fbpx

ভার্সিটি রিভিউ – বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

BUTex

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে যা বুটেক্স নামে অধিক পরিচিত) বাংলাদেশের বস্ত্র প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাস অবস্থিত। উৎপাদনকেন্দ্রিক গবেষণা ও শিল্পায়নমুখী পাঠদান প্রতিষ্ঠানটিকে বরাবরই অন্যান্যদের মাঝে আলাদা করে তুলে ধরে। এটি বস্ত্রপ্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়।

অন্যান্য নাম
বুটেক্স
প্রাক্তন নাম
  • ব্রিটিশ স্কুল অব উইভিং (১৯২১–১৯৩৫)
  • পূর্ব বাংলা টেক্সটাইল ইনস্টিটিউট (১৯৩৫–১৯৫০)
  • পূর্ব পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট (১৯৫০–১৯৭৮)
  • বস্ত্রপ্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় (১৯৭৮–২০১০)
  • বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (২০১০-বর্তমান)
নীতিবাক্য জ্ঞানই শক্তি
ধরন পাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিত ২২ ডিসেম্বর ২০১০; ১১ বছর আগে
বাজেট ৳১৯ কোটি (প্রত্যেক বৎসর)
চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের মেয়াদকালীন উপাচার্য
আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৪৪
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৫৭
শিক্ষার্থী ২৭৯০
স্নাতক ২৬৪০
স্নাতকোত্তর ১৫০
ঠিকানা
শিক্ষাঙ্গন শহরের কেন্দ্রস্থলে, ১১.৬৭ একর (৪.৭২ হেক্টর)
ভাষা ইংরেজি
হলসংখ্যা ৪টি
অধিভুক্তি
  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বাংলাদেশ)
  • ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ
রঙসমূহ কার্ডিনাল লাল
ওয়েবসাইট www.butex.edu.bd

 

বুটেক্সে পাঁচটি অনুষদের অধীনে ১০টি বিষয়ের ওপর “বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং” কোর্স চালু রয়েছে, যা সর্বমোট ৮ সেমিস্টারে বিভক্ত৷ প্রতিবছর ৬ মাস অন্তর ২টি সেমিস্টার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টিতে চালু থাকা অনুষদ এবং অধীনস্থ বিভাগ সমূহের নাম নিম্নে উল্লেখ করা হলো :

বস্ত্র উৎপাদন প্রযুক্তি অনুষদ

তন্তুকৌশল বিভাগ
বুননকৌশল বিভাগ

বস্ত্র কেমিকৌশল অনুষদ

সীক্তকৌশল বিভাগ
ডাই ও কেমিকৌশল বিভাগ
পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ

ফ্যাশন ডিজাইন ও বয়নকৌশল অনুষদ

বয়নকৌশল বিভাগ
ফ্যাশন ডিজাইনিং বিভাগ

পোশাকশিল্প ব্যবস্থাপনা ও ব্যবসায় শিক্ষা অনুষদ

বস্ত্রকৌশল ব্যবস্থাপনা বিভাগ
শিল্পোৎপাদন প্রকৌশল বিভাগ

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

বস্ত্রকৌশল যন্ত্রাদি নকশা ও প্রস্তুত বিভাগ
পদার্থবিজ্ঞান বিভাগ
রসায়ন বিভাগ
গণিত ও পরিসংখ্যান বিভাগ
মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ

বুটেক্সে কোন সাবজেক্টে কতটি করে সীট রয়েছে তা দেখে নিন এখানেঃ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা ও ভর্তি বিস্তারিত

 

এছাড়াও বুটেক্সের অধীনে ৭টি বস্ত্রকৌশল মহাবিদ্যালয় (কলেজ) রয়েছে যেগুলো চার বছর মেয়াদি বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে। প্রতিটি কলেজের শিক্ষা কার্যক্রম বুটেক্সের সিলেবাস অনুযায়ী পরিচালিত হয় এবং পাশের সনদপত্র বুটেক্স কর্তৃক প্রদান করা হয়। কলেজগুলো সম্পূর্ণরূপে বুটেক্স নিয়ন্ত্রিত।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট ও কলেজসমূহঃ

বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল
চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ
শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল
বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী

 

সংগঠনঃ

  • বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), বুটেক্স শাখা
  • আর্টেক্স (বুটেক্স)
  • একাত্তর সাংস্কৃতিক সংঘ
  • ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি)
  • ফিল্ম সোসাইটি
  • বুটেক্স সাংবাদিক সমিতি
  • প্রথম আলো বন্ধুসভা (বুটেক্স শাখা)
  • বুটেক্স বিজ্ঞান ক্লাব
  • ক্যারিয়ার ক্লাব (বিসিসি)
  • বিজনেস ক্লাব
  • সুহৃদ সমাবেশ
  • পথিক বুটেক্স
  • এক্স-ক্যা বুটেক্স
  • বাউলিয়ানা
  • ফটোগ্রাফি সংঘ
  • ইলেকট্রনিক্স ক্লাব
  • গেইমার্স মেইজ
  • তরু, বুটেক্স শাখা
  • বুটেক্স সাহিত্য সংসদ
  • রোবটিক্স ক্লাব
  • বুটেক্স স্পিনার্স ক্লাব
  • আইটি সোসাইটি
  • ক্যামিক্যাল ক্লাব
  • ভ্রমণকারী সংঘ
  • ফ্যাশনোভেশন
  • এনভায়রনমেন্টাল ক্লাব
  • ইয়ুথ এগেইন্স্ট হাঙ্গার
  • মুক্তিযুদ্ধ মঞ্চ, বুটেক্স শাখা

হলঃ

শিক্ষার্থীদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ে মোট ৪টি আবাসিক হল রয়েছে। ছেলেদের জন্য রয়েছে তিনটি হল এবং মেয়েদের জন্য একটি। “সুবাহান আলী হল” নামে নতুন আরো একটি হল তৈরির পরিকল্পনা সর্বশেষ হাতে নেওয়া হয়েছে

হলের নাম
বর্তমান প্রভোস্ট
আসনসংখ্যা
শহীদ আজিজ হল অধ্যাপক মোহাম্মদ শরীফ আহমেদ ৬৪৫
জে এম এ জি ওসমানী হল অধ্যাপক আশিকুর রহমান মজুমদার ৫৩৫
সৈয়দ নজরুল ইসলাম হল অধ্যাপক আসওয়াদ আল হক সরকার ৩৬০
শেখ হাসিনা হল অধ্যাপক তানুশ্রী রায় ৪৮৫
সুবাহান আলী হল প্রস্তাবিত প্রস্তাবিত

 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!