Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University seat
BSMRSTU 2022
Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University seat । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি দেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায় অবস্থিত। ২০০১ সালের ৮ জুলাই মহান জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। বিভিন্ন বাধার কারণে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। ২০১০ সালের ২০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে। অবশেষে ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় এর একাডেমিক কার্যক্রম শুরু হয় । শিক্ষার্থী সংখ্যার দিক থেকে বর্তমানে এটি বাংলাদেশের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ১৫০৫টি। বিজ্ঞান বিভাগের জন্য ৬৭১টি আর বিভাগ পরিবর্তনের ইউনিটে রয়েছে ১৬৪টি আসন।
বিজ্ঞান বিভাগে কোন সাবজেক্টে কতটি আসন রয়েছে তার বিস্তারিত দেখে নেয়া যাকঃ
Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University seat
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
ইঞ্জিনিয়ারিং অনুষদ | |
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং | 40 |
ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং | 40 |
এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জি. | 40 |
সিভিল ইঞ্জিনিয়ারিং | 40 |
ফুড এন্ড এগ্রোপ্রসেস ইঞ্জিনিয়ারিং | 40 |
আর্কিটেকচার | 35 |
বিজ্ঞান অনুষদ | |
গণিত | 40 |
পরিসংখ্যান | 40 |
রসায়ন | 40 |
পদার্থবিজ্ঞান | 40 |
পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা | 40 |
জীববিজ্ঞান অনুষদ | |
ফার্মেসি | 40 |
বায়ােকেমিসট্রি এন্ড মলিকুলার বায়ােলজি | 40 |
বায়ােটেকনােলজি এন্ড জেনেটিক ইঞ্জি. | 40 |
মনােবিজ্ঞান | 15 |
উদ্ভিদ বিজ্ঞান | 40 |
কৃষি অনুষদ | |
কৃষি | 40 |
ফিশারিজ এন্ড মেরিন বায়ােসাইন্স | 40 |
লাইভস্টক সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন | 40 |
Quota | -59 |
Total | 671 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় গুচ্ছ পদ্ধতিতে । ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হল এখানেঃ
★ আবেদন যোগ্যতা:
- SSC ও HSC তে আলাদাভাবে (৪র্থ বিষয়সহ) GPA ন্যূনতম 3.50 করে মোট GPA ন্যূনতম 8.00 হতে হবে।
★ সিলেকশন পদ্ধতি:
- HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যাক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবেন।
★ পরীক্ষার মানবন্টন:
- MCQ- আবশ্যিক অংশঃ Bangla=(10×1), English=(10×1), Physics=(20×1), Chemistry=(20×1), এবং ঐচ্ছিক অংশ(যেকোন দুইটি বিষয় দাগানো যাবে) Biology=(20×1), H.Math=(20×1), ICT=(20×1) এবং এভাবে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা।
★ ফলাফল নির্ণয় পদ্ধতি:
- শুধুমাত্র ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে।
★ নেগেটিভ মার্কিং:
- 0.25
★ ক্যালকুলেটর:
- নেই
★ সেকেন্ড টাইম:
- আছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা
Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University seat