fbpx

Jagannath University total seat

JnU seat

Jagannath University total seat । জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংক্ষিপ্ত রূপ জবি) বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। আজকের পোস্টে থাকবে এই বিশ্ববিদ্যালয়টির আসনসংখ্যা নিয়ে আপডেট তথ্য।

Jagannath University total seat

Varsity Science Seat Unit Change Total Seat
JnU 825 480 2765

 

বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে ৮২৫টি আসন এবং বিভাগ পরিবর্তন ইউনিটে রয়েছে ৪৮০টি আসন। এছাড়া বাকি ইউনিট মিলিয়ে সর্বমোট ২৭৬৫টি আসন রয়েছে।

বিজ্ঞান বিভাগের জন্য কোন সাব্জেক্টে কতটি সিট রয়েছে তার বিস্তারিত দেখে নেয়া যাকঃ

Jagannath University total seat
বিজ্ঞান অনুষদ
পদার্থবিজ্ঞান 80
রসায়ন 80
গণিত 80
পরিসংখ্যান 80
মনােবিজ্ঞান 80
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং 50
লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ
ভূগােল ও পরিবেশ 80
উদ্ভিদবিজ্ঞান 80
প্রাণিবিদ্যা 80
অনুজীব বিজ্ঞান 40
ফার্মেসী 35
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান 30
জেনেটিক ইঞ্জি. এন্ড বায়ােটেকনােলজি 30
Total 825

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় বর্তমানে গুচ্ছ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষার কিছু খুঁটিনাটি দেখে নেয়া যাকঃ

আবেদন যোগ্যতা:

  • SSC ও HSC তে আলাদাভাবে (৪র্থ বিষয়সহ) GPA ন্যূনতম 3.50 করে মোট GPA ন্যূনতম 8.00 হতে হবে।

সিলেকশন পদ্ধতি:

  • HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবেন।

পরীক্ষার মানবন্টন:

  • MCQ- আবশ্যিক অংশঃ Bangla=(10×1), English=(10×1), Physics=(20×1), Chemistry=(20×1), এবং ঐচ্ছিক অংশ(যেকোন দুইটি বিষয় দাগানো যাবে) Biology=(20×1), H.Math=(20×1), ICT=(20×1)  এবং এভাবে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা।

ফলাফল নির্ণয় পদ্ধতি:

  • শুধুমাত্র ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে।

নেগেটিভ মার্কিং:

  • 0.25

ক্যালকুলেটর:

  • নেই

সেকেন্ড টাইম:

  • নেই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-ভার্সিটি রিভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-ভার্সিটি রিভিউ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংক্ষিপ্ত রূপ জবি) বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। অধ্যাপক ড. এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ১৮৫৮ সালে এবং ২০০৫ সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্বনাম জগন্নাথ কলেজ। এই নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। ১৮৭২ সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশের মাধ্যমে এটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে মোট ছয়টি অনুষদের অধীনে ৩৬ টি বিভাগের ও ২টি ইন্সিটিউটের মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম চলছে। এই বিশ্ববিদ্যালয়ের মোট আয়তন ৩০ একর। ২০শে অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস।

Spread the love

Related Articles

One Comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!