্রহের কাজে কখনো কখনো সমুদ্রে অথবা সমুদ্র উপকূলে যাওয়ার প্রয়োজন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে স্যাটেলাইট ডেটা অথবা কম্পিউটারে মডেলিং করার মাধ্যমেও সমুদ্রে না গিয়ে কাজ করা সম্ভব। কিছু কিছু কাজ ল্যাবরেটরির যন্ত্রপাতি ব্যবহার করে করা যায়। কাজেই সমুদ্রবিজ্ঞান সম্পর্কিত কাজের ক্ষেত্র ব্যাপক ও বিস্তৃত। সমুদ্রবিজ্ঞান পড়ে গবেষণা অথবা শিক্ষকতাকে পেশা হিসেবে নেওয়া যায়। সে ক্ষেত্রে সমুদ্রবিজ্ঞানের কোনো বিশেষ অংশের ওপর পিএইচডি করে নেওয়া ভালো। আমাদের দেশে সমুদ্রবিজ্ঞান–সম্পর্কিত বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। যেমন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট। সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের পরিবেশ–সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান অথবা বিভিন্ন নীতিনির্ধারণী প্রতিষ্ঠানগুলোতে সমুদ্রবিজ্ঞান বিষয়ে কাজের সুযোগ রয়েছে।

**কারা পড়বে?

সমুদ্র দেখতে অথবা সমুদ্রের পাড়ে বেড়াতে ভালোবাসে না—এমন মানুষ পাওয়া কঠিন। তবে সমুদ্রবিজ্ঞান পড়তে হলে সমুদ্রের প্রতি ভালোবাসা থাকার পাশাপাশি একজন শিক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞানমনস্ক হতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞানের ওপর ভালো দখল থাকতে হবে। একই সঙ্গে ভালো ইংরেজি তো জানতেই হবে। কারণ, এ বিষয়ের বেশির ভাগ বই ইংরেজিতে লেখা। ভৌত সমুদ্রবিজ্ঞান পড়ার ক্ষেত্রে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকলে ভালো।

এ ছাড়া সমুদ্রবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যানের প্রয়োজন হয়। সমুদ্রের অজানা রহস্যকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিয়ে অনুসন্ধান ও বিশ্লেষণ করার মতো যার উৎসাহ ও আগ্রহ আছে—সমুদ্রবিজ্ঞান তার জন্যই।

 

Info: Rahat Rezwan

 

Paid Promotion by Google

View Comments

Share

Recent Posts

  • Top College

Top 10 College of Dhaka 2025

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2025. এইচ… Read More

2 মাস ago
  • Medical

Medical Admission Full Result 2025 – College wise

মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More

11 মাস ago
  • Top College

EduNews College Ranking – 2024 – Dhaka

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More

1 বছর ago
  • College Notice

এইচ এস সি রুটিন ২০২৪ – পিডিএফ ডাউনলোড

এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More

2 বছর ago
  • News

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ২০২৪

পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More

2 বছর ago
  • University Admission

জাবি ই ইউনিট: ভর্তি যোগ্যতা, আসন ও মানবন্টন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪  টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More

2 বছর ago
Paid Promotion by Google