Shahjalal university of science and technology seat
SUST
Shahjalal university of science and technology seat ।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে শাবিপ্রবি বা সাস্ট) বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম ইংরেজি। এটি এশিয়া মহাদেশের অন্যতম বড় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় গুচ্ছ পদ্ধতিতে।
Shahjalal university of science and technology seat
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
ভৌত বিজ্ঞান স্কুল | |
রসায়ন | 65 |
ভূগােল ও পরিবেশ | 50 |
গণিত | 80 |
পদার্থবিজ্ঞান | 65 |
পরিসংখ্যান | 80 |
সমুদ্রবিজ্ঞান | 30 |
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ | |
আর্কিটেকচার | 30 |
কেমিক্যাল ইঞ্জি. এন্ড পলিমার সায়েন্স | 50 |
সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জি. | 50 |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | 100 |
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জি. | 50 |
ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনােলজি | 40 |
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং | 50 |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং | 35 |
পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং | 35 |
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং | 50 |
জীববিজ্ঞান স্কুল | |
জেনেটিক ইঞ্জি. এন্ড বায়ােটেকনােলজি | 35 |
বায়ােকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়ােলজি | 35 |
কৃষি এবং খনিজ বিজ্ঞান স্কুল | |
ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স | 55 |
Total | 790 |
বিজ্ঞানের ইউনিটে সাস্টে রয়েছে প্রায় ৮০০টি আসন , আর বিভাগ পরিবর্তন এর ইউনিটে রয়েছে আরো ২২৫টি আসন। সব ইউনিট মিলিয়ে টোটাল ১৫৮৭টি আসন রয়েছে।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২
★ আবেদন যোগ্যতা:
- SSC ও HSC তে আলাদাভাবে (৪র্থ বিষয়সহ) GPA ন্যূনতম 3.50 করে মোট GPA ন্যূনতম 8.00 হতে হবে।
★ সিলেকশন পদ্ধতি:
- HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যাক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবেন।
★ পরীক্ষার মানবন্টন:
- MCQ- আবশ্যিক অংশঃ Bangla=(10×1), English=(10×1), Physics=(20×1), Chemistry=(20×1), এবং ঐচ্ছিক অংশ(যেকোন দুইটি বিষয় দাগানো যাবে) Biology=(20×1), H.Math=(20×1), ICT=(20×1) এবং এভাবে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা।
★ ফলাফল নির্ণয় পদ্ধতি:
- শুধুমাত্র ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে।
★ নেগেটিভ মার্কিং:
- 0.25
★ ক্যালকুলেটর:
- নেই
★ সেকেন্ড টাইম:
- আছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল শাস্ত্রে বিশেষ অবদান প্রদানকারী ও বাংলাদেশে নেতৃত্ব স্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি ২৫শে আগস্ট ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর ক্যাম্পাসটি সিলেট শহর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে কুমারগাঁওয়ে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদের অধীনে ২৮ টি ডিপার্টমেন্ট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২৯ এপ্রিল ১৯৯৮ এবং ৬ ডিসেম্বর ২০০৭ সালে। এছাড়া সর্বোচ্চ সংখ্যক গবেষণাপত্র সম্পাদনের মাধ্যমে ওয়েবমেট্রিক্স র্যাঙ্কিং এ এই বিশ্ববিদ্যালয় খুব ভাল অবস্থান দখল করে আছে। সাম্প্রতিককালে বাংলাদেশের সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাই আনুপাতিক হারে সবচেয়ে বেশি বিশ্বের অন্যান্য দেশে উচ্চশিক্ষা ও গবেষণার কাজে নিয়োজিত থাকছেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সংস্কৃতিচর্চা ও নতুন গবেষণায় বেশ উদ্যমী।
গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২
Shahjalal university of science and technology seat
গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২
2 Comments